পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

by 8e অনেক লেখকের এরূপ বিস্তর লেখা বাহির হয়, ধাহ ভারতের ও বিদেশের নানা কাগজে উদ্ধৃত হয়, কিন্তু প্রবাসীতে তাহার অনুবাদ বা তাৎপৰ্য্য দেওয়া হয় না। সম্পাদকীয় মস্তব্যের মধ্যেও এমন অনেক জিনিষ থাকে, যাহা প্রবাসীতে লিখি মডার্ণ রিভিয়ুতে লিখি না, মডান রিভিয়ুতে লিখি, প্রবাসীতে লিখি না। র্যাহারা প্রবাসী ও মডান রিভিয়ু দুই মাসিকই পড়েন, তাহারা ইহা অবগত আছেন । দেব-মন্দিরের সম্পত্তি তারকেশ্বরের ব্যাপার হইতে সকলেই জানেন, সকল স্থলে দেবোত্তর জমি ও দেবমন্দিরের অন্যবিধ সম্পত্তির সদ্ব্যবহার হয় না, বরং অনেক স্থলে তাহার অপ-ব্যবহার দ্বারা পাপ বৃদ্ধি হয়, এবং নানা-প্রকার অত্যাচার— বিশেষতঃ স্ত্রীলোকদের উপর—হুইয়া থাকে। অখ্যাতিটা তারকেশ্বরেরই খুব রটিয়াছে বটে, কিন্তু অন্ত অনেক তীর্থ-স্থানেও ঐরূপ অপব্যবহার ও অত্যাচার হয়। মাজ্ঞাজে দেবমন্দিরের সম্পত্তির সদ্ব্যবহারের জন্য একটি আইন হইয়াছে। কোন আইন বা মানুষের অন্য কোন কাজই নিখুত হইবার কথা নয় ; মান্দ্রাজেরও ঐ আইনটিতে সম্ভবতঃ অনেক দোষ থাকিতে ও তাহার উন্নতি হইতে পারে । কিন্তু এবিষয়ে আইনের প্রয়োজন আছে, যাহার সংস্কার আমরা সামাজিক-ভাবে করিতে পারিব না, রাজা বিধৰ্ম্মী ও বিদেশী বলিয়া তাহার সংস্কারের জন্য রাষ্ট্রীয়ু শক্তিরও সাহায্য লইব না, বলিলে স্থবিবেচনার পরিচয় দেওয়া হয় না । s সমুদ্রয় ভারতবর্ষের জন্য দেবমন্দিরের সম্পত্তি বা ধর্শ্বকৰ্ম্মের জন্য প্রদত্ত সম্পত্তির অপব্যবহার নিবারণ এবং সদ্ব্যবহারের সম্ভাবনা বৰ্দ্ধন জন্য আইন হওয়া আবশুক । ভারতের ভিন্ন-ভিন্ন সম্প্রদায়ের সমুদয় দেবমন্দিরের সম্পত্তি যদি আংশিকভাবেও ঐসব সম্প্রদায়ের শিক্ষার জন্য ব্যয়িত হয়, তাহা হইলে তাহার দ্বারা বড়-বড় বিশ্ববিদ্যালয় পৰ্য্যস্ত চলিতে পারে । RR-తా, రీతి)

[ २8* छाभ, २घ्न थe রাজকৰ্ম্মচারীদের বেতন আমাদের দেশের রাজকর্মচারীদের বেতন অন্ত অনেক দেশের সমতুল্যপদারূঢ় কর্মচারীদের বেতনের চেয়ে যে অনেক বেশী, তাহা জামরা পুনঃপুনঃ বলিয়াছি। কোন-কোন স্থলে, বেতনটা মোটা হইলেও বস্তুতঃ ঐ রাজপুরুষের জন্ত ব্যয়ের পরিমাণ শুধু বেতন হষ্টতে বুঝা যায় না। ধরুন ভারতে বড় লাটের কথা । তাঁহার পদমৰ্যাদা, যোগ্যতা, বা রাষ্ট্রীয় ক্ষমতা বিলাতের প্রধান মন্ত্রী আমেরিকার যুক্তরাষ্ট্রের সভাপতি, ফ্রান্সের সভাপতি, বা জাপানের প্রধানমন্ত্রী অপেক্ষা বেশী নহে । কিন্তু বেতনের পরিমাণটা কিরূপ দেখুন। আমেরিকার সভাপতি পান বাৎসরিক ২,২৫,• • • টাকা, ফ্রান্সের সভাপতি ৬০,০০০ টাকা, ইংলণ্ডের প্রধান মন্ত্রী ৭৫,০০০ টাকা, জাপানের প্রধান মন্ত্রী ১৮• • • টাকা ; কিন্তু ভারতের বড়লাট কেবল বেতনই পান বার্ষিক ২,৫০,৮০০ টাকা । যদি বেতনটাই বড়লাটের জন্ত আমাদের একমাত্র ব্যয় হুইত, তাহা হইলেও উহা বেশী হুইত, কিন্তু উহা ছাড়া অন্ত ব্যয় আরও আছে । র্তাহার একটা ভাতার পরিমাণ ৪০,০০০ টাকা, কণ্ট্যাক্ট ভাতার পরিমাণ ১,৫৬,• • •, তাহার ঘরকল্পার ব্যয় ৪,৭১,৭০e, র্তাহার ভ্রমণ-ব্যয় ৩,৬৫,০০০, এবং তাহার বাদ্যকর, শরীররক্ষী ও খাস কৰ্ম্মচারীদের ব্যয় ৪,৩৬,••• । তাহার জন্য ভারতবর্ষকে মোট ১৭,১৮,৯•• টাকা খরচ করিতে হয় । নেশ্যনত্ব ও ফোঁজী স্বাদেশিকতা ইংরেজদের তরফ হইতে এই একটা কথা পুনঃপুনঃ বলা হইয়াছে, “তোমরা চাও স্বরাজ, অথচ স্বদেশ রক্ষা করিবার সামর্থ্য তোমাদের নাই ; বিদেশী গোরা সৈন্য অন্তঃশত্রু ও বহিঃশত্রু হইতে তোমাদের দেশ রক্ষা করে। সিপাহীরাও এই কাজে সাহায্য করে বটে, কিন্তু তাহাদের নেতৃত্ব করে ব্রিটিশ সামরিক কর্মচারী বা অফিসারেরা ।” জবাবে ভারতীয় নেতারা বহুদিন হইতে বলিতেছেন,