পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পার্থীর গান ੰਬਰ পাপীর গান তোমরা শুনিয়াছ । দোয়েল, ঠাম, পাপিয়ার গান বুলবুল, শালিক প্রভৃতির রব হইতে পৃথক । কোকিলের কুহ, ময়ূরের কেক ও কাকের ক-ক, এইসবে কত প্রভেদ। সকাল বেল, ‘পার্থী সব, করে রব, রতি পোহাই ল’ ৷ মস্ত দিনে তাহাদের রবের আর বিরাম থাকে ল । অনেক পার্থী রাত্রিতে নীরব হয়, কিস্থ ফাল্গুন-চৈত্র মাসে, জ্যোংস্ক-রাত্ৰিতে, কোকিল ও পাপিয়ার গান সার। রাদি শুন যায় । অধিকাংশ পাপীর স্বব ছান। ইকবাব পূৰ্ব্বেই ফটিঃ উঠে, ও এই সময় গত হইলে গান বন্ধ করে . প্রাণে আনন্দ কিন্তু পাপী কেন গান করে বলে। দেপি ? হইলেই গান আসে ; পার্থীর শাবক-সম্ভাবনার সময়ে তাহাদের প্রাণে আনন্দ ছাপিয়া উঠে, ক্ষুধা তৃষ্ণ মিটিলেও আনন্দ হয়, জ্যোংস্ন। রাভ্রিতে, নিশিশেধে, দিনের উত্তাপ দূর হইরেও পাখার প্রাণে হুষের উদয় হয়, সেইজন্য সেই সময়ে পাখী গান করে। র্যাঙ্গার পিঞ্জরে পাপী পুসিয়। থাকেন, তাহারা জানেন ধে কোন বিশেষ দিনে পাপীকে গান করাইতে হইলে, পূৰ্ব্বদিনে তাহাকে আহার কম নিতে হয় ১৪ ঘেদিন, পাখী ডাকিবে, সে দিন তাঙ্গকে পরিতোষপূর্বক আহারাদি দিয়া, তাহার পিঞ্জরের আবরণ খুলিয়া দিতে হয়, তখন সে আনন্দে গান করে । পার্থীর ভ্ৰাণ-শক্তি বড় অল্প । পতঙ্গের মত বিহঙ্গ গন্ধে আকৃষ্ট হয় না, তাচার স্বজাতিকে কণ্ঠস্বরে খজিয়। বাহির করে । অবশ্ব তাছাদের চক্ষুও খুব ক্ষমতাশালী, সকল প্রাণী অপেক্ষ পাপীর দৃষ্টি-শক্তি অধিক, কিন্তু প্রথমে তাহার গলার স্বরে অন্ত পার্থীকে আহ্বান করে ও পরে চক্ষের দ্বারা খুজিয়া পায়। মুমিয়া,পার্থী একটি থাকিলে তাঙ্গর স্বর শুনিয়! অনেক বন্য মুনিয়া আসিয়া থাকে ও এইরূপেই অনেক পাপী ধর। হয় । কোকিল প্রভৃতির স্বর অনেক দূর চক্টতে শুনিতে পাওয়া যায়। আবার পাণীদেব মধ্যে পুরুষ পার্থীই গান করে, স্ত্রীপক্ষা পারে না । কোকিলের রব পুংপক্ষীর, ইহার দ্বারা সে স্থাপক্ষাকে আহবান করে ; কোনো কোনো স্ত্রী-পক্ষী একরকম স্বরে পু-পক্ষীকে আহবান করে বটে, কিন্তু তাহাকে “গান” বল। ধার্য না, তলে কপনে কপনো পিঞ্জরাবদ্ধ স্ত্রীপক্ষীকে গাঠিতে দেখা গিয়াছে, তাহা কদাচিৎ । মোটের উপর, সকল গায়ক পক্ষীই পুরুম, স্ত্রী-পক্ষীর গলা নাই । আবার গামল পক্ষী মাগ্লেষ্ট ছোট হয়। বিশাল-দেহ অসটিচ প্রভৃতি গান গাঠিতে পারে না। আবার অনেক পাপীর গান গাঙ্গিলার উপযুক্ত কণ্ঠ আছে, কিন্তু তাঙ্গর গার না । আমাদেশ পরিচিত চড়ষ্ট গাহিতে পারে এবং শিক্ষা দিলে গুন্দর শিশ দেয একটি কেনেরি পক্ষীকে ই-রেজী নাচের স্ট্রর শিপনি হুইয়াছিল । আমাদের কাকের কণ্ঠ এরূপ , সেগু চেষ্টা করিলে গাহিতে পারে । আশ্চর্য্যের লিমঘ এই দে প্রায় গায়ক পক্ষী মাত্রেষ্ঠ উজ্জল বর্ণের হয় ন। । “কোকিল সে কাল ভান্তে কিব। আসে যায়" ইহা প্রায় সাহাদের রূপ নাই তfগদের গান আছে . মুদি ও সকল রূপঙ্গীন পার্থী গায়ক • সকল গায়ক পাপাব বেলায় পাটে । মতে বটে কিন্তু অধিকা-শ উজ্জল বেশধারী পক্ষীই গভঙ্গীন । এতক্ষণ কেবল পার্থীব গানের কথাই বলিলাম। পার্থীরা ধে খাবার বাস্থ্যৎ বাজায় ভাঙ্গ। বোধ হয় জান না । গীত মানে ধাঙ্গা কণ্ঠ হইতে হয় ; বাদ্য মানে যাহা অন্য কোনো সন্ত্রের সাঙ্গামো কর। ট্রায় । 参 ময়র প্রভৃতি ডান নাড়িয়া বাষ্ঠ করে। আমেরিকার \S)