পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f ... *s bళు প্রবাসী –চৈত্র, ১৩৩১ t জন্য বাকুড়া মহিলা-সমিতি কি কাজ করেছেন, এখনও করছেন, আর ভালোভাবে ব্যবস্থা হ’লে আরও কি করতে পারেন, তা’র ছোটোখাটো একটু পরিচয় দিচ্ছি। আমরা ৮ - জুন সদস্ত নিয়ে সমিতি আৗরস্তু ফরি, সদস্যদের বার্ষিক চাদ এক ঠাক করে” । কয়েকজন সহৃদয়৷ মহিলা অবশ্য স্বেচ্ছাপূর্বক এক টাকার বেশী দিতেন । সমিতির একটি কার্যকরীসভা আছে,তী’তে একটি সভানেত্রী, একজন সহকারী সভানেত্রী, আর তা ছাড়া একাধিক কৰ্ম্ম পরিচালিকা ও জন-বারো সদস্য। এই কার্যকরী সভ মাসে একবার করে সমবেত হয়, আর তা’তে কাৰ্য্যাবলী ও হিসাবপত্র নিয়ে কথা হয় । - সাধারণ সদস্যদের সভা দু’মাসে একবার করে হয়। সদস্তর মহিলা, তাদের যাওয়া-আসার গাড়ীভাড়া সমিতি থেকেই দেওয়া হয়, নইলে কেউ আসতে চান না। কাজেই টাকা কম বলে সাধারণ সভা দু’মাসে একবারের বেশী হ’তে পারে না। এই সাধারণ সভাগুলি বেশীর ভাগ কেবল পরস্পর মেলামেশা করবার জন্ত । কিন্তু তা হ’লেও সমিতির উদ্বেগু সেইসঙ্গে-সঙ্গে কিছুকিছু শিক্ষা দেওয়া, এবং এইজন্য যা সকলের ভালো লাগে এমন বিষয়ে ম্যাজিক লণ্ঠনের সাহাধো আলোচনা করাট। এইসব মেলামেশার সভার একটি অঙ্গ, আর এটাতে সকলে খুশীও হন। বাকুড়া সমিতি তাদের বিগত সাধারণ সভায় ঐযুক্ত বেণ্টলীর সিনেমা ফিল্ম দেখাবার ব্যবস্থা করেছিলেন, এবং আমি শুল্লাম এটি মহিলাদের কাছে খুব চমৎকার লেগেছে। সহরের হাসপাতালগুলিতে সামতি থেকে রান্নার বামন ও পিতলের থালা বাটী ঘটী সব দান করা হয়েছে—হাসপাতালে এসব কিছু ছিল না, সমিতি থেকে এসব জিনিস দান করার আগে গরীব রোগীদের শালপাতা আর মাটির ভাড়ে করে খাবার দেওয়া হ’ত 1 রোগীদের জন্য কিছু আসূবাব পত্র, কাপড়চোপড় আর খাবার জিনিস সমিতি থেকে দান করা হয়েছে । সহরে যত বিদ্যালয় আছে, মেডেল ও অন্য পারিতোষিক দিয়ে সমিতি তাদের উৎসাহ বৰ্দ্ধন করেন । সমিতি দাইদের শিক্ষণ দেবার ভার নিয়েছেন—কাজটি কঠিন, কিন্তু অতি আবখ্যক । সম্প্রতি সমিতি থেকে একটি শিশুমঙ্গল চিকিৎসালয় স্থাপন করা হয়েছে। আমার দৃঢ় ধারণা যে যদি প্লেত্যেক জেলার সদরে ও ক্রমে-ক্রমে প্রত্যেক গ্রামে এইরূপ একটি করে মহিলা-সমিতি থাকে, তা হ’লে দেশে অনেক ভালো কাজ করতে পারা যায়। “বঙ্গীয় মহিলা-কেন্দ্র-সমিতি” নাম দিয়ে একটি -o-o-o: প্রতিষ্ঠান কলকাতায় হওয়া উচিত, এই প্রতিষ্ঠানে সমস্ত