পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্য! } পারেন যে, রামজীবন অচিরাৎ গ্রাম ত্যাগ করিলে তাহার: সমাজে পুনরায় প্রবেশাপিকার পাইবেন । র্তাহারা জানিতেন যে, ইহা রামজীবন শুনিলেই গ্রাম ত্যাগ করিয়৷ যাইবে । তাঙ্গর মত কৰ্ত্তব্যনিষ্ঠ লোক কখনই নিজের জন্য অপর একজনের শাস্তিভোগ সহ করিবে না। ঘটিলও তাহাই। রামজীবন মাতৃ:"মিকে প্রণাম করিয়া বিদায় লইল ।

  • দৃষ্টিহীনের আহবান ও অনুরোধ

(:ՏԳ 籌 豪 嶺 籌 মজলিসের মধ্যে দস্তু-পংক্তি পুনরায় বিকশিত হইল. এবং নট চার্টুৰ্য্যে কহিলেন, “কি ফন্দি ক’রেই তাড়ান গেল। ধাকৃ. গ্রাম আজ নিষ্কণ্টক হ’ল !"

  • কুইং-লাইবেরী হইতে স্বর্ণমণি প্রতিযোগিতা-পদকপ্রাপ্ত।

দৃষ্টিহীনের আহবান ও অনুরোধ শ্ৰী নগেন্দ্রনাথ সেনগুপ্ত, বি-এ আমি যে-বিষয়ে দেশের জনসাধারণকে কিছু বলিতে ইচ্ছ: করিয়াছি সে-বিষয়ে আদরা সাধারণতঃ বিশেষভাবে কোন আলোচনা দেখিতে পাই না । তাই আমি দৃষ্টি হারাইয় যে সামান্ত অভিজ্ঞতা লাভ কবিয়াছি ই বলিতে ইচ্ছা করি । -- =اخت ३ {टु |ई মন্ধের সংখ্য জগতের মধ্যে প্রায় সমস্ত কিন্তু ইয়োরোপের も「ぶびマ。 দেশ অপেক্ষ অনুপাতে অধিক । প্রায় সমস্ত দেশ আমেরিকা, জাপান প্রভৃতি স্থানে অন্ধrের কি-প্রকার অবস্থা আমর; ভারতে তাহ। অষ্টভব করিতেও অক্ষম। সে-সব দেশে অস্কদের দিন কেমন সহজে চলিয়। মায় তাহ আমরা ধারণ। করিতে পারি ন । অনেক দেশেই অন্ধদের ভিক্ষা করা একটা দোষের মধ্যে পরিগণিত হয় । আমেরিকা, জাৰ্ম্মানি, ইংলণ্ড এব: স্থালে ভিক্ষণ অপরাধ বলিয়া পরিগণিত হয় । সেই-সব স্থানে বহুসংখ্যক তথ্যগু্যায়, তালেক অস্কদের করা একটা দুষ্টষ্ঠান ব্যক্তি স্বকীয় চেষ্টায় যথেষ্ট বিদ্যালাভ করিয়া ও ধনবান হইয়া স্বচ্ছলভাবে জীবন-যাত্রা নিৰ্ব্বাহ করে । ঐসব স্থানে অন্ধদিগের মধ্যে অনেক বড় বড় ব্যবসায়া আছেন, গায়ক আছেন ও অন্যান্য অনেকে উপায়ে অথোপার্জন করিয়া মনের আনন্দে দিন কাটান। আর ইহা কি নিতান্ত দুঃখের বিষয় নয় যে, আমরা ভারতে অন্ধদিগের মনুষ্যত্ব ও অস্তিত্বে পদাঘাত বিবিধ করিয়া, তাহাদিগকে সমাজে কোন স্থান না দিয়া, দয়া করিয়া ভিক্ষাবৃত্তি শিখাইয়া, পদদলিত করিয়া রাখিয়াছি, তাছাদের অলস-জীবন ভারযুক্ত করিয়া তুলিতেছি ? অন্ধদিগের মধ্যে এমন অনেক আছেন যাহার উপযুক্ত শিক্ষা পাইলে সমাজে যে-কোন স্থানে গণ্যমান্ত ও প্রতিষ্ঠাবান হইতে পারেন । কিন্তু হায় ; আমাদেব দেশে ‘অন্ধ এই কথা মনে পুড়িলেই শিশুশিক্ষার সেই "অন্ধজনে দয়। কর” এই কথাটি মনে পড়ে । অন্ধকে দয়; করিতে হইবে, সাহায্য করিতে হইবে, ইহা সত্য , কিন্তু সে দয়ার ধারা পূৰ্ব্বকথিত পথে না চলিলেই ভাল DS BSBB DBBD DDJBB BBBBB sKB BBB シ さ ফলতঃ তাহাদের উপকার অপেক্ষ অপকারই সম্পাদিত হয়। অনেকে তাঙ্গদের দৃষ্টিহীন সন্তান-সস্থতি ও ভাই-ভগ্নীদিগকে কিছু করিতে না zi usizi : • یہ আI পূর্ণ দিয়া মিতাস্ত আকৰ্ম্মণ্য করিয়া রাখেন, আর তাহার ফলে তাঙ্গাদের সমস্ত জীবন অত্যন্ত ভারযুক্ত ও দুঃখময় করিয়া তোলেন । যখন তাহাদের জ্ঞান হয়, তথন তাহারী জগতে আপনাদের কোন স্থান নাই দেখিয় নিরর্থক দীর্ঘনিশ্বাসে আপনাদের জীবন কাটাইয় দেয় । যাহারা এ-সব বিষয়ে চিন্তা করেন র্তাহারা <foss.go--"The greatest burden on the blind is not blindness but idleness.” &cifs—wow: