পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] আমরা কেবল ইহাই বলিতে চাই, যে, ভারতब¢éद्र ब्रांखटैनडिक ब्रांखश्वांनौ निझौदङ खेटैिग्नां cशरजe জানাকুশীলনের প্রধান স্থান এখনও কলিকাতাই আছে । কলিকাতায় ভাল একটা লাইব্রেরীর সদ্ব্যবহার যত হয়, দিল্লীতে তাহার সমান ব্যবহার হইতে মৃনকল্পে আরও পঞ্চাশ বৎসর লাগিবে, অনর্থক কতকগুলা বহি রেলভাড়া দিয়া দিল্লীর একটা বড়-বাড়ীতে আলমারীর মধ্যে বন্ধ করিয়া রাখিলে কি লাভ হইবে ? ' ইংলগুেব অন্যতম প্রধান মন্ত্রী লর্ড রোজবেরী একবার একটি লা ব্রেরীর দ্বারোদঘাটন-অনুষ্ঠান উপলক্ষ্যে বলিয়াছিলেন, লাইব্রেরী বেশ কাজের জিনিষ হইতে পারে, আবার গ্রন্থের গোরস্থানও হইতে পারে। দিল্লী ত নানা সাম্রাজ্যের ও সম্রাটের গোরস্থান হইয়া আছে ; তাহার উপর সেখানে গ্রন্থকার ও গ্রন্থের অস্ত্যেষ্টিক্রিয়া সমাপন করিবারও প্রয়োজন আছে কি ? কাপাস-পণ্যের শুল্ক কয়েক মাস হইল, ভারতীয় ব্যবস্থাপক সভায় এই প্রস্তাব ধার্ঘ্য হয়, যে, দেশী-মিলে প্রস্তুত কাপাস স্বত্র ও বস্ত্রের উপর যে শুষ্ক আছে, তাহ উঠাইয়া দিতে হইবে। ইহা অতীব সঙ্গত প্রস্তাব। বজেটে উদৃত্ত টাকা থাকা সত্ত্বেও ইহা উঠাইয়া না দেওয়া বিলাতী কাপড়ের কলওয়ালেদের প্রভাবের ফল । জাপান হইতেও স্বতা ও কাপড় আসিয়া ভারতীয় স্থতা ও কাপড়ের সঙ্গে টক্কর দেয়। সুতরাং ইংলণ্ডের জাপানকে খুসী রাখার মংলবও থাকিতে পারে। কারণ স্যার দীনশা ওয়াচ একটা কথা ফাস করিয়া দিয়াছন, যে, তুলা রপ্তানির উপর ইংলণ্ড শুষ্ক বসাইবেন না, জাপানের সহিত এইরূপ একটা গুপ্ত সন্ধি আছে। গবষ্মেণ্ট তাহার প্রতিবাদ করিতে পারেন নাই। বস্তুতঃ যখন পাট ও পাটের জিনিষ, কাচা চামড়া, ধান, চাল ও চায়ের রপ্তানির উপর শুষ্ক আছে, তখন রপ্তানী তুলার উপর না থাকা অত্যন্ত অন্যায়। এরূপ শুদ্ধ বসাইলে ইংলণ্ডের মিলওয়ালাদের ব্যয় বাড়িবে, জাপানেরও বাড়িবে। বিবিধ প্রসঙ্গ—বাংলার মন্ত্রী Ե-8Փ বিশেষ করিয়া জাপানকে খুশী রাখিবার কারণ এই, যে, একসময়ে জাপানের সঙ্গে ইংলণ্ডের o সন্ধি ছিল, যে, ভারতবর্ষে কোনো বিদ্রোহ বা হাঙ্গামা ইলে জাপান তাহা দমনে প্রয়োঞ্জন-মত ইংলণ্ডের সাহায্য করিবে । বাংলার লাটের এক টিনি এ-বিষয়ে আমরা পূর্বে যাহা লিখিয়াছি, তাহার পর কাগজে দেখিলাম, স্যার আবার রহিমকে বাংলার অস্থায়ী৯ শাসনকৰ্ত্ত করা হইল না, আসামের श्रदङ्गुनन्न गाड्न छन् কাবুকে এই-কাজ দেওয়া হইল। স্যার আম্বর রহিম দেশী লোক বলিয়া উপেক্ষিত হইলেন, বুঝা যাইতেছে। কাজটা ভাল হইল না । - -- r ংলার মন্ত্রী এ-বিষয়েও পূৰ্ব্বে যাহা লিখিয়াছি, তাছার পর খাটি, খবর বাহির হইয়াছে, যে, লাট লিটন নবাব নবাব আলী চৌধুরী এবং রাজা মন্মথনাথ রায় চৌধুরী এই দুজন লোককে মন্ত্রী মনোনীত করিয়াছেন। - বঙ্গীয় ব্যবস্থাপক সভার সভ্যদের মধ্যে র্যাহাদের মন্ত্রীগিরি করিতে আপত্তি হুইত না, তাহাদের মধ্যে নবাব বাহাদুর ও রাজা বাহাদুর অপেক্ষা শিক্ষায়, অভিজ্ঞতায় ও কার্ধ্যদক্ষতায় শ্রেষ্ঠ লোক আছেন। স্বতরাং মনোনয়ন . ঠিক হইয়াছে বলিয়া মনে করি না। নবাব নবাব-আলী চৌধুরী নিরক্ষর লোক নহেন, ইহা অনায়াসেই স্বীকার করা যায়। কিন্তু তিনি শিক্ষিত লোক নহেন, ইহা বলিলেও তাহার প্রতি অবিচার করা হয় না। অথচ, তিনি অন্ত-দুটি বিভাগের সহিত শিক্ষণবিভাগেরও ভার পাইলেন, কোন পরিহাস-রসিক এসংবাদ প্রকাশ করেন নাই, ইহা সৰ্বকারী খবর। ফৌজদারী দওfবধি আইনের একটি ধারা-অনুসারে গবন্মেন্টের প্রতি অবজ্ঞা-প্রকাশক বা অবজ্ঞা-উৎপাদক কিছু কেহ করিলে, তাহার সাজা হয়। শিক্ষা-বিভাগের ভার নবাববাহাদুরকে দেওয়ায় এই ধারার উদ্দিষ্ট কাজ হইয়৷ থাকিলে, শান্তি হইলে কি, এবং হুইলে কাহার হইবে ?