8マ বাবু যে কল্পনার আমদানি করিয়াছেন তাহা বোধ হয় ইহাৰ পূর্বে পৃথিবীর কোন ভাষায় দেখিতে পাওয়া যায় নাই"। বৰ্ত্তমান বংসরের তৃতীয় ঐতিহাসিক নাটক শ্ৰীযুক্ত নিশিকাস্ত বক্স রায় প্রণীত “ললিতাদিত্য” । এই নাটকপাণি মনোমোহন থিয়েটাপে অভিনীত এবং ইঙ্গার প্রথম পত্রে লেপ আছে “ঐতিহাসিক নাটক” । নাট্যকার বাঙ্গাল ও ইংরেজী ভাষায় লিপিত মুদ্রিত ঐতিহাসিক গ্রন্থ পাঠ করিয়া ও ইচ্ছা করিয়া কতকগুলি অধখ ইতিহাসবিরুদ্ধ কথা তাহার নাটকে লিপিবদ্ধ করিয়াছেন। যে সময়ে কাশ্মীর-রাজ ললিতাদিত্য জীবিত ছিলেন সে সময়ে গৌড়দেশে কেহ স্বাধীন রাজা ছিলেন না। অথচ বস্তুরায় মহাশয় বলেন যে গৌড়ের রাজার নাম ভূপাল সেন। সে সময়ে ধিনি গৌড় দেশের শাসনকৰ্ত্ত ছিলেন তিনি কান্তকুক্সের রাজা যশোবর্মার করদ বা শাসনকৰ্ত্তা ছিলেন। তিনি ললিতাদিত্যের ভয়ে তাহাকে অনেক হস্তী দিয়াছিলেন এবং তাঙ্গকে কাশ্মীর ফাইতে হইয়াছিল। কাশ্মীরে ললিতাদিত্য পরিহাসপুর-নগরে পরিহাস-কেশব নামক বিষ্ণুমূর্তিকে জামিন রাপিয়া গৌড়পতিকে অভয় দিয়াছিলেন । অথচ তাহার পরেই ললিতাদিত্য পরিহাসপুরের নিকটে ত্রিগ্রামী নামক স্থানে এই গৌড়পতিকে হত্যা করিয়াছিলেন। গৌড়পতির প্রভুভক্ত অহচরেরা প্রতিশোপ-গ্রহণ-মানসে তীর্থযাত্রার ছলে কাশ্মীরে প্রবেশ করিয়া পরিহাসপুরে গিছিল। তাহারা পরিহাস-কেশব মূৰ্ত্তি চিনিতে ন পারিয়া সেই মন্দিরে রামস্বামীর মূৰ্ত্তি ধ্বংস করিয়াছিল । তাহারা যখন মন্দিয়-মধ্যে ছিল তপন কাশ্মীরের রাজধানী প্রবরপুর বা শ্ৰীনগর হইতে ললিতাদিত্যের সৈন্য আসিয়া প্রবাসী—বৈশাখ, ১৩৩, তাহাদিগকে আক্রমণ ' ২৪শ ভাগ, ১ম খণ্ড করিয়াছিল। কিন্তু প্রস্তুভক্ত গৌড়বীরগণ কাশ্মীরের সৈন্যগণের আক্রমণে বাধা না দিয়া একমনে রামস্বামীর মূৰ্ত্তি ধ্বংস করিতে করিতে মৃত্যুকে আলিঙ্গন করিয়াছিল। এইজন্য, কাশ্মীরের কবি কঙ্কন মিশ্র মুক্তকণ্ঠে গৌড়বীরগণের প্রভুভক্তির গুণ গান করিয়া গিয়াছেন। নাট্যকার শ্ৰীযুক্ত নিশিকান্ত বস্তুরায় দেখাইয়াছেন যে ললিতাদিত্যের আদেশে গৌড়দেশে অথবা গৌড়ের সীমান্তে গৌড়রাজ ভূপালসেনকে হত্য করা হইয়াছিল। ( ললিতাদিত্য নাটক পৃঃ ৮৫-৮৬)। তাহার পরে ভূপালসেনের ভ্রাতুপুত্র কাশ্মীরে গিয়া ললিতাদিত্যের জয়স্তম্ভ চূর্ণ করিয়া আসিয়াছিলেন এবং পরে ললিতাদিত্য অমৃতপ্ত হৃদয়ে গৌড়ে আসিয়া তাহার পালিত কন্য। চম্পার সহিত নিষ্ঠত গৌড়রাজের ভ্রাতুপুত্র জয়ন্তের বিবাহ দিয়াছিলেন। গৌড়বাসী কোন ব্যক্তি কর্তৃক কাশ্মীররাজ ললিতাদিত্যের জম্বুস্তম্ভ ধ্বংসের কথ। ইতিহাসে লেখে না এবং ইতিহাসে লিখিত গৌড়বীরগণের প্রভূভক্তি ও বীরত্বের কথা বস্তুরায় মহাশয়ের নাটকে স্থান পায় নাই । দ্বিজেন্দ্রলাল রায় বাঙ্গাল ভাষার ঐতিহাসিক নাটকে যে কল্পনার স্বষ্টি করিয়া গিয়াছেন তাহার ফলে বৰ্ত্তমান বর্ষে ঐতিহাসিক নাটক তিনখানি উন্মাদের প্রদাপে পরিণত হইয়াছে। ইতিহাসের ছাত্ররূপে আমি শ্ৰীযুক্ত স্বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শ্ৰীযুক্ত অপরেশচন্দ্র মুখোপাধ্যায় ও ঐযুক্ত নিশিকান্ত বস্তুরায় মহাশয়কে অনুরোধ করিতেছি যে র্তাহারা যেন মাতৃভাষা ও জাতীয় সাহিত্যের মুপের দিকে চাহিয়া ভবিষ্যতে ঐতিহাসিক নাটক রচনার সময় মুদ্রিত ঐতিহাসিক গ্রন্থ পাঠ করিয়া নাটক রচনায় প্রবৃত্ত হন । g to শ্ৰী রাখালদাস বন্দ্যোপাধ্যায়
পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।