পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পেীষ বহির্জগৎ 8いこ位 「 "সার একবার আমীদের হাতে আসুক, তারপর তোমাদের দেখে নেব।” নাৎসিরা যে অনেককে ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করবে সে বিষয়ে সন্দেহ নেই। এইরূপ আতঙ্ক-হুষ্টির ফলে যদি বেশীসংখ্যক ভোট জার্মানীর পক্ষে যায় তাহলে প্লেবিসাইট ট্রাইবিউনাল তা নাকচ করে দিতে পারেন । এক জন সাংবাদিক রোম থেকে খবর দিচ্ছেন যে, সিনর মুসোলিনী সারবাসীদের একটি স্বাধীন শাসন ওস্থ উপহার দিতে মনস্থ করেছেন । এই খবর সত্য কি মিথ্য! এখনও জানা যায় নি, তবে এটা নিশ্চয় করে বলা যেতে পারে ১৩ই জানুয়ারার ভোটের ওপর সব নির্ভয় করবে। একজন বিচক্ষণ সংবাদদাত বলছেন ৩৭এ জুন জাৰ্ম্মানীতে যে হত্যাকাণ্ড সাধিত হরেছ তাই দেখে অনেকে “পিতৃভূমির" প্রতি বিমুখ হয়েছে এবং আগে এই ভোট-যুদ্ধ জাম্মানীর জয় হবায় যে সম্ভাবনা ছিল তা এখন বিলীন হয়েছে । সাম্যবাদ ও সমাজতন্ত্র মতাবলম্বীরা ও ক্যাথলিক পাদরীর। তাদের মতভেদ ভুলে গিয়ে আশ্চৰ্য্যরূপে মিলিত হয়েছে। এপল সাধারণ ক্যাথলিকদের ওপর সায়ের ভাগ নির্ভর করছে। অনেকে আশা করেন, ক্যাথলিক ধৰ্ম্মগুরু পেপ এই বিষয়ে সারের ক্যাথলিকদের জাৰ্ম্মানীতে ফিরে যাবার বিরুদ্ধে ভোট দিতে আজ্ঞা দিতে পারেন, কারণ গত বছর হিটলারের সঙ্গে যে চুক্তিপয় স্বাক্ষরিত হয় সেই চুক্তি হিটলার ভঙ্গ করেছেন । কিন্তু পোপের ইচ্ছা থাকলেও এষ্টরূপ কোন নির্দেশ দিতে বোধ হয় সাহস করবেন না কারণ, তাহলে জাম্মানitশু লক্ষ লক্ষ ক্যাথলিকদের ওপর আরও অত্যাচার ইতে পারে । নাৎসিদের পথে যতই বাধাবিঘ্ন থাকুক তার কিন্তু চুপ করে বসে নেই। জাৰ্ম্মানী সকল জায়গায়, এমনকি সুদূর কানাডায় পৰ্য্যস্ত, যে সকল লোকের সার প্রদে-শ ভোটাধিকার আছে তাদের খুজে বের করছে । জাৰ্ম্মান গভর্ণমেণ্ট তাদের যাতায়াতের খরচ বহন করবেন। এই উৎসাহ দেখে মনে হয়, শেষ পর্য্যন্ত হিটলারই জয়ী হবেন । কিন্তু তার এই আশা যদি সফল না হয় তাহলে সার যুরোপে আর একটি মহাযুদ্ধেয় কারণ হয়ে দাড়াতে পারে। ফ্রান্স, বৃটেন, ইটালী—যার ১৯১৪ সনে নিপীড়িত বেলজিয়ানদের পেছনে দাড়িয়েছিল, আজ বিপদগ্ৰস্ত নাৎসি-বিরোধী সারবাসীদের পিছনে দাড়িয়েছে। ফলাফল কি হয় দেখতে জগতের লোক উৎসুক হয়ে অপেক্ষা করচে । মাস ইয়ে হত্যার জের— মাস ইয়েতে অক্টোবর মাসের প্রথমে যে হত্যাকাণ্ড ঘট তার ফলে হাঙ্গেরী ও যুগোশ্লাভিয়ার মধ্যে বিরোধ আরও প্রকটাকার ধারণ করেছে । যুগোশ্লাতিয়ার রাজ আলেকজাণ্ডার ও ফ্রাঙ্গের পররাষ্ট্র-সচিব এমৃ বধু যুগোশ্লাভিয়ার অন্তর্বত্ত ক্রোট প্রদেশের বিপ্লবীদের ষড়যন্ত্রে নিহত হন । এই ঘটনার পর আততায়ী কালেমানের যে-সকল সহকারী ধৃত হয়েছে তাদের স্বীকারোক্তিতে প্রকাশ, তারা এই কার্য্য করার জন্ম হাঙ্গেরীতে বিশেষ ভাবে তৈরী হয়েছিল। হত্যাকারী কালেমান ও তার সহচরবৃন্দ সকলেই ইতিপূৰ্ব্বে মন দোষে দণ্ডিত হয়েছিল। কিন্তু দণ্ড গ্রহণের পূর্বেই তারা পালিয়ে গিয়ে হাঙ্গেরীতে আশ্রয় নেয়। গত স্বাসে যুগোশ্লাভিয়ার পররাষ্ট্র-সচিৰ এম রেজুটিটুট গভর্ণমেণ্ঠে গঙ্ক থেকে ছাঙ্গেরীর ওপর দোষারোপ BSBB DDDHHDD GG DDS eBB BBDD DDD DD DB BB BBBB BB BBB DD BBBS DDDDD DDDD

হের একৃহাড়" এমৃ য়েভ টিট্চের দোষারোপে বিশেষ ক্রোধ প্রকাশ !

করেন। এই আলোচনার সময় বিশেষ চাঞ্চল্যের স্বষ্টি হয় । कृतिर २ २५: * যুগোশ্লাভিয়ার রাজা আলেকজাণ্ডার ও রাণী মারি এম য়েভ টিটুচ রাষ্ট্রসবে এই মৰ্ম্মে অনুযোগ করেন যে, দুগোশ্লাভিয় খোক বিপ্লবী পলাতকের হাঙ্গেরীতে সৰ্ব্বদাই আশ্রয় পেয়ে থাকে । গত ছ-বছরের মধ্যে হাঙ্গেরীর সীমান্তর নিকটবৰ্ত্তী যুগোশ্লাভিয়ার স্থানবিশেষে বহু ইত্যাকাও ও অস্তান্ত সস্ত্রাসবাদমূলক ঘটনা সংঘটিত হয়েছে। এই অপকৰ্ম্মকান্ধীয় সকলেই হাঙ্গেী থেকে ওখানে গুগুভাবে এসে থাকে । ইহার স্থাঙ্গেরীতে থেকে বিপ্লব ঘটাবার জন্তে যথোপযুক্ত শিক্ষালাভ করেছে। এই সকল অভিধোগ দলিল-দস্তাবেজ ও আলোকচিত্রের সাহাষ্যে সমর্থিত হয়েছে। যে ষড়যন্ত্রের ফলে স্থাসাইয়ে ইত্যাকাণ্ড সংঘটিত BBB BB BBBDD BDD DDSBBD BD DBBBBS