পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిథిe উপসংহারে বলা যেতে পারে যে, কোন বর্ণমালাই ক্রটিহীন হ’তে পারে না, কিন্তু তুলনায় যেটি অপেক্ষাকৃত সহজ ও সুবিধাজনক মনে হয় সেইটিই আমাদের গ্রহণ করতে হবে, বুগা কোন কারণে ভর পেলে হবে না। যদিও এই পরিবর্তন প্রথমে বিপ্লবজনক মনে হ’তে পারে, তবু এটা কঠিন বা অসম্ভব একেবারেই নয়। অনেক দেশেই এখন এ-বিষয়ে চেষ্টা দেখা যাচ্ছে এবং অনেকেই রোম্যান অক্ষর গ্রহণ করছে । তুর্কীতে কেমাল পাশা সম্প্রতি আরবী বর্ণমালা দূর ক’রে দিয়ে রোম্যান বর্ণমালা প্রচলন করেছেন, সকলেই জানেন । অতি অল্প সময়ের মধ্যেই তিনি এটা করতে সমর্থ হয়েছেন, কেন না, তিনি এখন তুর্কীর অপ্রতিদ্বদ্বী শাসনকৰ্ত্ত । তিনি আদেশ করা মাত্র পুরাতন বর্ণমালা দূর হয়ে গেল, বিদ্যালয়ে ত কথাই নেই, পথে ঘাটে নুতন বর্ণমালার প্রকাও প্রকাও পট স্থাপন ক’রে আবালবৃদ্ধ সকলকে শেখান আরম্ভ হয়ে গেল এবং অল্পদিনের মধ্যেই তুৰ্কীরা তাদের স্বীয় তুর্কীভাষা অক্ষুঃ রেখে নুতন বর্ণমালা গ্রহণ করিল । জাৰ্ম্মানীতে বহুকাল থেকে “গfথক” বর্ণমালার ব্যবহার চলে আসছে এবং এখনও চলছে, কিন্তু রোম্যান বর্ণমালার নানা সুবিধার জন্ত জাৰ্ম্মানরাও ক্রমশঃ “গথিক” ছেড়ে দিয়ে রোম্যান বর্ণমালা গ্রহণ করছে । এতেই মনে হয় যে সকল প্রগতিশীল জাতিই ক্রমে ক্রমে রোম্যান বর্ণমালা গ্রহণ করবে এবং আমাদেরও উচিত মনের সঙ্কীর্ণতা দূর করে এই বর্ণমালা অবিলম্বে গ্রহণ করা। এ উদ্দেত সাধনে ভারতীয় প্রধান ভাষাগুলির প্রতিনিধিদ্বারা গঠিত పాన98S একটি কেন্দ্রীয় সমিতিত ভারতবর্ষের সকল প্রচলিত বর্ণমালার বিশদ পর্য্যালোচনা ক’রে সমস্ত ভারতের জন্ত রোম্যান বর্ণমালারয়ক্টে: একটি সাধারণ বর্ণমালা— Common Script—eig's oto &og এই মুতম পথ অবলম্বন করতে হ’লে তারতের কোন একটি প্রদেশকে সাহস ক’রে অগ্রসর হতে হবে, তাহলেই আশা করা যায় অন্যান্ত প্রদেশগুলি ক্রমশ: এর সুবিধা ও প্রয়োজনীয়তা হৃদয়ঙ্গম করতে পারবে । বাংলা ভাষা ও সাহিতা এখন অনেক স্থলেই আদৃত, সুতরাং বাংলা দেশ যদি এ-বিষয়ে অগ্রসর হয় ও রোম্যান লিপিতে পুস্তক ও পত্রিকা মুদ্রিত করতে আরম্ভ করে, তবে লেখক বা প্রকাশক কাহার ও কোন ক্ষতি হওয়ার ভয় ত নেই-ই, বরং লাভ হওয়ার কথা, কেননা, এরূপ করলে ঐ সকল পুস্তক } পত্রিকার পাঠক-সম্প্রদায় অনেক বিস্তৃত হয়ে যাবে এবং অন্যান্য প্রদেশের লোক, র্যার বাংলা ভাষা বুঝতে পারেন অথচ পড়তে পারেন না, তারা আগ্রহ ক'রে বাংলা বই ও পত্রিক:দি পড়বেন । এ-কথাও এখানে উল্লেখ করা যেতে পারে যে বাংলা ভাষা বুঝতে পারেন অথচ পড়তে পারেন না, এরকম লোকের সংখ্যা ক্রমশঃ খুবই বেড়ে যাচ্ছে রোম্যান অক্ষরে মুদ্রিত পুস্তক বা পত্রিকায় আপাতত কিছুকাল দেবনাগরী বর্ণমালা অনুসারে প্রতিলিখনে একটি লিপিপত্র প্রকাশ করা প্রয়োজন হবে । “প্রবাসী, “ভারতবর্ষ”, “বিচিত্রা” ইত্যাদি পত্রিকায় এর পরীক্ষ ক’রে দেখলে সুফল পাওয়া যাবে, আশা করা যায় ।