পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

86.8 沅 সকলের চেয়ে কুফল এই হইবে, যে, তাহ সমুদয় ভারতীয় লোককে উচ্চতর রাষ্ট্রীয় অবস্থায় উপনীত হইবার জন্ত সম্মিলিত ভাবে চেষ্টা করিতে বাধা দিবে। সুতরাং এখন যে মুসলমান ও “অবনত” হিন্দুর উল্লসিত হইয়াছেন তাহার জানিয়া রাখুন, সাম্প্রদায়িক বাটোয়ারা যত দিন আছে, তত দিন তাহার, অমুসলমান ও অনবনত হিন্দুদেরই মত দাস-জাতিরই অঙ্গীভূত থাকিবেন, স্বাধীন জাতি বলিয়া পরিচিত হইত পরিবেন না, এবং স্বাধীনতাস্থলভ জ্ঞানবত্তা, পৌরুষ ও বাণিজ্যাদি সন্থত ঐশ্বৰ্য লাভ করিতে পারি বন না—প্রভুর উচ্ছিষ্ট একটু বেশী করিয়া হয়ত পাইবেন। সমগ্রভারতের জন্য একীকৃত শাসনব্যবস্থা কি অসম্ভব ? ভারতবর্ষকে একত্ব দান ব্রিটিশ-শাসনের মহত্তম দান, এই দাবি জয়েন্ট পালেমেণ্টারী কমিটি করিয়াছেন। অথচ এই কমিটিই তাহদের রিপোর্টে অন্তত্র বলিতেছেন “A completely united Indian polity cannot, it is true, be established either now or, so far as human foresight can extend, at any time.” “ইহা সতী, যে, বর্তমান সময়ে অথবা, যত দুর পর্যন্ত মানবীয় ভবিষ্যদৃষ্টি যাইতে পারে, কোন সময়েই সম্পূর্ণরূপে একীকৃত শাসননীতি বা শাসনব্যবস্থা ভারতবর্ষের জন্য প্রতিষ্ঠিত হইতে পারে না ।” ইহা কি সত্য? ভারতবর্ষকে সত্য সত্যই যদি ব্রিটিশশাসন একত্ব দিয়াছে, তাহা হইলে এক শাসননীতি ও শাসনব্যবস্থা, বর্তমানে না-হউক, ভবিষ্যৎ কোন সময়েও কেন কল্পনাতীত ? মোগল-সাম্রাজ্যের জঁাকজমক ও প্রজাদের দারিদ্র্য জয়েট পালেমেন্টারী কমিটির রিপোর্টে মোগল সমজ্য সম্বন্ধে বলা হইয়াছে, যে, “The imperial splendour became the measure of the people's poνorty" “সাম্রাজ্যিক জাকজমক প্রজাদের দারিদ্রোর মাপকাঠি 防 ఏరి8S হইয়াছিল ।” অর্থাৎ সম্রাটদের জাকজমক যত বড়িতেছিল, প্রজাদের দারিদ্র্যও সেই পরিমাণ বাড়িয়া চলিয় ছিল। এইরূপ মন্তব্য অতীত ও বর্তমান সমুদয় সাম্রাজ্যর পক্ষে সত্য কিনা বলিতে হইলে সব সাম্রাজ্যের অধীন প্রজাদের অবস্থা পৰ্য্যালোচনা করিতে হয়। তাহ আমরা করি নাই। সুতরাং এমন কোন মন্তব্য প্রকাশ করিতে পারি না যাহা সকল সাম্রাজ্য প্রযোজ্য। তবে, ইহা দেখি তছি বটে, যে, ভারত-সাম্রাজ্যে শাসকদিগের জাকজমকের অভাব নাই। সীমাfজ্যক দরবার খুব ঘটার সহিত দিল্লীতে আগে হইয়া গিয়াছ । সম!ট পঞ্চম জজের রাজত্বকাল পচিশ বৎসর পূর্ণ হওয়া উপলক্ষ্যে আগামী বৎসর যে দরবার হইবে, ত হতে জাকজমকের অভাব হইবে না । ভারতবর্ষর লোকদের অবস্থা সম্বন্ধ মণ্টেগু-চেম্স্ফার্ড রিপোটে লিখিত gèiffa, co, “The immense mass of the people are poor, ignorant, and helpless far beyond the standard of Europe,” “effigotá fotos জনপুঞ্জ এরূপ দরিদ্র, হজ্ঞ ও অসহায় যে ইউ রাপে ত হার তুলনা মিলে না।” আব'র বর্তমান খ্ৰীষ্টীয় অব্দের গত নবেম্বর মাসে প্রকাশিত জয়েণ্ট পালমেণ্টারী কমিটির রিপোর্টে ভারতবর্ষ সম্বন্ধ লিখিত হইয়াছে, যে, “The average standard of living is low and can scarcely be compared even with that of the more backward countries of Europe,” “so এদেশের লোকদের বাসগৃহ, গ্রাসছিাদন ও চালচলন এমন গরিবান রকমের, যে, তাহীর সহিত ইউরোপের অধিকতর অনুন্নত দেশগুলার লোকদের সেই সমুদয়েরও তুলনা করা যায় না।” অথচ জয়েন্ট পালেমেণ্টারী কমিটির এই রিপোর্টেই অন্তত্ব বলা হইয়াছে, “... it can be claimed with certainty that in the period which has elapsed since 1858, when the Crown assumed supremacy over all the territories of the East India Company, the educational and material prûgress of India has been greater than it ever wis within her power to achieve during any other period. of her long and chequered history.” তাৎপৰ্য। “ভারতবর্ষের দীর্ঘ ও শবিপৰীৰে ।