পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s o, *- - - - - --- - - - রবীন্দ্রনাথের পত্র \; - - - नभश्लांब्र भूझि निश्वानि তোমাদের এক বাক্স বই পাঠিয়ে দিয়েছি । হয়তো এ চিঠি পাবার হগুiখানেক পরে পাবে। তার মধ্যে বৈজ্ঞানিক । বই অনেক আছে। আমার ইচ্ছ। এইগুলো অবলম্বন ক’রে তোমরা ছেলেদের বকৃত দাও। এক সেট বই পাঠিয়েছি তাতে বৈজ্ঞানিক প্রায় সকল বিষয়েই খুব মনোঞ্জ করে আলোচনা করেছে। তোমরা এক এক জুনে তার এক একটা বিষয় নিয়ে ছেলেদের কাছে যদি আলোচনা কর তাহলে খুব উপকার হবে। আগে আমাদের বিদ্যালয়ে ছেলেদের মলের চর্চ এখনকার চেয়ে অনেক বেশী হ’ত--আজকাল ক্রমশই বড় বেশী ধান্ত্রিক হয়ে পড়েছে–ইস্থল भा?ाद्रि अख হস্তী সরস্বতীর পয়ননে প্রবেশ করেছে—ক্রমশই ওঁর বাসাটা একেবারে লঙভও করে দিতে পারে। তোমরা ঐ চতুষ্পদটাকে অধিক পরিমাণ প্রশ্রয় দিয়ে না—অস্তুত ওর যেখানে স্থান সেইখানেই অলিনিস্তম্ভে ওকে বেশ ভলি ক’রে বেঁধে রেখে)-ওকে জননী বীণাপাণির পদ্মবনের অতিকায় ভ্রমর ব'লে কোনদিন যেন ভুল ক'রো না । আমার সেই বইটা ছাপাখানায় দেওয়া হয়েছে। ইয়েটস তার যে ভূমিকা লিখে দিয়েছেন সেটা পড়েছি। পড়ে লজ্জা বোধ হয়। এটা আমার পক্ষে বহুমূল্য অলঙ্কার সন্দেহ নেই, কিন্তু যাকে বলে অতিশয়ৌক্তি অলঙ্কার –বোধ হয় পুৰ্ব্বই লিখেছি, চিত্রাঙ্গদা, মালিনী এবং ডাকঘরটা তৰ্জমা হয়ে গেছে। রোটেনষ্টাইন এগুলি ট্ৰেভেলিয়ান বলে। এক জন কবিকে পড়তে দিয়েছিলেন, তার সঙ্গে আমার দেখা হয়েছে । তিনি এ-সম্বন্ধে ঘে-রকম অভিমত প্রকাশ কম্বুলেন তাতে ৰোম হচ্ছে এগুলোও এ-দেশে চলবে—এমন কি তিনি এই নাটকগুলিকে অন্ত তর্জমার চেয়ে শ্রেষ্ঠ আসন দিতে চাম । এই তিনটের মধ্যে কোস্ট ষে সূর্য সেরা সেটা তার স্ত্রীর সঙ্গে কয় দিন ধরে আলোচনা করে কিছুতেই স্থির করতে পারছেন না। প্রধমে তিনি স্থির করেছিলেন, চিত্রাঙ্গদাই ভাল, তার স্ত্রী স্থির করেছিলেন, ডাকঘর, তারপরে মালিনীটা ভাল ক’রে পড়তে গিয়ে তার মনে ধে"ক লেগে গেছে । ইনি নিজে গ্রীক পৌরাণিক কথা নিয়ে নাটক লিখে থাকেন। আমার এই লেখাগুলির মধ্যে তিনি সেই গ্ৰীক সাহিত্যের রস পান। আমাকে এগুস সাহেব বলেছিলেন মালিনী পড়ে তার গ্রীক নাটকের কথা মনে পড়ে। এগুস সাহেবের সঙ্গে অল্প কয় দিনে অমিয় বেণ একটু शश्नऊ হয়েছে । বড় চমৎকার সহৃদয় লোকটি। তিনি আমাকে বলে রেখেছেন, দিল্লীতে তুমি আমার সঙ্গে তিন মাস একত্রে যদি কাটাও তাহলে আমি তোমাকে গ্ৰীক অনেকখানি শিখিয়ে দিতে পারব। আমি তো মনে করছি এই নিমন্ত্রণটি গ্রহণ করব। তারা অক্টোবর মাসেই ভারতবর্ষে ফিরবেন । এই মেলেই কুমারস্বামীর Art and Swadeshi Afro একটা বই পাঠিয়ে দেব। তাতে আমার উপরে একটা প্রবন্ধ আছে । অজিতের একটা তৰ্জমার থাত একবার তিনি দখল করে নিয়ে গিয়েছিলেন, এই লেখার কতক উপকরণ বোধ হচ্চে তীর থেকে পেয়েছিলেন—আমারও কতকগুলো তৰ্জমা দেখলুম এর মধ্যে আছে। একটা কথা তোমাদের ব’লে রাধি—আমাদের চিঠিতে আমার সম্বন্ধে এখানকার লোকের যে-সব অভিমত পাও সেগুলো তোমরা কাগজে ছাপিয়ে দাও । এতে আমি অত্যন্ত লজ্জা বোধ করি । তোমাদের আমি আত্মীয়ভাষে লিখি সেগুলো বাইরে ধীমরি ঞ্জিনিষ নয় । ইতি ২য় স্থানি তোমাদের x3; রবীন্দ্রনাথ ঠাকুর ২১ ক্ৰমেীয়েল রেড়ি সাউথ কেসিঙ্ট{ নমস্কার পূর্বক নিবেদন— আমাদের বিদ্যালয়ের ছাত্রর একটা বড় জিনিষ লাভ করছে যেটা ক্লাসের জিনিষ নয়—সেটা হচ্চে বিশ্বের মধ্যে