পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগ্রহায়ণ লেজ৭—সুইজারল্যাণ্ড লেঞ্জ রে পশ্চিম পাশের দৃশ্য খন গতানুগতিক কাজের চাপ থাকে না, দলে দলে *ী-পুরুঘ সব বাহির হইয়া পড়ে সমস্ত দিনটা কোথাও হাড়ে, জঙ্গলে বা হ্রদ কাটাইয়া দিবে বলিয়া । এদের লিপ্তায় বয়সের কোন বাধা নাই। সকলেরই সমান উৎসাহ । প্রায় সকলের পৃষ্ঠেই একটা করিয়া থলি— তাহাতে আছে খাবার ও পানীয় । অনেকে অতি-প্রত্যুয়ে সৰ্য্যোদয়ের আগেই বাহির হইয়া পড়ে—আবার সন্ধ্যায় ধরে ফিরিয়া আসে। প্রত্যেকের হতে থাকে স্কুলের গোছা ; যেখানে গিয়াছে সেখান হইতে সংগ্ৰহ করিয়া অনিয়াছে । এ-রীতির ব্যতিক্রম দেখিয়াছি বলিয়া মনে হয় না। ইহাদের আকাজল, যত দিন বাচিবে তত দিন স্ট্রনটাকে ততদূরসম্ভব আনন্দময় করিয়া বৃখিবে । সুইজারল্যাণ্ডের আবহাওয়া অতি উপাদেয় । সেই সঙ্গ স্বাস্থ্যান্বেষীর দল চিরকাল এখানে আসে ভগ্নস্বাস্থ্য ফিরিয়া পাইবার আশায় । দেশ-দেশান্তর হইতে লোকের আসার বিরাম নাই । সেই জন্তই সমস্ত দেশটায় হোটেল, రిది-న স্বাস্থ্যনিবাসের অভাব নাই । হোটেল এবং স্বস্থানিবাস পরিচালনা এ-দেশের একটা প্রধান ব্যবসায়ে পরিণত হইয়াছে । ইহা হইতে প্রভূত অর্থগমও ইয়া থাকে। এদেশের আবহাওয়া এবা সূৰ্য্যকিরণের অসাধারণ সঞ্জীবনী শক্তির গুণে সৰ্ম্ম-বোগাদেব সহজে এবং অল্প সময়ে অীরোগ্য লাভ করা সম্ভব হয় । চিকিৎসকরা যাহদের নিরাশ করিয়া দিয়াছেন—মৃত্যু ঘাঁহদের সময়সাপেক্ষ, তাহারা আসে তাহীদের দুৰ্ব্বল কঙ্কালসার দেহ লইয়া এই সুইজারল্যাণ্ডের কোলে । হয়ত আবীর প্রণে জীবনীশক্তির সঞ্চার হইবে— হয়ত মৃত্যুকে এড়ান যাইবে। আবার হয়ত হস্থ সবল দেহ ফিরিয়া পাইবে-আবীর হয়ত কৰ্ম্মকে!লহেলময় সংসারে ফিরিয়া যাইবে । মুখে দুঃথে জড়নি এই পৃথিবীর মায়৷ কাটান বড় কঠিন—এ পৃথিবী ছাড়িয়া বাইতে কেহ বড় একটা চায় না—মুস্থ কৰ্ম্মঠ দেহ লইয়া লোকে বাচিতে চায়। দারিদ্র্যের নিৰ্ম্মম পেযণও লোকে সহ করিতে পারে যদি তার সুস্থ কৰ্ম্মক্ষম দেহ থাকে । সুইজারল্যাণ্ডও ইহাদের প্রতি সদয় । এদেশের আবহাওয়ার গুণে, এদেশের