পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পেীম বিবিধ প্রসঙ্গ—প্রবাসা বঙ্গসাহিত্য সম্মেলন বিশ্ববিদ্যালয়ের কার্যনিৰ্ব্বাহক কৌন্সিলের সদস্ত ছিলেন । আগ্রা-বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবার পর তিনি ১৯২৭ হইতে ১৯৩৩ সাল পর্য্যস্ত দুই বীর আগ্রীর ফ্যাকন্টি অব আর্টসের জীন নিৰ্ব্বাচিত হন । ১৯৩১ সালে এডিনবরায় ব্রিটিশ সাম্রাজ্যের বিশ্ববিদ্যালয়-সকলের লে কংগ্রেস হয় তিনি আগে - বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরূপে তহঁতে ধোগ দিয়া ছিলেন । রাজপুতনা ও মধ্যভারতের উচ্চ বিদ্যালয় ও ইণ্টারমীডিয়েট শিক্ষা-যোর্ডের তিনি ১৯৩২ সাল হইতে সভাপতি আছেন । ইন্দেরে হেলিকার সিবিল সর্বি পরীক্ষা বোর্ডের সভাপতিত্বও তিনি ১৯৩২ সাল হইতে করিয়া অসি্ত:ছন । বর্তমান বৎসরে তিনি আগ্রা-বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলার নির্ধ্বাচিত হইয়াছেন । এক্ষণে তহরি বয়স ৪৪ বৎসর। ইংরেজীতে তিনি •*Indo-Aryan Polity,” “Economic Development of India,” “I’ rinciples of Economics,” & “Economic Condition of the Middle Class People in Calcutta.” fosoftgā ফ্রান্সের প্রসিদ্ধ হস্তরসিক নাট্যকার মেলিয়ার প্রণীত একখানি নাটক অবলম্বন করিয়া তিনি বাংলায় “কৃপণ” নামক একখানি নাটক লিখিয়ছেন ও প্রকাশ করিয়াছেন । ইহা প্রশংসিত হইয়াছে । ডক্টর বসু কলিকাতায় প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনের দ্বাদশ অধিবেশনে “বৃহত্তর বঙ্গ” শাখীর সভাপতি নিৰ্ব্বাচিত হইয়াছেন । প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলন অগ্রহায়ণের “প্রবাসী’তে আমরা কলিকাতায় প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনের দ্বাদশ অধিবেশনের কতকগুলি সংবাদ দিয়াছি । এই অধিবেশন সম্বন্ধে যে-কোন সংবাদ জানিতে হইলে ইহার সম্পাদক শ্ৰীযুক্ত সুরেশচন্দ্র রায়কে ৪৪।১, বৌবাজার ষ্ট্রীট, কলিকাতা, ঠিকানায় চিঠি লিখিতে হইবে । র্যাহারা প্রতিনিধি হইয়া আসিবেন তাহীদের প্রত্যেকের প্রবেশিকা পাঁচ টাকা করিয়া লাগিবে, প্রবাসী ছাত্র প্রতিনিধিদের তিন টাকা । প্রবাসী মহিলা প্রতিনিধিদিগকে কোন প্রকার চাদ দিতে হুইবে না। অভ্যর্থনী-সমিতি 38a) শ্ৰযুক্ত স্তর লালগোপাল মুখোপাধ্যায় প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনের সভাপতি । সমুদয় প্রতিনিধির বাসস্থান ও আহারের বন্দোবস্ত করিবেন । ডিসেম্বর হইতে ৩০শে ডিসেম্বর এই পাঁচ দিনের ব্যবস্থা করা হইবে। কে কবে কোন ট্রেনে আসিবেন, অনুগ্রহ করিয়া সম্পাদক মহাশয়কে জানাইবেন । প্রতিনিধিরা দয়া করিয়া বিছানা লেপ কম্বল ও মশারি অনিবেন । বঙ্গদেশের সাহিত্যিকদিগের দুই টাকা প্রবেশিক ও অভ্যর্থনা-সমিতির সভ্যবৃন্দের অনুন পাচ টাকা চাদ দিবার নিয়ম করা হইয়াছে। দর্শকদিগকে প্রথম দিনের জন্ত এক টাকা প্রবেশিক দিতে হইবে। অন্তান্ত দিনে তঁহাদিগকে কিছু দিতে হইবে না, আপাততঃ এই রূপ স্থির আছে ; কিন্তু স্থানাভাবের সম্ভাবন বুঝিতে পারিলে, কিছু প্রবেশিক লইবার বঙ্গোৰন্ত হইতে পারে । * ২৬শে