পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ー&ミ. S్స58S ঝড়ের পরে গোড়ন্ত্রীলোকের শস্ত সংগ্ৰহ করিতেছে শীতকালে পাৰ্ব্বত্যপ্রদেশের আত্যন্তিক শীত কোনরূপেই রক্ষণ হয় না। তাহীদের পোষাক সম্বন্ধে একজন কবি বলিয়াছেন-— আভরণের টান পড়েছে করছে তাদের ছন্নছাড়া, কেীপীনোত অৰ্দ্ধতাঙ্গ লঙ্গ ঢাকে সর্ববৃহর । তথাপি অৰ্দ্ধভুক্ত, অবজ্ঞাত, ধ্বংসোন্মুখ এই জাতি মদাবিক্রেতা, কুসীদজীবী ও তহশীলদারের হাতে প্রতিনিয়ত উৎপাড়িত। এই জাতিকে ভূমির, কৃষির্যন্ত্রাদির, গবাদি পশুর এবং ভোজন-পত্রের উপর, এমন কি, গৃহাদি সংস্কার ও পরিষ্কার করিবার জন্ত যে মৃত্তিকার প্রয়োজন তাহার উপরও করভার বহন করিতে হয় । আগেকার মত প্রাণিবধ করিয়া তাহারা আর খাদ্য সংগ্ৰহ করিতে পারে না, কারণ এখন ধনীলোকের মৃগয়ার সাধ মিটাইবার জন্ত বনের জীবজন্তু সুসংরক্ষিত। তাহীদের উপর উৎপীড়ন ও অত্যাচার যথেষ্ট হইয়াছে । যেন কোথা হইতে এক ঝঞ্চল আসিয়া গ্রীষ্মের আতপ-তপ্ত পক্ক শস্ত নষ্ট করিয়া ফেলিয়ছে । বাঘ, ভল্লুক ও চিত এখন তাহদের মেযপাল গ্রাস করে ; রাত্রিকালে কখনও কখনও ইহার তাহদের কুটীরে প্রবেশ করিয়া তীক্ষু নখরাঘাতে ও অন্ধকারে চোথের উজ্জ্বলতায় তাহাঁদের ঘুমন্ত শিশুসস্তানগুলিকে দুঃস্বপ্নের মত জাগাইয় দেয় । ব্যান্ত্রের অপেক্ষাও ভীতিউংপ wশ ও রক্তপিপাসু মহাজন তাহদের বিবাহ ও অস্ত্যেষ্টিক্রিয়ার সময় টাকা লক্ষ্মী করিবার জন্ত ত{হাদিগকে নানারূপ স্তেীকবাক্য প্রয়োগ করে । এই সকল মহাজনের শোধণের পর তাহাঁদের যাহা অবশিষ্ট থাকে তাহা সভ্যসমাজে আদৃত ও রাজসরকারের পৃষ্ঠপোধিত আফিং ও মদ্যে নিঃশেষিত হইয়া যায়। নিম্নপদস্থ সরকারী কৰ্ম্মচারীরাও তাহদের এই অপব্যয়ের অংশ পাইয়া থাকে। সকলfদকে উপায়বিহীন, একেবারে অজ্ঞ ও নিঃসহায় হইয়া এই জাতি সহজেই নানারূপ পীড়ায় আক্রাস্ত হয় । তাহদের সাহায্যের জন্ত কোন সাধারণ তহবিল নাই । সুতরাং বংশানুক্রমে তাহারা দুৰ্ব্বল হইয়া পড়িতেছে । ম্যালেরিয়া তাহাদিগকে পঙ্গু করিয়া দিতেছে, তাহদের চিকিৎসাদির কোনরূপ গৌড়-সেবামণ্ডলের প্রধান গৃহ (করঞ্জিয় ) ব্যবস্থা নাই। খাদ্যাভাবে তাঁহাদের সস্তানগুলি মৃত্যুমুখে পতিত হইতেছে। তাহীদের রাজপদ বা রাজসন্মান আজ স্মৃতিপথ হইতে বিলুপ্ত হইতে বসিয়াছে ! কিন্তু কি সাহস ও উদ্যমের সহিত এই অভূত জাতি তাহাদের দুঃখের সন্মুখীন হইয়াছে ! ইহাদের অপেক্ষ