পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\SSళీ সব ব্রিটিশ রাজনৈতিক দল মিলিয়া ভারতবর্ষকে স্বরাজ দেওয়া উচিত ; ব্রিটেনের দক্ষিণ-আফ্রিকাকে স্বরাজ দানের নজীর ভারতবর্ষে অনুস্থত হওয়া উচিত। উচিত বটে, কিন্তু হুইবার সম্ভাবনা কোথায় ? দক্ষিণ-আফ্রিকাকে ব্রিটেন স্বশাসন-অধিকার দিয়াছিল এই জন্ত, যে, বুঅরর একতার, শক্তির, ও স্বাধীনতাকে প্রাণ অপেক্ষ প্রিয়তর মনে করিবার প্রমাণ দিয়াছিল এবং শ্বেতকায় খ্ৰীষ্টিয়ানদের অধিকৃত দক্ষিণ-আফ্রিকা হইতে ভারতবর্ষের মত প্রভূত অর্থাগমের সস্তাবনাও ছিল না । বহু সিনেমা-চিত্রের অপকারিত সিনেমায় চিত্র দেখাইয়া দর্শকদের জ্ঞান বাড়ান যায়, তাহাদিগকে বিশুদ্ধ আমোদ ও শিক্ষা দেওয়া যায় । কিন্তু শুনিয়াছি, সিনেমার অনেক ফিল্ম অনিষ্টকর, তাহাতে মানুষের নানারূপ পাপপ্রবণতা বাড়ে । বঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রী খান বাহাদুর আজিজুল হকও এইরূপ মত প্রকাশ করিয়াছেন। জননায়কগণের ও গবন্মেণ্টের এক-যোগে সিনেমায় অনিষ্টকর চিত্র প্রদর্শন বন্ধ করিবার চেষ্টা করা কর্তব্য ! --w মিঃ ফজলুল হকের একটি বক্তৃত৷ বঙ্গীয় মুসলমান যুবকদের কপূফারেন্সে মিঃ ফজলুল হক বঙ্গের সর্বত্র মুসলমান ছাত্রদের জন্ত আরও অধিকসংখ্যক ছাত্রাবাস চাহিয়াছেন । ছাত্রাবাসে থাকিবার যত ছাত্র জুটিব তদনুসারে গৃহনিৰ্ম্মাণ অবগুই হওয়া চাই। কিন্তু বঙ্গের আধুনিক সরকারী পঞ্চবার্ষিক শিক্ষরিপোটে (৮৩ পৃষ্ঠায়) দেখিতেছি, যে, কেবল রাজশাহী মাদ্রাসা ছাড়া অন্ত সব মুসলমান ছাত্রাবাসে রিপার্টীম পাঁচ বৎসর বিস্তর জায়গা ছাত্র অভাবে থালি ছিল এবং কয়েকটি ছত্রাবাস ছাত্রীভাবে একেবারে বন্ধ করিয়া দিতে হইয়াছিল । এ অবস্থ য় ফজলুল হক সাহেব আরও ঘরবাড়ি কেন চান ? তিনি মুসলমান যুবকদিগকে আত্মাৎসর্গপরায়ণ হইতে উপদেশ দিয়াছিলেন। কিন্তু তাহার দৃষ্টাস্তের জঙ্গ গিয়াছিলেন সার্ভেটিসের যুগের স্পেনে ! অমুসলমানরা ভারতবর্ষে যদি আত্মোৎসর্গের দৃষ্টান্ত নাই দেখাইয়া থাকে, ভারতবর্ষের মুসলমানরা সহস্ৰাধিক বৎসরেও র্তাহার দৃষ্টিতে এরূপ কোন দৃষ্টাস্ত দেথায় নাই, ইহা আশ্চর্য্যের বিষয় । যদি দেখাইয়া থাকে, তাহা হইলে তিনি তাহর সন্ধানে স্পেনে গেলেন কেন ? مسی খান আবদুল গফফর খান ও বঙ্গদেশ গত ৫ই অক্টোবর খান আবদুল খামকে কলিকাতায় যে সৰ্ব্বসাধারণের পক্ষ হইতে মানপত্র দেওয়া হয়, তাহার উত্তর প্রদান উপলক্ষ্যে তিনি বলেন, ఏ98ు “গবন্মেণ্ট যদি আমাকে উত্তরপশ্চিম সীমাস্ত প্রদেশে যাইত ন-দেন, তাহা হইলে আমি শৌর্য্যসম্পন্ন বঙ্গদেশ বাস করিব এবং এখানে গ্রামসেবায় অত্মিনিয়োগ করিব।” gwm: বঙ্গে ফলের চাষ সাগ্রা-অযোধা প্রদেশে ফলের চাষের উন্নতি ও বিস্তৃতির জন্ত চেষ্টা হইতেছে। বঙ্গেও সামান্ত পরিমাণে হইতেছে । ফলভক্ষণের প্রয়োজনীয়তা ও উপকারিত চিকিৎসকের কিছুদিন হইতে প্রচার করিয়া আসিতেছেন। কিন্তু সকলের ব্যবহারের পক্ষে সস্তাদমে যথেষ্ট ফল এখনও পাওয়া যায় না । বাংলা দেশের সর্বত্র নানা রকম ফলের চাষ হইতে পারে। অনেক বৎসর হইল, স্বৰ্গীয়া ভগিনী নিবেদিতা মডান রিভিউ পত্রিকায় লিথিয়াছিলেন, দাৰ্জিলিং জেলায় হিমালয়ের গাত্রে ইউরোপের অনেক ভাল ফলের চাষ হইতে পারে, বঙালীদের এই কাজে লাগা উচিত । ممم بمسميين চীনে লোকশিক্ষা নিরক্ষরতা দূর করিবার জন্ত চীনে লোকশিক্ষার বিশেষ চেষ্ট হইতেছে। অনেক জায়গায় প্রাপ্তবয়স্ক শিক্ষক না পাওয়ায় লিখনপঠনক্ষম বালকদের দ্বারা এই কাজ কম্বান হইতেছে । তাহার দিনের বেলায় নিজে পড়ে, সন্ধ্যার পর অন্ত লোকদিগকে পড়ায় । মহিলাদের মধ্যে শিশু শিক্ষকরা খুব কার্যক্ষমত্ব দেখাইয়ছে । একটি পরিবারে একটি ছয় বৎসরের নাতী তাহার ষাট বৎসরের ঠাকুরমাকে অল্প সময়ের মধ্যে পড়িতে শিখাইয়াছে । বঙ্গে এই প্রণালী প্ৰবৰ্ত্তিত হইতে পারে। তা ছাড়া, এত শিক্ষিত যুবক ও শিক্ষিতা যুবতী এখানে বেকার আছেন, যে, অল্প ব্যয়েই র্তfহীদের দ্বারা বাংলা দেশ হইতে নিরক্ষরত বহু পরিমাণে দূর হইতে পারে । রাষ্ট্রশক্তি আমাদের হাতে থাকিলে আমরা, যথেষ্ট সরকারী ঋণ করিয়াও, এই কাজ করিতাম । অধ্যাপক স্বরেন্দ্রকুমার সেন দিল্লীর হিন্দু কলেজের প্রিন্সিপ্যাল সুরেন্দ্রকুমার সেন মহাশয়ের ৪৪ বৎসর বয়সে হঠাৎ মৃত্যুতে, শুধু দিল্লী নহে, সমগ্র ভারতবর্ষ এক জন কৃতী শিক্ষক হারাইয়াছে। তিনি অক্সফৰ্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ছিলেন এবং ইণ্ডিয়ান সিবিল সাধিসের প্রতিযোগিতামুলক পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছিলেন, কিন্তু দৈহিক কারণে নিযুক্ত হন নাই। তিনি দিল্লী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-বিভাগের প্রধান, এবং অস্তজাতিক ঐতিহাসিক সভার সভ্য ছিলেন। বাঙালীদের কৃষ্টিসম্পৰ্কীয় সব কাজে তাহার ঘনিষ্ঠ যোগ ছিল। অন্ত সব, সমাজেও তিনি লোকপ্রিয় ছিলেন । - x: gggBS BB BBBBB BB BBBB BBB BB BB BBBBB BB BBB BBB B BBBB