পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ98S

“A

| ] N - , 4; ...}. i i . BBBSBBBBSB BBB BBBSKK BBB BBB BBB BBSBBBBB BBBBB পদদলিত করিয়া জয়োপ্লাসে দাড়াইয়! আছে মধ্যস্থলে হাভেলিন পয়েমিটার প্রতিষ্ঠিত ; উচ্চতায় হৈ ২২৭ ফুট । পৃথিবীর মধ্যে হত, সর্বোচ্চ ও অদ্বিতীয় । রাত্রিকালেও ইহাতে টেম্পরেচার দেপা মায় । ফোর্ড, ক্রিসলীর প্রভৃতি মোটর বিক্রেতাদের সুবৃহৎ অট্টালিকাও এখানে নিৰ্ম্মিত হইয়াছে। অদূরে একটি বৃহৎ ঝরণা আছে ; প্রতি মিনিটে ইহা হইতে শাদা, নীল, সবুজ ও লাল রঙের আলোক ইহার উপর প্রতিফলিত হইয়া এক অপূৰ্ব্ব দৃশ্বের অবতারণা করে । আমেরিকার যুক্ত-রাষ্ট্রও নিজেদের কার্যাবলীর প্রচারকল্পে এক বৃহৎ প্রদর্শনীগুহ এথানে নিৰ্ম্মাণ করিয়াছেন । টুয়েলভথ, ষ্ট্রীটের গোড়া হইতে বিজ্ঞান-সোঁধ পর্যন্ত পায় তিন মাইল ব্যাপী রাস্তীর উভয় পাশে বিভিন্ন জাতির বিভিন্ন বর্ণের পতাকা বায়ুভরে তরঙ্গায়িত হইয়া এক বিচিত্র দৃশ্যের উদঘাটন করিয়াছে। ফরাসী, গ্রীস, আলস্কা, সুইডেন, চেকোমোভাকিয়া, ইতালী ও অন্তান্ত বহু দেশের ৬৮,০০০ টন জল নিঃস্থত হয় । সরকার এখানে তাঙ্গাদের শিবির সন্নিবেশ করিয়া ছন । চীন দেশও নানা দ্রব্যের পসরা বসাইয়াছে। প্রদর্শনীতে স্থানাভাব বশত: যদি কোনও দেশের দ্রব্যাদি প্রদর্শিত না হয় তবে প্রদর্শনীর মধ্যে এক বিশিষ্ট স্থানে সেই দেশের আদর্শে ছোট-ছোট গ্রাম বিরচিত হইয়াছে। এখান সেই-সেই দেশের আচার-ব্যবহার রীতিনীতি অনুশীলন হইতেছে । ইহাদের মধ্যে লামা-মন্দির বিশেষ প্রসিদ্ধ । ইহা জিহোলের স্বর্ণ-শিবির নামে খ্যাত। নিকটে যান-বাহনাদির উন্নতি-বিষয়ক নিদর্শন এক প্রকাও সৌধে রক্ষিত আছে। এই স্থানে ট্রাম, মোটর, বাস, রেল প্রভৃতির বৈশিষ্ট্য ও উন্নতির পরকাষ্ঠী প্রদর্শিত হইয়ছে । শিকাগোর আট ইন্‌ষ্টিটিউটের ভবনে চারুশিল্পের প্রদর্শনী বসিয়াছিল ; গৃহে সৰ্ব্বসমেত ৪৩টি গ্যালারী আছে ; তাহাতে ৭৪৪খানি চিত্র ও ১৩১টি ভাস্কর্যশিল্প প্রদর্শিত হয়। দুই ভাবে চিত্রগুলি সজ্জিত হইয়াছে প্রথম অষ্টাদশ শতাব্দী হইতে বৰ্ত্তমান কাল পর্য্যস্ত আমেরিকার চিত্রকর প্রভূতির