পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. ১ম, সংখ্যা ] উৰ্ব্বশীকে লইয়া যখন মেসে ফিরিত্র, তখন তাহার মুখদর্শনে মনে হইল, যে, প্রাণের ব্যথা হয়ত বা সত্যকার ব্যথার মতই মৰ্ম্মভেদী। কিন্তু হায়, উৰ্ব্বশী নরহরির হৃদয়ে চিরদিনের মত স্থান পাইলেও তিনি সে অধিকারের মূল্যু-স্বরূপ তাহাকে সুবসনার ভালবাসা আহরণ করিয়া দিলেন ন । লাভের মধ্যে এক্ট হইল যে নরহরি অতঃপর মেসের কলতলায় স্নান করা ত্যাগ করিল। ক্ষুদ্র স্নানের ঘরের সম্মুখে তুমিত চাতকের মত প্রত্যঙ্গ তাহাকে স্বানাথে অপেক্ষ করিতে দেখা যাইত। .এই সময়ে মেডিক্যাল কলেজের ছাত্রীগণ স্থির করিলেন তচ্চার টেনিস খেলিনে ; এবং উহাদের উৎসাহে শীঘ্রই একটি কোট ছাত্রীদিগের জন্য নিদিষ্ট হইয় গেল। সেই কোর্ট এক অভিনব টেনিসের লীলাভূমি হইয় দাড়াইল । কিন্তু ছাত্রীদের টেনিস-জ্ঞানের সপক্ষে এটুকু বলা দরকার ঘে প্রত্যঙ্গই তাহাদের মধ্যে কেহ না কেহ অন্তত একবার বলটিকে র্যাকেটের সাহায্যে আঘাত করিতেন এবং সপাঙ্গে প্রায় দুইতিনবার বলটি যথাস্তানে গমন করিত। (৮) সমাপ্তি প্রোফেসর ক—এর কনিষ্ঠ ভ্রাতা নিবাবণ। সে টেনিস খেলায় খুবই উৎসাঙ্গী ও তৎপর। সেই কারণে তাহাকে কলেজের সকলেষ্ট খুব পছন্দু করিত। .প্রত্যঙ্গই তাঙ্গকে সৰ্ব্বাগে ক্রীড়াক্ষেত্রে দেখা যাটত এবং সেই সৰ্ব্বশেষে উক্তস্থান ত্যাগ করিত। ছত্ৰীদিগের ক্লাবের কাপ্তেন ছিলেন স্বয়ং স্নবসন । র্তাঙ্গর ক্রীড়াতে খুবই দ্রুত উন্নতি দুষ্ট হইতেছিল। এমন কি সকলে বলুতে মারম্ভ করিল যে শীঘ্রই হবসন অনেকু, পুরুষ খেলোয়াড়কে সহজেই পরাভূত করিতে পারিবেন। তাহার নাকি ওভারহেড অ্যাশ নামক মারখানি অত্যন্তুষ্ট স্তসম্পন্ন হয় এবং সার্ভিসও তাহার বিশেষ উন্নতিশীল । কিছুদিন পরেই দেখা গেল যে ছাত্রীদের ক্লাবে ছাত্র ও প্রোফেসর-জাতীয় খেলোয়াড়গণ নিমন্ত্রিত হইতেছেন এবং মিক্স টু ডাবলস্ অর্থাৎ একজন পুরুষ ও একজন নারী একদিকে ইষ্টয়া খেলা খুবই প্রচলিত হইয়ু গেল। কিন্তু সকল ছাত্রের সে নিমন্ত্রণ পাইত না, কেবল ছাত্রী “ক্লাবন-মরুভূমি” ৷ ! & ജു খেলোয়াড়দিগের বন্ধুবৰ্গই সে সম্মানে সন্মানিত হইত। ' প্রোফেসর ক— এবং তাহার ভ্রাতা নিবার প্রায়ই মিক্সট্র ডাবলস্ খেলিতেন এবং উহাদের উৎসাহেই নাকি ঐরুপ খেলার দ্রুত উন্নতি হইতেছিল। ইঙ্গতে কলেজে নিবারণের প্রতিপত্তি আরও বাড়িয়া গেল এবং যে-সকল ছাত্ৰ কদাপি কোনো-প্রকার খেলার ছায়াও মাড়াইত না, দেখা গেল তাহারাও টেনিস-ক্লাবের সভ্য হইতে দলে দলে অগ্রসর হইতেছে । নরহরি সকলপ্রকার পেলাধুলাকে আজন্ম শিক্ষা ও প্রেম-দর্শনের প্রভাবে বর্বরতা ৪ পাশবিকতার মধ্যে ফেলিয়। রাখিয়াছিল। কিন্তু স্ববসনার হস্তে টেনিসর্যাকেট দেখিয়া তাঙ্গর এই আজীবন যত্নে প্রতিপালিত মনোধৰ্ম্মে একটা সাংঘাতিক নাড়া পড়িল । সে হঠাৎ দেপিল যে এই পেলাই যুগপৰ্ম্ম । তাহার পর বন্ধুবান্ধব ও সম-প্রেমিকগণকে বিস্ময়-সাগরে হাবুড়ল খাওয়াইয়া নরহরি ১৭২ টাক দিয়া একথান র্যাকেট কিনিয়া ফেলিল ; এবং উক্ত মন্ত্র হস্তে লষ্টয়া যপন সে নিবারণকে গিয়া বলিল যে সে টেনিস পেলিবে, তখন একান্তই সুস্থ শরীর বলিয়৷ টেনিস-কাপ্তেনের সে যাত্র আকস্মিক মৃত্যু হইল না। নরহরি সাতদিনের মধ্যেই বুঝিয়া ফেলিল যে র্যাকেট দিয়া বলটাকে আঘাত করিয়া জালের অপর পার্থে পাঠানোই টেনিস-খেলার উদ্দেশ্য। প্রথমে সে ভাবিয়ছিল যে অপর ব্যক্তি দ্বার প্রেরিত বলটিকে বাচাইয়া চলাই খেলার উদ্দেশ্য এবং র্যাকেটুখান আত্মরক্ষার একটা শেষ অস্ত্র মাত্র। ইঙ্গার পরে ও নরহরি বহুকাল পরিয়! বুঝিতে সক্ষম হইল না যে কেন র্যাকেটুখান বলের অন্তসরণ করিবে ন| এবং তাহার ভুল ধারণার ফলে তাহার সঠিত থেলা একট| সাহসের কার্যা বলিয়। গণ্য হইত। কিন্তু হায়, ছাত্রীদেরক্লাবে নরহরির ডাক আর আসে ন! ! সে হতাশ হইয়া উঠিতেছিল। অনেক ভাবিয়া সে স্থির করিল যে নিবারণের সহিত ভাব কুরিলে তাহার বসনার ক্লাবে নিমন্ত্রিত হইবার সম্ভাবনা আছে। সুতরাং সে বিশেষ চেষ্টা করিয়া নিবারণের সহিত ভাব করিতে ব্ৰতী হুইল । প্রথম প্রথম সে নিবারণকে তাঙ্গার নিজের fಗತ কবিতা পড়িয়! শুনাইবার চেষ্টা করিল ; কিন্তু পোল! হাওয়া ও