পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫి. পরাক্রমশালী জাতিদের (যেমন জাপানের ) বেলীয় কিছু করিতে পারেন নাই । তা ছাড়া, সাম্রাজ্যবাদ জিনিষটাই যুদ্ধের জন্ত প্রস্তুত থাকিবীর এক প্রকার স্থায়ী অবস্থা ও ব্যবস্থা । সাম্রাজ্যবাদী দেশসমূহের গবষ্মেন্টসমূহ সাম্রাজ্যবাদ পরিত্যাগ করিয়া যদি নিজ নিজ সাম্রাজ্যভুক্ত দেশগুলিকে স্বশাসক করিয়া দেন, তাহা হইলে জগতে শান্তি স্থাপিত হইতে পারে। নতুবা শক্তিশালী কোন দেশ অন্ত কোন দেশ জয় করিয়া সাম্রাজ্য স্থাপন করিতে গেলে যখনই লীগের কৰ্ত্তার যুদ্ধের পরিবর্তে শাস্তির পক্ষে ওকালতী করিতে যাইবেন, তখনই সেই শক্তিশালী জাতি বলিবে, “তোমরা ত আগে অাগে যুদ্ধ করিয়া নিজেদের সাম্রাজ্য গড়িয়া তুলিয়াছ, এখন আমাদের সেই প্রকার কাজে বাধা দাও কোন মুখে ? অাগে নিজেদের সাম্রাজ্যভূক্ত দেশগুলিকে স্বাধীনতা দাও, তাহার পর আমাদিগকে উপদেশ দিতে অসিও ” জাপান যে চীন সাধারণতন্ত্রের মাধুরিয়া প্রভৃতি বৃহৎ ভূখণ্ড কার্যতঃ গ্রাস করিয়াছে, কাহারও নিষেধ উপদেশ মানে নাই, তাহীর পশ্চাতে রহিয়াছে উক্তপ্রকার মনোভাব । রুশিয়া লীগের সভ্য শক্তিশালী অন্ত সব রাষ্ট্রকে সাম্রাজ্যবাদ ত্যাগ করাইতে পারিবে কি ? না পারিলে শাস্তি স্থাপিত হইবে না। রুশিয়া অন্তদিগকে সাম্রাজ্যবাদ ত্যাগ করাইতে না-পারিয়া নিজেই যদি সাম্রাজ্যবাদী হইয়া পড়ে, তাহ হইলে তাহার লীগপ্রবেশ সুফলপ্রদ হইবে মনে হয় না । লীগের সভ্য ভারতবর্ষ ও রুশিয়া লীগ, আবু নেশুন্সের একটি কাৰ্যনিৰ্ব্বাহক সমিতি আছে, তাহার নাম লীগ, কেন্সিল। ইহার সভ্যসংখ্যা পনর । এই পনরটির মধ্যে পাঁচটির আসন স্থায়ী ভাবে ব্রিটেন, ফ্রান্স, ইটালী, জামেনী ও জাপানকে দেওয়া হইয়া আছে। জাপান লীগ, ত্যাগ করার একটা আসন খালি হয়। তাহ রুশিয়াকে দেওয়া হইয়াছে। অর্থাৎ লীগের সভ্য হইলেই সে স্থায়ী জাৰে লীগ কৌলিলেরও সভ্য হইবে, এই সর্তে সে লভ্য হয়। অঙ্গ দিকে, ভারতবর্ষ লীগস্থাপনের তারিখ হইতেই ఎనిES লীগের সভ্য ; কিন্তু এ-পর্যন্ত লীগ, কেন্সিলের স্থায়ী সভ্য হওয়া দূরে থাক, এক বৎসরেরও জন্ত অস্থায়ী সভ্যও তাঁহাকে করা হয় নাই। নিজের একটা ভোট বাড়াইবার জন্ত গ্রেট ব্রিটেন ভারতবর্ষকে গোড়া হইতেই সভ্য করাইয়াছে, কিন্তু কৌন্সিলের সভ্যদের মৰ্য্যাদায় পরাধীন ভারতবর্ষ উন্নীত হয়, তাহ গ্রেট ব্রিটেনর ইচ্ছা নহে। নতুবা গ্রেট ব্রিটেন প্রস্তাব করিলে অন্ততঃ একবারও ভারতবর্ষ কৌন্সিলের অস্থায়ী সভ্য নিৰ্ব্বাচিত হইতে পারিত । কুশিয়ার স্বাধীনতা ও পরাক্রম এবং ভারতবর্ষের পরাধীনতা ও দুৰ্ব্বলতা লীগে রুশিয়ার ও ভারতবর্ষের মর্যাদীর পার্থক্যের কারণ | ভারত সম্বন্ধে লীগের ব্যবহার সাতাল্পটি রাষ্ট্র লীগ, অব, নেশুন্সের সভ্য । লীগের বার্ষিক খরচ যত হয়, তাহাকে ১০১৩টি ভাগে বিভক্ত করা হয়। এক একটি ভাগকে যুনিট বা একক বলা হয়। শক্তি, মৰ্য্যাদা, ধনবত্তা ইত্যাদি বিবেচনা করিয়া এক একটি রাষ্ট্রসভ্যকে কয়েকটি য়ুনিট চাদ দিতে হয় । ভারতবর্ষ দেয় ৫৬ য়ুনিট। ভারভব ধর চেয়ে বেশী য়ুনিট দেয় জার কেবল পাঁচটি রাষ্ট্র। সুতরাং, শুধু ভারতবর্ষের বিশালতা ও লোকসংখ্যা হিসাবে নহে, তাহার প্রদত্ত চাদা হিসাবেও তাহার লীগ, কোন্সিলের সভ্য হইবার দাবি রহিয়াছে ঐ অধিকতর চাঁদাদাত পাঁচটি মাত্র রাষ্ট্রের পরেই। কিন্তু, যেমন সংস্কৃত প্রবচনে বলে, “দারিদ্র্যদোষে গুণরাশিনালী,” তেমনি বলা যাইতে পারে, যে, পরাধীনতা-দোষে অন্ত সব গুণ বা যোগ্যতা খণ্ডিভ হইয়া যায় । - লীগ যে ভারতবর্ষের প্রতি অনেক কৰ্ত্তব্য করেন নাই, তাহা অনেক বার বলিয়াছি । ১৯২৬ সালে লীগের নিমন্ত্রণে জেনিভ। যাইবার পর আমরাই বোধ হয় এদিকে সৰ্ব্বপ্রথম | সৰ্ব্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করি। লীগের একটা অবিচারের কথা আবার বলিতেছি । * I লীগের খরচের ১•১৩ খুনিটের মধ্যে ৫৬টা, ঘুটি ; অর্থাৎ শতকরা সাড়ে পাঁচ ভাগের কিছু বেশী ভারতবর্ণ দেয়। অতএব লীগের অধীন চাকরির শতকরা সাড়ে পাটা