পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ઉંછારામાં $3 ఏ98S 回为 V.i. - | বাবু রাজেন্দ্রপ্রসাদ ( কন্ন দেশাই অঙ্কিত ) সাংবাদিকের জন্য নির্দিষ্ট স্থানে উপবিষ্ট ছিল'ম । পরে অভ্যর্থনা-সমিতির সেক্রেটারী ত্রযুক্ত পাটিল আমাকে বেদীতে লইয়া যাওয়ায় মহাত্মা গান্ধী, বাবু র’জেন্দ্রপ্রসাদ, সদর বল্লভভাই পটল, শ্ৰীমতী সরোজিনী নাইডু প্রভৃতির সহিত সাক্ষাৎ হইল । তখন অভ্যর্থনা-সমিতির সভাপতি মিঃ নরিমন বক্তৃত৷ করিতেছিলেন । মহাত্মার্জী জিজ্ঞাসা করিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেমন আছেন এবং কত দিন আগে তাহার সহিত আমার দেখা হইয়াছে । পণ্ডিত মদনমোহন মালীয় তখন বেদীতে শয়ন করিয়া বিশ্রাম করিতেছিলেন । তিনি "সুস্থ ছিলেন ; কিন্তু তাহা সত্ত্বেও সাম্প্রদায়িক ভাগবাঁটোয়ারীর বিরুদ্ধে তাহার বক্তৃত খুব উৎকৃষ্ট হইয়াছিল । কংগ্রেসের অধিবেশন সন্ধার প্রাক্কাল হইতে অনেক রাত্রি পর্যন্ত হইত। করাচীতে উহার গত অধিবেশন যেমন আকাশের নীচে অনাবৃত স্থানে হইয়াছিল, বোম্বাইয়ের

অভ্যতম গত অধিবেশনও সেইরূপ হইয়াছিল, মগুপে বা চন্দ্ৰতিপের নীচে হয় নাই । বিশেষ ঘটা সহকারে কংগ্রেসের অধিবেশন বোধ হয় এই শেষ বর হইল। কারণ, অতঃপর উহার প্রতিনিধির সংখ্যা দুই হাজারের বেশী হইতে পরিবে না । নিখিলভারতীয় সাম্প্রদায়িক বাটোয়ার বিরোধী সম্মেলন বোম্বাইয়ে কংগ্রেসের অধিবেশনের একদিন আগে ২৫শে অক্টোবর সম্প্রদায়িক বঁটায়ুববিরোধী সমগ্রভারতীয় সম্মেলনের অধিবেশন অরস্থ হয় এবং ২৬শে তাহ শেখ হয় | প্রবাসীর সম্পাদককে তাহার সভাপতি নিৰ্ব্বাচন করা হয় । বোম্বাইয়ের ভূতপূৰ্ব্ব রাজস্ব-সচিব য়্যাডভোকেট নিখিলভারতীয় সাম্প্রদায়িক ভাগবাটোয়ার বিরোধী সম্মেলনের এগু থল-সমিতির সভাপতি স্তর গোবিন্দরাও বলবস্তু প্রধান · স্তর গোরিদরাও বলবন্ত প্রধান ইহার অভ্যর্থনা-সমিতির সভাপতি মনোনীত হন । এই সম্মেলনে প্রতিনিধি ও শ্রোতাদের সংখ্য যে