পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যম্ শিবম্ সুন্দরমূ” “নায়মাত্মা বলগীনেন লভাঃ” ৩৪শ ভাগ } ২য় খণ্ড মাঘ> ২৩৪১ } ৪র্থ সংখ্যা (2) রবীন্দ্রনাথ ঠাকুর দেহের মধ্যে বন্দী প্রাণের ব্যাকুল চঞ্চলত দেহের দেহলীতে জাগায় দেহের অতীত কথা । খাচার পার্থী যে বাণী কয় সে তো কেবল খাচারি নয়, তারি মধ্যে করুণ ভাষায় সুদূর অগোচর বিস্মরণের ছায়ায় আনে অরণ্য মৰ্ম্মর ॥ চোখের দেখা নয় তো কেবল দেখারি জাল-বোনা, কোন অলক্ষ্যে ছাড়িয়ে সে যায় সকল দেখাশোনা। শীতের রৌদ্রে মাঠের শেষে দেশ-হারানো কোন সে দেশে দিলয়ের ইতিলীন উধাও কলোকে।