পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চীনে চিত্রকলার ইতিহাস* 鬱 শ্ৰী মণীন্দ্রভূষণ গুপ্ত চীম মহৎ । তার কার্য্যক্ষেত্ৰ মহত্তর । চীনের প্রতিভা চিত্রকলার ভিতর যেমন প্রকাশ পেয়েছে, অন্য-কিছুর fঙতর তেমন পায়নি। চীনকে জানতে হ’লে, তার চিত্রকলার সঙ্গে পরিচয় করতে হবে । চীনে বর্ণমাল এবং চিত্র এক-মূল থেকেই উৎপন্ন হয়েছে । পুরাতন চীনে অক্ষর কোন বস্তুর যথার্থ সাদৃশ্য দিতে চেষ্টা করত। চীনের পরিভাষায় এই সাদৃশ্ব প্রকাশ করার নাম হচ্চে “ওয়েন” । এই লেখায় কোনো ধটন। চিত্রদ্বার ব্যক্ত করা হ’ত । লেখক তা’তে ব্যক্তিগত ভাব প্রকাশ করতে পারত না । ক্রমে ক্রমে এই চিত্রাক্ষর বিশেষ কোনো চিহ্নে পরিণত হ’লে, ব্যক্তিগত ভাব-প্রকাশের উপযোগী হয়েছিল। এই চিত্রাক্ষরকে ইংরেজীতে বলে আইডিওগ্রাফ, যা কেবল ভাবপ্রকাশ করে, কিন্তু শব্দ প্রকাশ করে না । বহু পরে এই অক্ষর ধ্বনিদ্যোতক (phonetical) হয়েছিল ; তখন থেকেই চিত্র লিখিত ভাষা থেকে আলাদা হ’য়ে গিয়েছিল। এই সময়েই অর্থাৎ ৎসিয়েন এবং হান রাজত্বের কাছাকাছি চীনের চিত্রকলাকে আর্ট-হিসাবে গণ্য করা যেতে পারে। চিত্র লিখিত ভাষা থেকে ক্রমশঃ মুক্তি পেয়ে এক বৃহত্তর ক্ষেত্রে নিজের সত্তাকে প্রকাশ করেছিল । চীনের চিত্রকলার উদ্ভবের কারণ বিভিন্ন-যুগের চিত্রাবলীর ভিতর প্রচ্ছন্নভাবে নিহিত আছে। চীনে চিত্রকল্পের ছবি অঁাকে না বলে’, ছবি লেখে বললে বেশী ঠিক্‌ হয়। এই ছবি লেখাব ইংরেজী নাম ক্যালিগ্রাফি বা লিপিকল । চীনের চিত্রের ন্যায় পারস্য ও জাপানের চিত্রও ক্যালিগ্রাফিক আর্টে’র অন্তর্গত। জাপানী চিত্র চীনের চিত্রের কাছাকাছি ; কারণ চীনই জাপানের গুরু। পারস্তের চিত্র কিছু বিভিন্নরকমের । তারাও ছবি হিসাবে অঁাকেনি, বই রেখার কোন বিশেষত্ব রেখার কাজ হ’ল, বস্তুর সীমানা নির্দেশ করে’ চিত্রিত করার হিসাবে কেছে । নেই । سیم ষ্ট্রয়৷ উই অঙ্কিত পত্নী এবং পেয়েনিস পক্ষা দেওয়া । চীনের চিত্রের রেথ তা নয় । তার টানেটোনে, এমন একটা কৌশল এবং ছন্দ আছে, যা কেবল

  • {>} Liu Peinture (:hinnisto.

l'ar T-hang Yi-Tellon et J. Haekin. (3) Encyclopedie de la Peinture ('hinoise. l’ar IRaplıael Petrucci (e) Painting in the Far East by laurence Hinyon. অবলম্বন্মেলিখিত