পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nర్సి8 *প্রবামা ;• ఎరి8ు ও যে অচিন মানুষ, মন উহারে জানতে যদি চাহো জেনো মায়ার রং-মহলে, প্রাণে জাগুক্ তবে সেই মিলনের উৎসব উৎসাহ যাহে বিরহ-দীপ জ্বলে। যখন চোখের সামনে বসতে দেবে তখন সে আসনে রেখো ধ্যানের আসন পেতে, যখন কইবে কথা সেই ভাষাতে তখন মনে মনে দিয়ে অশ্রুত সুর গেঁথে । তোমার জানা ভুবনখানা হতে সুদূরে তার বাসা তোমার দিগন্তে তার খেলা। সেথায় ধরা-ছোওয়ার অতীত মেঘে নানা রঙের ভাষা সেথায় আলোচ্ছায়ার মেলা । তোমার প্রথম জাগরণের চোখে উষার শুকতারা যদি তাহার স্মৃতি আনে তবে যেন সে পায় ভাবের মূৰ্ত্তি রূপের বাধনহার তোমার মুরবাহারের গানে ॥ শান্তিনিকেতন ৩• কাৰ্ত্তিক, ১৩৪১