歸 ১ম সংখ্যা] সজনীকান্তের অনুপস্থিতির "তু ইহার মধ্যে কয়েকবার তাহার অনুসন্ধান হইয়াছিল সে কথা স্থমিত্র জানিত। সে সজনীকে দেখিয়া বলিল, “সকালবেলা থেকে চাজলখাবার না পেয়ে কোথায় গিয়েছিলে, মামাবাবু ? মা তোমার খোজ করছিলেন।” সজনী একটু শঙ্কিত হইয়া জিজ্ঞাসা করিল, “দিদি কোথায় ?” 鬱 হমিয়ু বলিল, “কাল রাত থেকে মাথাটা ধরে o রয়েছে, মা এখন একটু গুয়েছেন। চলে। আমি তোমায় চা • আর খাবার দিই ।” . কথাটা শুনিয় মনে মনে একটু আশ্বস্ত হইয় সজনীকান্ত বলিল, “পাবারের দরকার নেই, শুধু এক কাপ, চ দুiও, তা হ’লেই হবে । থাবারটা তোমার গুরুবাড়ীতেই সেরে এসেছি " সজনীকাস্তের কথার মৰ্ম্ম গ্রহণ করিতে না পারিয়৷ সুমিত্র বিস্মিত হইয়। কহিল, “আমার গুরুবাড়ী ? বিনোদ-বাবুর বাড়ী গিয়েছিলে বুঝি ?” বিনোদ-বাবু বহুদিন সুমিত্রাকে ইংরেজী সাহিত্য শিক্ষা দিয়াছিলেন, এবং তাঙ্গার গঙ্গও নিকটে । সজনীকান্ত সঙ্গম্ভমূপে কহিল, "না, গো, বিনোদ-বাবু না ! তোমার নতুন গুরু, যার মন্ত্র অথবা মন্ত্রণায় বিগড়ে তুমি আমার দিদিটিকে পাগল করে তুলেছ! সুরেশ্বরের বাড়ী গিয়েছিলাম।” তাঙ্গার পর কণ্ঠস্বর অম্লচ্ছ করিয়া কহিল, "দিদিকে যেন বোলো না আমি স্থরেশ্বরের বাড়ী গিয়েছিলাম ; তা হ’লে হয়ত আমার উপরও রেগে যাবেন "e মৃত্রিা আরক্ত হইয়া বলিল, “তা আমি বল্ব না , ঐতিহাসিক নাটক હવે কিন্তু স্বরেশ্বর-বাবুকে এখন অব্যাহতি দিলেই ভাল হয়, ' মামাবাবু !” সজনীকান্ত হুমিত্রার কথার তাৎপৰ্য্য সম্পূর্ণ উপলব্ধি করিতে না পারিয়া বলিল,“অব্যাহতি ন দিয়ে আর উপায় কি ? আমি ত গিয়েছিলাম তাকে ধরে আনবার জন্যে ; কত সাধ্য-সাধন করলাম, কিন্তু কিছুতেই আসতে রাজি হ’ল না। আমি যখন বললাম ‘তুমি গেলে আর কেউ না হোক নুমিত্র। ত বিশেষ খুলী হবে তখন কি বললে শুনবে ?” * শুনিবার কোনো আগ্রহ স্থমিত্র মুখে প্রকাশ কবিগ না, কিন্তু শুনিবার জন্ত সে নিরুদ্ধনিশ্বাসে উৎকর্ণ ट्झेब्र অপেক্ষা করিয়া রহিল। সুমিত্রার উত্তরের জন্য এক মুহূৰ্ত্ত অপেক্ষ করিয়া সজনী বলিল, “বগৃলে আপনি তা হ’লে কুমিত্রাকে জানেন না। আমি গেলে মিত্র খুলী না হয়ে দুঃখিতই হবে। আর সে যদি খুনী হয় তা হ’লে আমি দুঃখিত হব । আমি দেখলাম এসব হেঁয়ালী কাটিয়ে তাকে নিয়ে আগ অসম্ভব। তখন অগত্য সন্দেশ-রসগোল্লায় পেট ভরিয়ে চ'লে এলাম -- ভাল করিনি ?" বলিয়া সজনীকান্ত হাসিতে লাগিল । সুমিত্র স্মিতমুখে বলিল, “বেশ করেছ।” কিন্তু মুখের হাসি যে কোনো কোনো সময়ে অতি অল্প সময়ের মধ্যে চোগের জলে পৰ্য্যবসিত হইয়া যায় তাহা সে জানিয়ম। তাই, “দাড়াও মামাবাবু, আমি তোমার ਝਾਂ । নিয়ে আসি” বলিয়া উদ্বেল অশ্রী কোনো-প্রকারে ক্ষণকালের জন্য চাপিয় রাথিয় সে দ্রুতবেগে প্রস্থান করিল। (ক্রমশঃ) • ঐ উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ঐতিহাসিক নাটক মাহুষ যতদিন হইতে রঙ্গমঞ্চে তাহার নিজেরষ্ট আচার-ব্যব ইরি ও রীতিনীতির অনুকরণ করিতেছে ততদিন হুইঙেই * পৃথিবীর সমস্ত দেশে ঐতিহাসিক আগ্যান বা উপাখ্যান লষ্টয়া নাটক রচনা হইতেছে।" সকল দেশেই ঐতিহাসিক নাটক আছে এব’ নাট্যকার ইতিহাসের আগfন বা - * = so উপাপ্যান লইয়। জনসাধাঞ্জর মনোরঞ্জনের জন্য তাহাতে তাহার নিজের কল্পিত কতক ঘটনা ও চরিত্ন প্রবিষ্ট করাষ্টয়া নাটকের সর্বাঙ্গসম্পূর্ণল বিধান করিয়া থাকেন।
পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।