পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8、W。 টোবোগালুর বা স্কি জাম্প প্রভূতি আমাদের দেশে সস্তবপর না হইতে পায়। এখানকার জনসাধারণ ক্রীড়াকৌতুক দ্বারও স্বাস্থ্যোন্নতি বিষয়ে সম্পূর্ণ উদাসীন। এমন অনেক স্বাস্থ্যকর্মী নরনারী দেখিয়াছি র্যাহারা অনেক অর্থব্যয় করিয়া কোন পাৰ্ব্বত্য অঞ্চলে গিয়াও মোটেই পাহাড়ে উঠেন নাই ; পাদদেশ হইতেই গিরিয় উচ্চ শিখর দর্শনে আনন্দলাভ করিয়া গৃহে ফিরিয়াছেন। প্রত্যেক মানুষের সবল সুস্থ অবস্থায় বাচিয়া থাকিবার একটি ইচ্ছা আছে, এমনকি মৃত্যুর পূর্ব মুহূৰ্ত্ত পৰ্য্যন্ত আরও কিছুদিন বাচিবার ইচ্ছা পোষ\রতে অনেক রোগীকে দেখিয়ছি। উপরিউক্ত হইজারল্যাণ্ড দেশের ডাউল গা স্বাস্থনিবাস পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ বলিয়া বস্থ যক্ষ্মী ও অদ্যান্য শ্বাসরোগাক্রান্ত রোগী চিকিৎসার জন্ত আসিয়া থাকে। বিশেষজ্ঞ চিকিৎসকগণ ঐ সকল চিকিৎস-আবাসে বিখ্যাত সিরোলিন রচি ইত্যাদি নিরাপদ ও কার্যাকর। ঔষধ ব্যবহার ও অন্ত প্রকার চিকিৎসা-যথ, অস্ত্র প্রয়োগ—করিয়া থাকেন । এই ঔষুধ ব্যবহায় করিলে যথাক্রান্ত রোগীদের প্রভূত উপকার হইবে। ইনফ্লুয়েঞ্জ, নিউমোনিয়া, হুপিংকায, যদি কাশি প্রভৃতি রোগেও ইহার ব্যবহারে বিশেষ উপকায় পাওয়া গিয়াছে। বাংলা "প্রেবাসী । ఏరిEN বঙ্গীয়-সাহিত্য-পরিষদ হইতে পদক ও পুরস্কার ঘোষণা— নিম্নলিখিত বিষয়ে প্রবন্ধ-রচনার জন্য বঙ্গীয়-সাহিত্য-পরিষদ হইতে নিম্নোক্ত পদক ও পুরস্কার দেওয়া হইবে – পদক ১ । হরপ্রসাদ হবর্ণপদক— ই ! অক্ষয়কুমার বড়াল সুবর্ণপদক— প্রবন্ধের বিষয় হিন্দুরাজত্বে রাঢ় । অক্ষয়কুমার বড়ালের কাবের বৈশিষ্ট্য বিশ্লেষণ ও আলোচনা। ৩ । কালীকৃষ্ণ সুবর্ণপদক— আধুনিক বাঙ্গালা গদ্য সাহিত্যের গতি । ৪ । হেমচন্দ্র সুবর্ণপদক— বঙ্গসাহিতে্যু হেমচশ্রেয় স্থান। ৫। অক্ষয়কুমার বড়াল রৌপ্যপদক— অক্ষয়কুমায় বড়ালের কাব্যে করুণ রস । ৬ । স্বরেশচন্দ্র সমাজপতি রৌপ্যপদক— মাসিক-সাহিত্য সমালোচনার १{व! । ৭ । বিপিনচন্দ্র পাল রৌপ্যপদক— বৈষ্ণুব-সাহিতো বিপিনচত্রের দান ! পরলোকগত বীরেন্দ্রনাথ শাসমল মহাশরের শব লইয়া কেওড়াতল শ্মশানঘাটের অভিমুখে যায়৷