পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8 বিখ্যাত “জুনিয়াস বংশের নাম। ‘জুনো জুপিটারের পত্নী, অত্যন্ত গৰ্ব্বিত ও ঈর্ষাপরায়ণী ; জুনিয়াস প্রাচীন রোমের অতি বিখ্যাত লোক, কিন্তু গৰ্ব্বিত অবিনয়ী ও নিতান্ত রূঢ়। এই দুষ্টজনে জুনমাসের অধিকার লইয়৷ গোলমাল । - সপ্তম মাস জুলাই । যখন মার্চ মাস হইতে বৎসর আরম্ভ হইত, তখন ইঙ্গার নাম ছিল কুইনটিলিস্ অর্থাৎ পঞ্চম মাস। রোম-সম্রাটু জগদ্বিখ্যাত জুলিয়াস সিজার দেশের পঞ্জিকায় নানাপ্রকার গলদ দেখিয়া, উহার সংস্কার করেন এবং জাঙ্গুয়ারীকে বৎসরের প্রথম মাস করেন। ফলে পঞ্চম মাস সপ্তম মাসে পরিণত হইল এবং উহার সম্মানার্থ রোমানেরা উহার নাম রাগিলেন জুলাই । যেমন জুলিয়াস সিজারের নাম অনুসারে জুলাই মাস হইয়াছে, তেমনি তাহার প্রপৌত্র অগাষ্টাসের নাম অনুসারে অষ্টম মাসের নাম হইয়াছে আগষ্ট । ইছার পূর্ব নাম ছিল সেক্সটিলিস্ অর্থাং যষ্ঠ মাস। আগষ্ট মাসের আসল নাম ছিল অকৃটেভিয়স। তিনি প্রথমতঃ মার্ক এণ্টনি ও লেপিডাসের সহিত একযোগে রোম-সাম্রাজ্য শাসন করিতেন। পরে তিনি রোমের একক সম্রাট হন এবং তাহার গৌরব বহুগুণ বৰ্দ্ধিত করেন। রোমানরা তাহাকে সন্তুষ্ট করিবার জন্য র্তাহার নাম অগাষ্টাস্ অর্থাং মহান রাপেন এবং সেই নাম অনুসারে অষ্টম মাসের নাম অগাষ্টে পরিবর্তিত করেন । এই অষ্টম মাসে তাহার জীবনের প্রধান প্রধান ঘটনাগুলি ঘটিয়াছিল। তখন অষ্টম মাসে ছিল ৩০ দিন, জুলাইয়ে ৩১ দিন। জুলিয়াস সিজারের মাসের চেয়ে তাহার মাসে ১দিন কম হইলে অগাষ্টাস রাগ করিতে পারেন মনে করিয়া, রোমানরা ফেব্রুয়ারী মাস হইতে প্রবাসী—বৈশাখ, ১৩৩১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড ১দিন রইয়া আগষ্ট মাসের শেষে জুড়িয়া, তাহাষ্ণুে ৩১দিন n করিয়া দেন । - জুলিয়াস সিজার এবং অগাষ্টাস উভয়ের নামই এরূপে সম্মানিতু হুইবার উপযুক্ত। উভয়েই রোম-সাম্রাজ্যের গৌরব ও রোমান সভ্যতা দেশ-বিদেশে বিস্তার করেন। সিজার ব্রিটেন জয় করেন এবং ব্রিটন্‌দিগকে সভাত শেখান। তিনি নিজে পণ্ডিত লোক ছিলেন। তঁrহার ন্যায় বীর জগতে খুব কমই জন্মগ্রহণ করিয়াছে। ওদিকে অগাষ্টাসের রাজত্বকালে রোম সম্রাজ্যের চরম উন্নতির যুগ ; রুষি বাণিজ্য এবং বিদ্যার চর্চায় রোম এসময় তাহার গৌরবের শীর্ষস্থানে উঠিয়াছিল। . ইহার পরের চারিটি মাসের নামই, প্রাচীন প্রথায় যখন মার্চ মাস হইতে বৎসর আরম্ভ হইত, তখনকার কথা স্মরণ করাইয় দেয়। জানুয়ারী মাস হইতে বৎসর আরম্ভ হইলে সপ্তম মাস নবম, অষ্টম মাস দশম, নবম মাস একাদশ এবং দশম মাস দ্বাদশ হইয়। গিয়াছে ; কিন্তু নাম বদলায় নাই। মাঙ্গলের স্বভাবই এমন যে, সে সহজে প্রাচীন প্রথা বদলাইতে চাহে না তা সে যতমর্থহীনই হউক, আর ক্ষতিকরই হউক। এইজন্য চারিটি মাসের নাম হাস্যকর হইয়৷ পড়িয়াছে। সেপ্টেম্বর অর্থ সপ্তম, অক্টোবর অর্থ অষ্টম, নভেম্বর অর্থ নবম এবং ডিসেম্বর অর্থ দশম ; অথচ তাহারা বর্তমানে যথাক্রমে - নবম দশম একাদশ এবং স্বাদশ মাস। পঞ্জিকা বদলানোর সঙ্গে এই নামগুলিও বদলানো উচিত ছিল ; কিন্তু রোমানরা তাহা করেন নাই এবং সেইজন্য আজও পৰ্য্যন্ত তাছাই চলিতেছে। আজকাল কিন্তু কেহ ঐ নামগুলির অর্থের কথা মনে করে না, নাম ত নাম, তা’ তাহার অর্থ যাহাই হউক । স্ত্রী বিজয়কুমার ভৌমিক