পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগ্রহায়ণ বিবিধ প্রসঙ্গ—রোমে ভারতীয় ছাত্রীর দল মুসলিনা কর্তৃক অভিনন্দিত ভারতীয় ছাত্রীবৃন্দ “মুসেলিনি আমাদের সঙ্গে ইংরেজীতে কথা বলেন— খুব দ্রুত নহে কিন্তু খুব সে জন্যের সহিত । তিনি বলেন,— তিনি ভারতের মহানৃ অতীত বুগ, তাহার দর্শন ও চিন্তা এবং তাহার আশ্চর্য সভ্যতা সম্বন্ধে কিছু অধ্যয়ন করিয়াছেন। এখন তিনি ঘনিষ্ঠ অভিনিবেশ সহকারে ভারতবর্ষের প্রগতির ও উচ্চ আশার দিকে দৃষ্টি রাখিয়াছেন। গত খ্ৰীষ্টমাসের সময় তিনি প্রাচ্য ছাত্রদের কনফারেন্সে ভারতীয় ছাত্রদের সহিত দেখা করিবার সুযোগ পাইয়াছিলেন। এখন তিনি কতকগুলি ভারতীয় মহিলাকে নিজের দেশে আনন্দের সহিত ‘স্বাগত’ করিতেছেন।” ইহার উত্তরে ভারতীয়ারী কিছু বলেন । ইতিমধ্যে ফোটোগ্রাফার তাহার ক্যামেরা ফোকাস করিয়া প্রস্তুত হন। তাহা লক্ষ্য করিয়া মুসোলিনি সুধান, “আমার সঙ্গে একটা ফোটোগ্রাফ তোলান কি আপনাদের ইচ্ছা ?” সকলে “ইণ” এবং “নিশ্চয়" বলায় তিনি খুব হাসেন । ছাত্রীদের পরস্পরকে ঠেলিয় তাহার পাশাপাশি দাড়াইবার চেষ্টা তাহার পক্ষে খুব উপভোগ্য হইয়ছিল । এই ফোটোগ্রাফের একটি প্রতিলিপি রোম হইতে প্রকাশিত “ইয়ং এশিয়া” ( “তরুণ এশিয়া” ) নামক সাময়িক পত্র হইতে আমরা মুদ্রিত করিলাম । বিমান-চালনার প্রতিযোগিতা সম্প্রতি লগুন হইতে অষ্ট্রেলিয়ার মেলবোর্ন পৰ্য্যন্ত বিমান-যোগে আকাশপথে যাইবার এক প্রতিযোগিতা হয় । তাঁহাতে ইংলণ্ডের একটি বিমান জয়ী হইয়াছে । তাহাতে রথী ছিলেন ইংরেজ বৈমানিক স্কট ও ব্ল্যাক । প্রতিযোগিতার দ্বিতীয় দিন ২১শে অক্টোবর আমি এলাহাবাদে ছিলাম। তাছার নিকটবর্তী বামরাওলীতে একটি প্রধান বিমান-আণ্ডডা আছে। সেখানে গিছিলাম।