পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BBB S58సి ব্যবস্থাপক সভার সহযোগ ব্যতিরেকে, এমন কি আপত্তি ইণ্ডিয়ান কাগজওয়ালীরাও এইরূপ বলিতেছে । ঠিক BBBBSBBBBB BBBS BBB BBS BBS BBB SB B BBBS BB BBBB BBBS BBB বিধিবদ্ধ করিতে পরিবেন, ব্যবস্থাপক সভায় পাস-করা বিস্তারিত আলোচনার স্থান নাই, প্রয়োজনও আইন নমঞ্জর করিতে পরিবেন, যে-কোন বিভাগের কোন মন্ত্রীর বা সকল বিভাগের সব মন্ত্রীর হস্তে গুস্ত বিষয় সকলের ভার নিজে লইতে পরিবেন, এবং মূল শাসনবিধি ( constitution ) একেবারে রদ করিয়া যত দিন অবশ্যক মনে করিবেন নিজ ইচ্ছ! অনুসারে দেশ শাসন করিতে পরিবেন । সিবিলিয়ন:দর ও পুলিস সাহেবদের নিয়োগ, বেতন, পেন্সান, পদের উন্নতি অবনতি প্রভৃতি সম্বন্ধে মন্ত্রীদের কোন ক্ষমতা থাকিবে না । মঙ্গীর গবর্ণরকে রাজী না করিয়া পুলিস আইন কানুনের ( Police Acts ও Regulationsএর ) কোন প্রকার রদ বদল বা তাহার প্রস্তাব করিতে পরিবেন না । বর্তমান দ্বৈরাজ্য বা ডায়ার্কি বিলুপ্ত হইবে বলা হইয়াছে বটে ; কিন্তু তাহ কেবল মাত্র নামে । এখন রিজার্ভ ড. ( “স-রক্ষিত” ) বিষয়গুলিতে মন্ত্রীদের কোন ক্ষমতা নাই, ট্রান্সফার্ড বা হস্তান্তরিত বিষয়গুলিতে আছে, এইরূপ বলা হয় : কমিটির প্রস্তাব অনুসারে সকল বিষয়েই মন্ত্রীদের হাত থাকিবে বলা হইয়াছে ; কিন্তু আমরা উপরে বলিয়ছি, বস্থত: কোন বিষয়েই মন্ত্রীদের চূড়ান্ত কোন ক্ষমতা থাকিবে না । এথন প্রাদেশিক গবন্মেণ্ট প্রাদেশিক রাজস্ব হইতে সংরক্ষিত বিষয়গুলির জন্য যথেষ্ট টাকা আগে রাখিয়া লইয়া বাকী অযথেষ্ট টাকা মন্ত্রীদের হাতে হস্তান্তরিত বিষয়সমূহের জন্ত রাখেন । কমিটির প্রস্তাবিত ব্যবস্থাতেও অন্ত নাম দিয়া ঠিক এই প্রকার বরাদ্দ হইবে –গবর্ণর তাহার “বিশেষ দায়িত্ব”-সমূহ অনুযায়ী কাজ করিবার নিমিত্ত যথেষ্ট টাকা প্রাদেশিক রাজস্ব হইতে লইবেন, তাহাতে প্রাদেশিক ব্যবস্থাপক সভার মত থাক বা না-থাক । জয়েন্ট পালেমেন্টারী কমিটির সভেরা তাহদের রিপোর্টে এইপ্রকার বোকা বুঝাইব র’ চেষ্টা করিয়াছেন, যে, গবর্ণরদিগকে যে-সব ক্ষমতা ও বিশেষ দায়িত্ব দিয়া স্বৈরাচারী শাসনকর্তা করা হইয়াছে, সেইরূপ ক্ষমতা প্রভৃতি ইংলণ্ডে রাজার আছে, আমেরিকার নির্বাচিত দেশপতির (প্রেসিডেন্টের ) আছে, ইত্যাদি । ভারতবর্ষের এংলো নাই । মানিয়া লওয়া বাকু, যে, ইংলণ্ডের রজার এবং আমেরিকার প্রেসিডেন্টের ঐপি সব ক্ষমতা আছে । কিন্তু মনে রাথিতে হইবে, তাহীরা তাহীদের দেশের লোকদের সম্মতি ক্রমে ঐ সকল ক্ষমতা ভোগ করেন, অঙ্গ দিকে আমাদের বিদেশী গবর্ণরদিগকে সে-সব ক্ষমতা দিবীর প্রস্তাব হইয়াছে, তাহীতে ভারতবর্ষের লোকদের সন্মতি নাই ; ইংলণ্ড ও আমেরিকার কল্যাণের জন্য ঐ সব ক্ষমতা তথাকার স্বদেশী রাজা ও প্রেসিডেণ্ট ভোগ করেন, কিন্তু আমাদর বিদেশী গবর্ণরদিগকে সে-সব ক্ষমতা দেওয়া হইতেছে, তাহা ইংলণ্ডের প্রভূত্ব ও স্বর্থ রক্ষীর জঙ্গ, ভারতের কল্যাণের জন্য তৎসমুদয়ের প্রয়োজন নাই ; ইংলণ্ডের রাজা বহুকাল ঐ সব ক্ষমতার ব্যবহার করেন নাই, করিলে ইংলণ্ড সাধারণতন্ত্র হইয়া সাইবার সম্ভাবনা আছে, কিন্তু ভারতবর্ষে সঙ্কট অবস্থায় কচিৎ ব্যবহার্য বলিয়া শাসকদিগকে যে ক্ষমতা দেওয়া হয়, তৎসমুদয়ের ব্যবহার সাধারণত প্রায়ই হয় এবং সে গবর্ণর বা গবর্ণর-জেনারাল তাহা করেন তিনি অপসারিত হন না বা তজ্জন্ত ভারতবর্ষের সাধারণতঃ হইয়া যাইবার কোন সম্ভাবনা নাই ; আমেরিকার কোন প্রেসিডেণ্ট ক্ষমতার অপব্যবহার করিয়া জবরদস্ত হইলে তাহার পুনর্নির্বাচনের সম্ভাবনা থাকে না, অন্ত দিকে ভারতবর্ষের জবরদস্ত গবর্ণর ও গবর্ণর-জেনার্যালদের খ্যাতি তাহা দর স্বদেশে খুব বাড়, এবং আমাদের সমালোচনায় তাহাদের কিছুই আসে যায় না। পাটের চাষ কমাইবার চেষ্টা পাট বাংলা দেশের প্রধান বাণিজ্যিক ফসল। ইহা झांशैद्रा সমান্তই নিজেদের কাজে লাগtয়, প্রায় সমস্তই বিক্রী করে। ধে বৎসর চাহিদা যেরূপ হয়, তার চেয়ে বেশী পাট উৎপন্ন হইয়া থাকিলে, চাষীরা ভাল রকম দমি পায় না। এই যুক্তিমাৰ্গ অবলম্বন করিয়া মোটামুটি মনে করা হইয়া থাকে, যে, যদি পাটের চাষ কমাইয়া উৎপন্ন ফসল কমাইতে পারা যায়, তাহা হইলে চাষীরা তাহদের