পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8むも* &প্রবাসী5;} ఏ08S সাবিত্ৰী শিক্ষালয়ের অধ্যাপনা কাশিমবাজারের ব্রিটিশ গবন্মেণ্ট এই প্রস্তাব কার্য্যে পরিণত করিবেন। মহারাজার শিল্পবিদ্যালয়ের বাড়ি দুটিতে প্রাতঃকালে হয় বলিয়া এবং সেই জন্ত ইহার অধিকাংশ শিক্ষয়িত্রী ও শিক্ষক নামমাত্র বেতন কাজ করিতে পারেন বলিয়া ইহা চলিতেছে । ক্রমশঃ ইহাকে নিজস্ব বাড়ি ও ক্রীড়াক্ষেত্রের অধিকারী হইতে হইবে । তথন সকল সময়ে সেই বাড়িতে ইহার নানাবিধ কাজ চলিবে, এবং শিক্ষয়িত্রী ও শিক্ষকদিগকে যথোচিত বেতনও দিতে হইবে । কিন্তু যত দিন সে অবস্থা না ঘটে, তত দিন যে এই ভাবে ইহা চলিতে পারি.ব, ইহা সস্তোফের বিষয় । দেশের সর্বত্র, যেখানে যেখানে ছেলেদের বিদ্যালয় আছে ও তাঁহার বাড়ি আছে, সেইখানেই মেয়েদের বিদ্যালয়ের স্বতন্ত্র বাড়ি নিৰ্ম্মাণ করিবার বা ভাড়া লইবার এবং পূর্ণ বেতনে শিক্ষয়িত্রী ও শিক্ষক নিযুক্ত করিবার টাকা না-থাকিলে, সাবিত্ৰী শিক্ষালয়ের মত বন্দোবস্তে প্রাতঃকালে ছেলেদের বিদ্যালয়ের গৃহে মেয়েদের বিদ্যালর চালান উচিত । এই প্রকারের নানা উপায় অবলম্বিত না হইলে আমাদের দরিদ্র দেশে বালিকাদের মধ্যে শিক্ষার বিস্তার হইতে বহু বিলম্ব ঘটিব । “বিশ্বকোষ” প্রাচ্যবিদ্যামহীর্ণব ঐযুক্ত নগেন্দ্রনাথ বস্থ কর্তৃক সঙ্কলিত “বিশ্বকোষের” দ্বিতীয় সংস্করণ বাহির হইতেছে । ইহার প্রথম ভাগের ত্রয়োদশ সংখ্যা পর্য্যস্ত আগে বাহির হইয়াছিল। তাহার পরিচয় আগে প্রবাসী’র কোন কোন ংখ্যায় দিয়াছি। সম্প্রতি চতুর্দশ ও পঞ্চদশ সংখ্যা পাইয়াছি। এই দুই সংখ্যার ৪১৭ হইতে ৪৮৪ পৃপ পর্য্যন্ত আছে। এই দুই সংখ্যাও পূৰ্ব্ব পুৰ্ব্ব সংখ্যার মত নানা জ্ঞতবা বিঘরে পুর্ণ। অবিশুক-মত চিত্রও ইহাতে দেওয়া হইয়াছে। ইহা সম্পূর্ণ হইলে বাংলা ভাষার একটি বিশিষ্ট সম্পদ বলিয়া পরিগণিত হইবে, তাহাতে সন্দেহ নাই । ভারতবর্ষ হইতে ব্রহ্মদেশ পৃথকৃ-করণ জয়েণ্ট পালেমেণ্টারী কমিটির রিপোটে ব্রহ্মদেশকে ভারতবর্ষ হইতে আলাদা করিয়া ফেলিযর প্রস্তাব অাছে। ব্ৰহ্মদেশীয়দের অধিকাংশ রাজনৈতিকজ্ঞানবিশিষ্ট লোক এই বিচ্ছেদের বিরোধী, কতক লোক ইহার সপক্ষে । ব্রহ্মপ্রবাসী ভারতীয়েরাও ইহার বিরোধী। যদি কেবল র্তাহারাই ইহার বিরোধী হই তন, তাহা হইলে মনে করা যাইত পারিত, যে, তাহরণ কেবল নিজেদের স্বার্থধুদ্ধি হইতে বিরোধিতা করিতেছেন । কিন্তু ব্ৰহ্মদেশীয় বহু শিক্ষিত লোেকও ভারতবর্ষ ও ব্রহ্মদশের বর্তমান মিলিত অবস্থার পক্ষপাতী হওয়ায় বুঝা বাইতেছে, যে, এই মিলনে ভারতবর্ষ ও ব্রহ্ম উভয়েরই লাভ আছে । এই দুই ভূখণ্ডকে আলাদা করিয়া দিলে ইংরেজদের তাহ শোষণ করিবার সুবিধা বাড়িবে। বৰ্ত্তমান ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ব্ৰহ্মপ্রবাসী ভারতীয়ের একটি কনফারেন্সে ব্রহ্ম-বিচ্ছেদের কুফল আলোচনা ও তােহর বিরুদ্ধে আন্দোলনের বন্দোবস্ত কfরবেন। ভিক্ষু উত্তমকে হিন্দু মহাসভার সভাপতি নির্বাচন প্রস্তাব ভিক্ষু উত্তমকে হিন্দু মহাসভার আগামী অধিবেশনের সভাপতি নির্বাচন করিবার প্রস্তাব হইয়াছে। হিন্দু মহাসভার সংজ্ঞা অনুসারে, যে-কেহ ভারতবর্ষঙ্গতি কোন ধৰ্ম্মে বিশ্বাস করেন, তিনিই হিন্দু। এই সংজ্ঞা অনুসারে ভিক্ষু উত্তমকে সভাপতি নিৰ্ব্বাচন করিতে বাধা নাই । তিনি শিক্ষিত ব্যক্তি এবং ভারতবর্ষীয় কোন কোন ভাষাও জানেন—তাহাকে বাংলা বলিতে শুনিয়াছি। বৌদ্ধ ও হিন্দুদের মধ্যে কৃষ্টিমূলক মিলনের তিনি পক্ষপাতী। বহু দুঃখভোগ ও স্বর্থত্যাগ তাহীর মনুষ্যত্ব প্রমাণিত করিয়াছে । 38 সিংহলের শিল্পবিভাগে বাঙালী নিয়োগ বঙ্গীয় শিল্পবিভাগের প্রযুক্ত করুণাদাস গুহ সিংহলগবন্মেন্টের শিল্প-বিভাগে বর্ষিক ৮,৪০০ টাকা বেতনে श्रब्रभ**ाउ निषूङ श्sicझ्न । उिनि बाक, भशैशूब ४ ইংলণ্ডে শিক্ষালাভ করেন। জাৰ্ম্মেনীতেও তিনি অনেক 3