ভুল ভাঙ্গ—এ সত্যেন্ত্রনাথ দত্ত প্রণীত–শ্রমর সিরিজ ১নং। चमग्न लांश्जन्नैौ श्ड्रेष्ठ अकांशिठ । मूला २९ । १: s-००५ ।। বইখানি প্রসিদ্ধ অভিনেতা v অমরেন্দ্রনাথ দত্তের পুত্র ত্রীযুক্ত সত্যেন্ত্রনাথ দত্ত কর্তৃক ধিরচিত। গ্রন্থকার হাঙ্গ-মাসিক, তিনি এই গ্রন্থে উপহাস পরিহাস প্রভৃতি হাস্তের বহুবিধ বিভাগে নিজের কৃপ্তিত্ব দেখাইদার চেষ্টা করিয়াছেন। গ্রন্থের প্রথমেই পিতৃশ্ৰাদ্ধের পূর্বদিনে মাখ কামাইবার উপলক্ষে তাছার গল্পের নায়ক শরৎচন্দ্র ঘোলের যে চিত্র ठिनि बैंकिग्रारश्न ठांश म"थूर्ण मठा । मई छठीब्र निकि- न। अर्कশিক্ষিত বানর কলিকাতার ধনী এবং অভিমানী কায়স্থ ও ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে নিত্য দেখিতে পাওয়া যায়। এই শ্রেণীর লোক কেবল কলিকাতাতেই দেখিতে পাওয়া যায়, কলিকাতার অনুকরণে এখনও মফঃস্বলে প্রচলিত হয় নাই । ভৈরবচন্দ্র দোলের চিত্রটিও নিখুত। অশিক্ষিত কিন্তু পাশ্চাত্যশিক্ষ-প্রয়ালী ধনী উত্তর-পশ্চিমপ্রদেশনিবাসীর চিত্র। লেখকের প্রধান দেীর্ঘ এই যে তিনি অল্প কথায় নিজের মনের ভায বুঝাইতে পারেন না এবং শরৎ ও ভৈরব দোষের চিত্রটি স্পষ্ট করিয়া তুলিতেই উহার ৩১১ পাতা বইয়ের ২•• পাতা শেষ হইয়া গিয়াছে। এই বাঁচালতা দোমে উহার গল্পটি ভাল জমিতে পায় নাই । শরৎচন্ত্রের মত যুবা এখনও কলিকাতায় দুই চারিটি আছেন, উহার মুখে রং মাধির দিনের বেলায় পথে বাহির হন, বিলাষ্ঠী সুগন্ধ ছড়াইয় আপনাদিগকে নয়ূরশুষ্ঠ যড়াননের মত সৰ্ব্বদাই কল্পকাস্তি-বিশিষ্ট মনে করেন । ভুল ভাঙ্গা গল্পটির শেষটি ভাল নহে। শরতের পরিণামটা সম্পূরকমে অস্বাভাবিক। এই জাতীয় “বাৰু প্রায় যকৃৎ বিস্ফোটক হইয়া, উদী হইয়া অথবা অপঘাতে মরে, নতুন উচ্ছ,খলতার নিদৰ্শন-স্বরূপ পথে পথে ভিক্ষা করে। যশোহর-খুলনার इंडिशन-विठी १७-१ मठी-sछ মিত্ৰ কবিরঞ্জন, বি-এ, এম-আর-এ-এস, প্রণীত। ১৩২৯ । মূল্য ৬১ ৷ | 8 تا ۶ س-د . ایالا-سسسه / ני এই প্রকাও গ্রন্থে দৌলতপুর হিন্দু একাডেমীর অধ্যাপক প্রসিদ্ধ ঐতিহাসিক যুক্ত সতীশচত্র মিত্র মহাশয়ের যশোহরের ইতিহাসের উপাদান সংগ্রহ শেষ হইল। এই গণ্ডে মোগল ও ইংরেজ আমলের ঐতিহাসিক বিবরণ আছে । গ্রন্থের সহিত যশোহর ও খুলনা জেলার একখানি ত্রিবর্ণ মানচিত্র এবং অনেকগুলি এক-বর্ণের মানচিত্র আছে। গ্রন্থকারের অসাবধানতার জন্য চিত্রগুলি ভাল করিয়া ফুটয় উঠে নাই। গ্রন্থের ৮৮৪ পাতার মধ্যে অনুন ৩•• পাতা প্রতাপাদিত্যের ইতিহাস। গ্রন্থের এই অংশই মুখপাঠ্য। অধ্যাপক ক্রীযুক্ত যদুনাথ সরকার প্রতাপাদিত্যের সহিত মোগলদের যুদ্ধ সম্বন্ধে যে-সমস্ত নুতন তথ্য আবিষ্কার" করিয়াছেন তাহী অবলম্বন করিয়া এই অংশ রচিত হইয়াছে। গ্রন্থের ৪৪৩ হইতে ৫১২ পাত পর্যাপ্ত ফুেল বংশ-পরিচয় এবং এই অংশটি গ্রন্থের কলঙ্ক । মিত্র মহাশয়ের মত শিক্ষিত ঐতিহাসিক যে কি জন্ত কতকগুলি প্রাচীন ও আধুনিক জমিদার-বংশের গুণকীৰ্ত্তন করিয়াছেন তাহ বুঝিতে পার গেল না। ৫১২ পৃষ্ঠা হইতে ৬৩১ পৃষ্ঠা পৰ্য্যস্থ সাঁতারাম রায়ের ইতিহাস। ইহা প্রকৃত ইতিহাঁস। অবশিষ্ট ১৫০ পৃষ্ঠার মধ্যে ৭৫৮ হইতে ৭৯৯ পৃষ্ঠা পৰ্য্যন্ত নীল-বিদ্রোহের ইতিহায় বিবৃত আছে। অবশিষ্ট পত্রাঙ্কগুলি ইতিহাস মামের কলঙ্ক । বিংশ শতাব্দীতে উচ্চশিঙ্গভিমানী একজন বাঙ্গালী ভদ্রলোককে ইতিহাসের আবরণে এইরূপভাবে সময় ও অর্থ নষ্ট কুরিতে দেখিলে দুঃখিত হইতে হয় । বৈদ্য-বংশ, ব্রাহ্মণ-সমাজ, কায়স্থ-সমাজ প্রভৃতির এবং জমিদারবংশের বিবরণ বাদ দিলে গ্ৰন্থখানি এরূপ অতিকার এবং দুর্মুল্য হইত না । শর্তমান সময়ে মধ্যবিত্ত বাঙ্গালীর মধ্যে ছয় টাকা দিয়া একখানি বই কিনিতে পারেন এমন লোক অতি অল্পই আছেন । গ্রন্থের প্রথম চিত্ৰখানি প্রাচীন মুদ্রার চিত্র। ইহা দ্বিতীয় খণ্ডে কেন ছাপা হইয়াছে তাহ বুঝিতে পারা গেল না। এই চিত্রে অতি প্রাচীন রজত-নিৰ্ম্মিত "পুরাণ" হইতে আরম্ভ করিয়| শেষ পাঠান রাজা দাউদ শাহের মুদ্র। পর্য্যস্ত দেখিতে পাওয়া যায়। একটি অস্পষ্ট মুসলমানী মুদ্র উল্টা করিয়া ছাপা হইয়াছে। ঐ রাখালদাস বন্দ্যোপাধ্যায় মণিকাঞ্চন-উপন্যাস। ঐ ফণীন্দ্রনাথ পাল,বি-এ ভোলানাথ লাইব্রেরী, ৩. কর্ণওয়ালিস ট্রীট, কলিকাতা । দেড় টাকা । আশ্বিন >3&a ] আধুনিক বঙ্গদেশ্নের একটি বিশেষ সমাজের বিষয়ে লেখকের বিশেষ কোন জান বা অভিজ্ঞতা নাই কিন্তু তিনি সেই সমাজকে লইয় নড়াচাড়া করিতে গিয়া বইখালিকে অসম্ভবরকম যা-ত জিনিষে বোঝাই করিয়াছেন। অনেক সময় অসম্ভব ব্যাপার পড়িয়া আমোদ পাওয়৷ যায়- এই বইপানিও প্রায় তাই হইয়াছে। লেপকের কল্পনার দৌড় আছে। তবে বইখানির বঁাধাই ভাল । - 名 পুরবী—কবিতার বই। ঐ নলিনীমোহন চট্টোপাধ্যায়। আট আন । দ্বিতীয় সংস্করণ ১৩৩• । so স্বরাজের পথে—কী নলিনীকান্ত গুপ্ত। প্রবর্ধক পাবলিশিং হাউস, চন্দননগর । বৈশাখ ১৩৩• । e প্রবন্ধগুলি লিখিত এবং চিস্থিত। , স্নেহের শাসন—উপস্থাস। শ্ৰী সরোজনাথ বলোপাধ্যায়। গুরদাস চট্টোপাধ্যায় এও, সঙ্গ, কলিকাতা। দুই টাকা । উপন্যাসের মধ্যে উপদেশের পরিমাণ কমাইলে বইখানি একরকম হইত। উপদেশের চাপে উপস্কাস মারা গিয়াছে। বইএর দামও অত্যন্ত বেশী হইয়াছে। *
পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।