কৰ্ম্মী মেয়েদের মধ্যে থেকে হওয়া চাই । এইরূপ একটি প্রতিষ্ঠানে একটি কাৰ্য্যকরী স৷ থাকৃবে, তা’তে জন ছয় সদস্ত, একজন সভানেত্রী, ও অ শুকমত একজন বা দু’জন কৰ্ম্মসচিব । এই প্রতিষ্ঠান করে মহিলা সমিতি গড়ে তুলতে হয়, সেবিষয়ে সম্প রূপে খবর ও পরামর্শ দেবেন ; বক্তৃত। দেবার কে পাঠাবেন, আদর্শ নিয়মাবলী ও যাতে সাহায্য এমন পুস্তিকা প্রভৃতি পাঠাবার জন্য ও আবশ্যক হ’ সুযোগ্য বিজ্ঞানবিং প্রদর্শক বা বক্তা ( সম্ভব হ মাজিক লণ্ঠনের ছবি-সমেত) জোগাড় করতে সঃকবৃবেন ; এক-কথায় এই কাৰ্য্যটিতে সাধাপ্প"ভ সব বিষয়ে উৎসাহ দেবার জন্য “মহিলা কেন্দ্র-সমিতি’ প্রস্তুত থাকবেন । কিন্তু নিজেদের কাজ চালানো? বিষয়ে নিজের টাকা-কড়ির ব্যবস্থা করা সম্বন্ধে, এবং স্থান-ভেদে সদস্যর ধে-কাজকে সকলের চেয়ে উপযোগী মনে করে করতে চাইবেন, সেই কাজ আরম্ভ কণ সম্বন্ধে শাখা মহিলাসমিতিগুলি নিজের মত-অমুসারে চলবেন । কেউ যদি কোনো বিশেষ জেলার সদরে বা , গ্রামে মহিলা-সমিতি স্থাপন করতে ইচ্ছা করেন, তা হ’লে তিনি মহিলাকেন্দ্র-সমিতির সাধারণ কৰ্ম্মসচিবকে পত্র লিখে জানাবেন, তখন কৰ্ম্মসচিব পত্র লেখককে সেই প্রদেশস্থ মহিলাসমিতির উদ্বেশ্বের প্রচার-কার্ধ্যে নিযুক্ত স্থানীয় সভার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। প্রথম-প্রথম উপযুক্ত মহিলা-বক্তা পাঠানো সম্ভব না হ’তে পারে, কিন্তু পুরুষ-বক্তার বক্তৃতা শুনতে আপত্তি করবেন না, এমন মহিলা-সমিতি আছে আমি জানি । স্বাস্থ্য-বিভাগের প্রধান রাজকৰ্ম্মচারীর কাছে আবেদন কবৃলেই যখনই কোনো মহিলাসমিতির আবখ্যক হবে তখনই তিনি বক্তা পাঠিয়ে ম্যাfঞ্জক লণ্ঠনের ছবি : আর অন্ত উপায়ে সাহায্য করতে পারবেন। বাকুড়া মহিলাসমিতি যখনি শ্বাস্থ্য-বিভাগের ডাইরেক্টর-মহাশয়কে এক চিঠি লিখেছেন, তখনি তিনি বেশ সুযোগ্য একজন বক্তাকে বেশ চিত্রগ্রাহী আর শিক্ষাপ্রদ ম্যাজিক লণ্ঠনের ছবিযুদ্ধ সম্পূর্ণরূপে বিনা-খরচায় পাঠিয়ে দিয়েছেনএইসব বিষয়ে মহিলা-সমিতিগুলিকে খবর দেবার কিম্বা স্বাস্থ্যবিভাগের ডাইরেক্টরের কাছ থেকে বক্তা ও ম্যাজক লণ্ঠন পাঠাবার ব্যবস্থা কবৃবার ভার কেন্দ্র-সমিতি গ্রহণ• করতে পারেন । * 2– BBBBBDD DD DDBBBBBB BBBBB BBS মাসের মঞ্জুন রিভিউ পত্রিকায় প্রকাশিত ইংরেজী প্রবন্ধের অনুবাদ । kee eee uS Meek MMM u TuLu BBBBB BBkT ttttT MAAA S [ ২৪শ ভাগ, ২য় খণ্ড - “ f |

  • f o

o { 4 ...?