পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8ట్ర সাঙ্গর মত প্রসিদ্ধ আইনজ্ঞ ব্যক্তি মুখোপাধ্যায়মহাশয়ের আইনজ্ঞান, স্বাধীনচিত্ততা ও নিরপেক্ষ বিচারক্ষমতার বর্ণনা করেন এবং বলেন, যে, তিনি এক জন গ্রেট জজ' (মহৎ বিচারপতি)। মুখোপাধ্যায় মহাশয় প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনের জন্ত বিচক্ষণতার সহিত দীর্ঘকাল বহু পরিশ্রম করিয়াছেন। বাঙালীর সাহিত্য ও সংস্কৃতিতে র্তাহার আন্তরিক অনুরাগ আছে। এই সম্মেলনের নাম বঙ্গসাহিত্য সম্মেলন হইলেও ইহাতে বাঙালীর সংস্কৃতির শিল্প বিজ্ঞান সঙ্গীত প্রভৃতিরও আলোচনা হইয়া থাকে—কেবল রাজনীতির আলোচনা হয় না, হইতে পারে না ; কারণ গবন্মেণ্টের কৰ্ম্মচারী অনেকে ইহাতে যোগ দিয়া থাকেন। কলিকাতায় ইহার অধিবেশন এই উদ্দেশ্যে করা হইতেছে, যে, যাঁহাতে বঙ্গের ও বঙ্গর বাহিরের বাঙালীরা মিলিত হইতে পারেন। শ্ৰীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় ইহার উদ্বোধন করিতে স্বীকৃত হইয়াছেন। বঙ্গের বাহিরে অনেক বাঙালী আছেন। র্তাহীর সম্মেলন উপলক্ষ্যে যত অধিক সংখ্যায় কলিকাতায় আগমন করিবেন, অধিবেশন তত অধিক সাফল্যলাভ করিবে। কলিকাতার অধিবেশনের কর্তৃপক্ষ তাহীদের সকলকে সাদর ও সনিৰ্ব্বন্ধ নিমন্ত্রণ করিয়াছেন। ব্যক্তিগত ভাবে বহু লক্ষ লোককে নিমন্ত্রণ করা সম্ভবপর নহে। এই জন্য সংবাদপত্রের মারফতে নিমন্ত্রণ করা হইয়াছে । বঙ্গের সকল বাঙালীর পক্ষ হইতে অভ্যর্থনা সমিতি নিমন্ত্রণ করিয়াছেন। বঙ্গের সব বাঙালীকে বঙ্গের বাহির হইতে আগত অতিথিদিগের আদরধত্ব করিতে হইবে। “ আমরা বঙ্গের বাহিরে গেলে প্রবাসী বাঙালীর ঘেরূপ আতিথেয়তা প্রদর্শন করেন, তাহা আমাদের সাধ্যাতীত হইলেও আদর্শস্থানীয় নিশ্চয় বটে। বঙ্গের বাঙালী সমাজ মনোযোগী হইলে কিছু অতিথিসৎকার আমরা করিতে পারিব । ৭৫ গ্রামাণ্ডe ఏ98ు কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পণ্ডিত বিধুশেখর শাস্ত্রীর লেকৃচ্যারার নিয়োগ খবরের কাগজে দেখিলাম, পণ্ডিত বিধুশেখর শাস্ত্রীকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে একজন লেকচারার নিযুক্ত করা হইয়াছে । এই নিয়োগ হইতে বুঝা যাইতেছে, যে, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ শাস্ত্রী মহাশয়ের যোগ্যতা কিঞ্চিৎ উপলব্ধি করিতে পারিয়াছেন। তাহাকে "আশুতোষ সংস্কৃত-অধ্যাপক নিযুক্ত করিলেই তাহার যোগ্যতার ঠিক আদর করা হইত। কলিকাতার দেশী প্রধান প্রধান দৈনিক এবং কোন কোন সাপ্তাহিক শাস্ত্রী মহাশয়ের যোগ্যতার বর্ণনা করিয়াছিলেন, এবং কেহ কেহ স্পষ্ট ভাষায় তাহাকে যোগ্যতম বলিয়াছিলেন । অবশ্য, যোগ্যতম লোকেরাই সে নিযুক্ত হইয়া থাকেন, এমন নহে। দৃষ্টান্তস্বরূপ বলা ঘাইতে পারে, যে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ললিতকলার অধ্যাপক নিয়োগের সময় দেখা গিয়াছিল, ষে, যোগ্যতা অপেক্ষ তদ্বির ও মুকুব্বির জোরে বেশী ফল পাওয়া যায় । শাস্ত্রী মহাশয় যে আর বিশ্বভারতীর বিদ্যাভবনের প্রিন্সিপ্যাল থাকিবেন না, ইহাতে বিষাদ অনুভব করিতেছি। বিশ্বভারতীর ক্ষতি হইবে ৰলিয়া দুঃখিত হইতেছি। আশা করি শাস্ত্রী মহাশয় কোননা-কেনি প্রকারে বিশ্বভারতীর সেবা ভবিধাতেও করিতে পরিবেন । বঙ্গে সন্ত্রাসনবাদ উচ্ছেদের বেসরকারী চেষ্টা ৰঙ্গে সন্ত্রাসক দল যখন হইতে গঠিত হইয়াছে বলিয়া সন্ত্রাসক কার্য দ্বারা বুঝা গিয়াছে, তখন হইতেই খবরের কাগজের মারফতে এবং সভাসমিতির বকৃত ও প্রস্তাবের দ্বারা উছার বিরুদ্ধে বেসরকারী মত প্রকাশিত হইয়া আদিতেছে। তাছার উপর গত মাসে কলিকাতার জনসাধারণের একটি গভীর সানা, উচ্ছেদের জন্ম একটি কাৰ্য্য-প্রণালী ধার্ঘ্য হইয়াছে। এই সভার ও তাঁহাতে, নিযুক্ত কমিটির উদেশের সহিত আমাদের সম্পূর্ণ সহানুভূদ্ধি