পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা] কিন্তু হাত বেশীক্ষণ ধরিয়া তুলিয়া রাখিবেন না— হঠাৎ বঁ-হাত নামাইয়া পিস্তলধারীর পিস্তল-ধরা হাতের উপর হাতের থাবা দিয়া জোরে মারিতে হইবে। এই আঘাতেই তাহার হাত হইতে পিস্তল পড়িয়া যাইবে । সঙ্গে-সঙ্গেই তাহার ডান হাত ধরিয়া হঠাৎ আপনাকে সামনের দিকে ঝুঁকিয়া পড়িতে হুইবে । ঝুকিয়া পড়৷ মাত্র নিজের দেহকে বা দিকে ঘুরাইতে হইবে এবং যদি কেহ আপনার গলা বা কোটের বুকের দুই মুখোলা অংশ চাপিয়া ধরে তবে, বেশী কিছু করিতে হইবে না। আপনার দুই হাত জোড়া লাগাইয়া আক্রমণকারীর কাধের উপর ফেলুন। এই-প্রকার করা মাত্রই সে মাথা ஆ இ ) ? 、wo - 姥 به گی - * : " . . ...? -

  • -

s o t ఏమీ . يَنتمي w్న డా নীচু করিবে, সঙ্গে সঙ্গে আপনিও আপনার হাটু উপরে উঠাইবেন—বাস আর কিছু করিবার দরকার হইবে না। ( ছবিতে দেখুন। ) - কেহ আপনাকে ছোরা লইয়া আক্রমণ করিলে, প্রথমে তাহার হাত বঁ হাত দিয়া চাপিয়া ধরুন, তার পর আপনার ডানহাত তাহার হাতের মাঝখান দিয়া পঞ্চশস্ত—আত্মরক্ষার নতুন উপায় aసిసి সঙ্গে-সঙ্গে বা হাত তুলিয়৷ পিছনের লোকের বা হাত ধরিয়া ফেলিতে হইবে। দেখা যাইবে যে পিছনের লোকটা আপনার পিঠের উপর দিয়া গিয়া সামনের আক্রমণকারীর উপর মুগুরের মতন পড়িবে। এইপ্রকারে আক্রাস্ত-ব্যক্তি দুই জন আক্রমণকারীকেই একসঙ্গে মাটিতে ফেলিয়া দিয়া আত্মরক্ষা করিতে পারিবে । স্ত্রীলোকেরা অনেক সময় নানা-প্রকার বিপদে পড়েন। যদি কোনো লোক কোনো স্ত্রীলোককে হঠাৎ জড়াইয়া ধরে, তবে স্ত্রীলোকটি যদি তাহার ডান হাঁত আক্রমণকারীর চিবুকের উপর রাখিয়া আঙ্গুলগুলি দণতের মাড়ি এবং নাকের ভিতর প্রবেশ করাষ্ট্রয়া চাপ দেন তবে তিনি সহজেই আত্মরক্ষণ করিতে পারিবেন । চালাইয়া নিজেব বা হাতের কাজী ধরুন। এবং তাঙ্কার পর আক্রমণকারীকে পিছনের দিকে চাপ দিন । এইরকমভাবে ক্রমাগত চাপ পড়িলে আক্রমণ কারীর দেহের