পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাতিক , হাজার শ্লোকের জন্ত এক হাজার স্বর্ণমুদ্রা কবিকে দিবেন। সুলতান প্রধান মর্থীকে তদনুরূপ আদেশ দেন । মঙ্গী ফিরদৌসীকে ঈর্ষা করিত । যখন মহাকাবটি সম্পূর্ণ করিয়া কবি তাহ সুলতানকে উপহীর দিলেন, তখন মাহমুদ কবিকে ৬০,০০০ স্বর্ণমুদা দিতে আদেশ করিলেন । মহাকবি ফিরদৌসী ঈর্ষান্বিত মন্ত্রী স্বর্ণমুদ্রার পরিবন্তে মোহর-করা কতকগুলি থলিতে করিয়া রৌপ্যমুদ্রা পঠাইয়া দিল । যখন পলিগুলি ফিরদৌসীর গৃহে পৌছিল তখন তিনি স্নানাগারে ছিলেন। থলি খুলিয়া রৌপ্যমুদ্রা দেখিয়াই তাহীর মনে হইল সুলতান তঁহকে অপমানিত করিতে চাহিয়াছেন । অতএব তিনি তৎক্ষণাৎ হাম্মামীকে (স্নানাগাররক্ষককে ) ২০,০০০, শরবৎ-বিক্রেতাকে ২০,০০০ এবং যে দাস খলিগুলি অনিয়াছিল তহিকে বাকী ২০,০০০ বখশিস দিলেন। দাসকে খলিলেন, “আমি ধমের জন্ত লিখি নাই, যশের জষ্ঠ লিথিয়ছিলাম।” সমস্ত খবর সুলতানের নিকট পৌছিলে তিনি উগ্রীরের উপর ক্ষুব্ধ হইলেন । কিন্তু ধূৰ্ত্ত উল্পীর বলিল, “আপনি ধাহা দিযেন, তাহাই সন্মান বলিয়া গ্রহণ করা উচিত। অতএব, ফিরদৌসীর অত্যস্ত বেয়াদী হইয়াছে ” এইরূপ আরও অনেক কথা 을 o বিবিধ প্রসঙ্গ—বঙ্গের রাজনৈতিক অবস্থা সম্বন্ধে সুভাষচন্দ্রবস্থ ১৫৩ বলিয়া উজীর পরিশেষে কবির প্রতি সুলতানের মনে ক্রোধের সঞ্চার করে । ফলে কবিকে পলায়ন করিয়া নানা কষ্টভোগ করিতে হয়। কবিও সুলতানের সম্বন্ধে তীগ বিদ্ধপপূর্ণ কবিতা রচনা করেন । পরিশেষে সুলতানের রাগ পড়িয়া যায় এবং তাহার মন কবির প্রতি দয়ার সঞ্চার হয় । তিনি তাহীকে ৫০,০০০ স্বর্ণমুদ্রা পাঠাইয়া দেন । এক দিন কবি বাজারে বেড়াইবার সময় শুনিলেন একটি বালক তাহার রচিত সুলতানের প্রতি প্রযুক্ত বিদ্রুপের কবিতা আবৃত্তি করিতেছে । তিনি মূৰ্ছিত হইয় পড়েন, এবং গৃহে নীত হইবার পর একটিও কথা না বলিয়া মৃত্যুমুখে পতিত হন" যখন তাহার দেহ সমাধিস্থ করিতে লইয়া মাওয়া হইতেfছল, তখন ইলতানের উপহার ৬০,০০০ স্বর্ণমুদ্র পৌছে । কবির কগীকে তাহা দিতে চাহিলে তিনি এই বলিয়া ত{হ লক্টতে অস্বীকার করেন, যে, তাহার পিতা তাহার জীবিত কালে যাহা গ্রহণ করেন নাই, সেই প্রত্যাখ্যাত উপহার গ্রহণ করা তােহর পক্ষে অশোভন হইবে । অরবদিগের দ্বারা পরস্ত বিজিত হইবার পূৰ্ব্বেকার পরস্ত-নৃপতিগণের সম্বন্ধে শাহ নাম মহাকাব্য রচিত । ইহা ছাড়া ফিরদৌসীর রচিত কতকগুলি কসীদা ও গজল আছে । তড়িয় তাহার য়যুক-উ-জুলেইথা নামক কবিতাও পারসীক সচিতো সুবিদিত । বঙ্গের রাজনৈতিক অবস্থা সম্বন্ধে সুভাষচন্দ্র বসু কলিকাতার কয়েকটি ইংরেজী ও ব’লা দৈনিক ইউনাইটেড প্রেসের মারফৎ প্রাপ্ত “রিকন্সিলিয়েশুন” নামক বিলাতী মাসিকে শ্ৰীযুক্ত সুভাষচন্দ্র বস্তু কর্তৃক লিখিত একটি প্রবন্ধ ৩০শে সেপ্টেম্বর ও ২রা অক্টোবর প্রকাশিত করিয়াছেন । উহা এয়ার মেলে ( বিমান-ডাকে ) প্রাপ্ত বলিয়া উপরে লিথিত আছে । “রিকন্সিলিয়েশুন” কাগজের গত এপ্রিল সংখ্যায় উহা প্রকাশিত হয় । আমরাও গত সেপ্টেম্বর মাসে ঐ সংখ্যা এক খানি পাই । এপ্রিলের কাগজ সেপ্টেম্বরে কেন পাইলাম বলিতে পারি না । ইউনাইটেড, প্রেসই বা উহা সেপ্টেম্বর মাসে বিমান-ডাকে কেন পাইলেন, জানি না । তবে, উহা যখন সম্প্রতি gদেশে প্রকাশিত হইয়াছে, তখন সে-সম্বন্ধে কিছু বলি । ঐ প্রবন্ধটি রিকলিলিয়েশুনের এপ্রিল সংখ্যায় ১• ৪-৫ পৃষ্ঠায় মুদ্রিত হইয়াছে। তাহার পরে ১০৫-৬ পৃষ্ঠায় “আদায় ইণ্ডিয়ান ভিউজ” নাম দিয়া ঐ বিলাতী কাগজের দুজন পত্রপ্রেরকের চিঠি খামি ছাপা হইয়াছে । বিলাতী কাগজখানি গোপনে ভারতবর্ষে আসে মাই,গবন্মেন্টের ডাক