পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্ৰহ্ম-প্রবাসী বাঙালী আগ্রহায়ণ ్చుపె\లి দেখা ফিরে দিনশৈযে— এমন আমার তুমি দিনটি সার্থক হ’ত, চলে গেলে । বুঝিতাম,—বেঁচে আছি, তুমি মানিতাম,-ধরণী মধুর : --তা-ও যদি জানাতে অভিাসে —অপূৰ্ব্ব সুন্দর এই মানবজীবন কামনীর ধন বটে ! কিছু আগে! ব্ৰহ্ম-প্রবাসী বাঙালী go অধ্যাপক শ্ৰীদেবব্রত চক্রবর্তী, এম এ গত ১৯৩১ সালের আদমশুমারীর বিবরণ হইতে জানা যায়, ব্রহ্মদেশে প্রায় চারি লক্ষ বাঙালী অর্থাৎ বঙ্গভাষাভাষী লোক আছেন । ঐ বিবরণেরই অপর এক স্থলে দেখান হইয়াছে, যে, সমগ্র ব্রহ্মদেশে ৪৮৬৮২ জন বাঙালী এবং ১৬৩৯১২ জন চট্টগ্রামবাসী আছেন। আবার অন্ত এক স্থলে দেওয়া হইয়াছে, সমগ্র ব্রহ্মদেশে পায় ১৮০ • • বাঙালী হিন্দু, প্রায় ২৯০০০ বাঙালী মুসলমান, প্রায় ১৫৮••• চট্টগ্রামবাসী মুসলমান এবং প্রায় ৪৯০০ চট্টগ্রামবাসী হিন্দু আছেন। এই ভাবে বিভিন্ন স্থলে বিভিন্ন ভাবে বাঙালী ও চট্টগ্রামবাসী ভেদে বঙ্গদেশের অধিবাসীদিগের যে সংখ্যা দেওয়া হইয়াছে, তাহ খুব সঠিক ও বিশ্বাসযোগ্য বলিয়া মনে হয় না । বিশেষতঃ মুসলমানদের সংখ্যায় ভুল হইবার সম্ভাবনা খুব বেশী। তাঁহা হইলেও উপরিউক্ত সংখ্যাগুলি হইতে মোটামুটি ইহা বেশ বুঝা যায় ষে চারি লক্ষাধিক বাঙালী সুদূর ব্রহ্মদেশে নানা প্রতিকুল অবস্থার সহিত সংগ্রাম করিয়া জীবিকা অর্জন করিতেছে । ইহাদের মধ্যে আরাকালেই বাঙালীর সংখ্যা অপেক্ষাকৃত বেশী । চট্টগ্রাম হইতে স্থলপথেও জারাকান *मन कब्र कछैनांक्षा माझ् । उञ्जछहें ॐशांनड: क&ांभ ও তৎপার্শ্ববর্তী জিলাগুলি হইতে বহু ৰাঙালী আরাকানে *भन कग्निबांध्झन । डैशंtनग्न भाषा भूमणनांप्नब्र जsथाहि cवलौ ७वर चछांछ हॉात्रङ्ग छांब छैशंप्नग्न अtनश्कहे ♛} স্থানে স্থায়ী ভাখে বসবাস করিতেছেন । । 眾種一爵 ব্ৰহ্ম-প্রবাসী বাঙালীদের মধ্যে অনেকে ব্ৰহ্মদেশীয় নারীকে পত্নীরূপে গ্রহণ করিয়া স্থায়ী ভাবে ঐ দেশে বাস করিয়া আসিতেছেন। ঐ শ্রেণীর লোক হিন্দু অপেক্ষ মুসলমানদের মধ্যেই খুব বেশী । কিন্তু একটি গুরুতর বিষয়ে প্রভেদ বিশেষ লক্ষ্য করিব র আছে । মুসলমানের বিবাহ করিবার পুৰ্ব্বে ঐ নারীকে ইসলামধৰ্ম্মে দীক্ষিত করিয়া লন। কোনও কোনও ক্ষেত্রে ধৰ্ম্মান্তরকরণ ঠিক যথাযথ ভাবে সম্পন্ন না হই লও, ঐ ব্রহ্মনারীর গর্ভজাত সস্তানেরা সকলেই মুসলমানরূপে পরিগণিত হইয়া থাকে, এবং অন্তান্ত মুসলমানদের সহিত সামাজিক মিলমিশ এবং বিবাহ প্রভৃতিদ্বারা সম্বন্ধ স্থাপনে কোনও বাধা হয় না । এই ভাবে ব্রহ্মদেশে একটি খুব বড় সঙ্কর জাতির উদ্ভব হইয়াছে। ব্ৰহ্মদেশে ‘জেয়বাদী’ নামে যে বর্ণসঙ্কর সম্প্রদায়ের উৎপত্তি হইয়াছে, তাহা মুলতঃ ভারতীয় এবং প্রধানতঃ বাঙালী মুসলমান এবং ব্রহ্মদেশীয় নারীর মিলনোৎপন্ন সম্ভানগণ স্বারা গঠিত। এই সকল বাঙালী মুসলমানের অনেক সময়ে নিজ নিজ ব্রহ্মদেশীয় পত্নীকে স্বদেশেও লইয়া আসেন । কিন্তু অধিকাংশ ঐ দেশেই স্থায়ী ভাবে বসবাস করিতেছেন । কিন্তু বাঙালী ছিন্দুদের মধ্যে ইহার ব্ৰহ্মদেশীয় নারীকে পত্নীৰূপে গ্রহণ করিয়াছিলেন,তাহাঙ্গেয় সস্তানগণের ভবিষ্যৎ . নানারূপ সমস্তাসকুল হইয়া উঠিয়াছে। প্রথমতঃ ধৰ্ম্মান্তরিত ' कब्रिश उक्ररक्नैर्श cयोक नांग्रैौएक हिन्दू कब्रिह णश्वङ्गि • *