পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b" ৫ । আত্মাই দ্রষ্টা শ্রোতা মস্ত ও বিজ্ঞাতা । স্বতরাং উহার্কে দর্শন শ্রবণ ও মনন করা যায় না এবং জানা যায় ন] | - প্রবাসী—বৈশাখ, ১৩৩১ ২৪শ ভাগ, ১ম খণ্ড উ। আত্ম-তত্ত্বের শেষ উপদেশ ‘নেতি’, ‘নেতি’— ইহা নয়, ইহা নয়। н যাজ্ঞবল্ক্য জনক-রাজার নিকটে যে ব্ৰহ্মতত্ত্ব ব্যাখ্যা করিয়াছিলেন, তাত পর-প্রবন্ধে আলোচিত হইবে। মহেশচন্দ্র ঘোষ “জীবন-মরুভূমি” (১) অবস্থা নরহরি প্রেমে পড়িয়াছে !!!!!!!!!!! (১) ব্যবহার কি করিয়া বুঝাইব তাঙ্গর হৃদয়ে কি প্রহেলিকাময় ভাব-সং গ্রাম চলিতেছে ? সে চাদের আলোয় বসিয়৷ বসিয়া অবশেষে ঘুমাইয় পড়ে। কবিতার ছন্দে তাঙ্গার ভাবনা চিন্তা কথা স্বপ্ন ও পত্রালাপ ; এমন কি ছন্দে ন; মিলিলে সে কোনো কার্য্যেই হস্তক্ষেপ করে না। কত পাবার দুস পাযষ্ট না, কেনন! তাঙ্গাদের নাম কবিতায় ব্যবহার কর। চলে না। রসগোল্ল| !! শুন্সন একবার নামটা ! কি করিয়। কোনো সৌন্দর্য্যপিপাস্ত কবি উচ্ছ। থাইতে পারে ভাই। নরহরি ভাবিয়াঙ্গ পায় নাই । নরহরির রসসমূহ গোল্লায় পরিণত হইবে । ভাল বিপদ! এমন সুন্দর পাবারটা শুধু নামের টাল সাম্‌লাইতে না পারিয়া গোল্লায় গেল ! নরহরি সিঙ্গাড়াই ' বা খায় কি করিয়া, আর মেটিরিয়া-মেডিকাই বা পড়ে কি বলিয়া ? so এই গদ্যময় জগতের বস্তুতন্ত্রের চাপে কোকিলের ডাকটুকুও না শুনিতে পাষ্টয় নরঙ্গরির জীবন বিষময় হইয়। উঠিয়াছিল, কিন্তু ঘোর বর্ষায় কলিকাত সতরে কোকিল ডাকিবে কোথা হইতে ? অগত্য গ্রামোফোনে কোকিলের কণ্ঠস্বরের মত একটি ইংরেজী গানের রেকর্ড পাইয় তাহার সাহায্যেই নরহরি ক্ষুধিত হিয়ার হিকার উৎপীড়ন হইতে নিস্তার লাভ করিল। নরহরির ডাক্তারী-পড়য়া বন্ধুবৰ্গ তাহার অবস্থা দেখিয়া তাহাকে নমান প্রকার ব্যাধিতে শেসে কি রসপিপাস্ত আক্রান্ত বলিয়। স্থিব করিয়াছে, কিন্তু তাহার ব্যাদি কি তুচ্ছ કાઃ বুঝিতে পারে ? প্রেম--এই প্রেমে রোমিও পড়িয়াছিল, জুলিয়েট পড়িয়ছিল, শকুন্তলা পড়িয়াছিল, দুষ্মন্ত পড়িয়ছিল, সাবিত্রী পড়িয়াছিল, সত্যবান পড়িয়াছিল ; নল ও দময়ন্তীও এই প্রেমেই পড়িয়াছিল। এই প্রেমের তাড়নাতেই সুপর্ণগ। নাসিক বলিদান দিয়াছিল ও ইহারষ্ট প্রকোপে রাবণ থিয়েটারী পোসাক পরিয়া ভিখারীর সাজে সীতা হরণ করিয়াছিল । আর আজ নরহরি ও এই প্রেমেই পড়িয়াছে ! এক নিমিষে সে এই অপূৰ্ব্ব প্রেমরাজসভার একজন সভাসদ তাতার আশে পাশে বিখ্যাত প্রেমিকগণ দিব্যচক্ষে নরহরি দেপিল তাজ সেও তাঙ্গদেরই একজন ইষ্টয় জীবন ধন্য করিয়াছে । মবঙ্গরি আকুলকণ্ঠে বলিল, “ভাঙ্গ রোমিও ! তোমায় বিষজালায় জর্জবিত করিয়া চিরনিৰ্ব্বাণ লাভ করে, আজ আমার হৃদয়ে ও সে সেই একই বিষ, একই ভাবে প্রবেশ করিয়াছে। এস ভাই, তোমার বুকের অনল আমার সঙ্গতুর্ভূতির অশ্রুজলে নিভাইয়। শান্তি লাভ করে ।” রোমিও দুষ্টঙ্গত বাড়াইয় ইতালিয়ান আলিঙ্গনে নরহরির কলেবরে রোমাঞ্চ আনয়ন করে। সেই নিবিড় নিতৃত হৃদয়ের অন্তরালস্থিত গোপন পরশম্পন্দনে নরহরি নিঝুম হইয়া বসিয়া থাকে—বাজে লোকে বলে—তাহার লৈগাজিম এসেফেলাইটিস স্লীপিং সিক্নেস্ হইয়াছে। হৃদয়ে প্রেম থাকিলে হাওয়াতেও কি এক অপূৰ্ব্বরসের আস্বাদ পাওয়া যায় তাহা শুধু নল দময়ন্তী নরহরি সে যে প্রেমে পড়িয়াছে ! * চষ্টয়! গেল । কাতারে কাতারে দণ্ডায়মান ! মে প্রমুখ ভাগ্যমন্ত প্রেমিক-প্রেমিকাগণই বলিতে পারেন ।