পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাঘ cছাটনাগপুরে সাহিত্য-সেৰণর উপাদান 3WՆն কোন অস্ত্র-শস্ত্র ছিল না । আদিমানব স্বাভাবিক অস্ত্র ব্যবহার করিত, অর্থাৎ নিজের হাত পা নখ এবং গাছের ডাল বা পাথরের টুকরাই তাঁহার একমাত্র অস্ত্র ছিল । হয়ত জলস্রোতে ঘষিয়া কিংবা নৈসর্গিক কোনরূপ চাপে ছুঁচালো বা তীক্ষ ধারযুক্ত দুই-চারখানা পাথর দেখিয়া কোন আদিম মানবের মনে প্রস্তরখণ্ডকে কৌশলে ভাঙিয়া বা ঘষিয়া ধারাল করিবার কল্পনা প্রথমে উদিত হয় । এই প্রথম মানব-হস্তনিৰ্ম্মিত শিলা-অস্ত্রগুলির উষা-শিলা (Bolith) নাম দেওয়া হইয়াছে। এইরূপে মানব-সভ্যতার বিকাশ আরম্ভ হইল। ক্রমে এক-একথানা পস্তরখণ্ড অন্স প্রস্তরের দ্বারা বিশেয আকারে ভ'fডয়! লইয়া কিনারাগুলি সেই রূপে চিলিয়া (chipping) ও ধার-যুক্ত করিয়া বিশেষ আদর্শ (pattern) অন্তসায়ী আদিম মনবেরা কৃষ্ঠারফলক প্রভৃতি নিৰ্ম্মাণ করিতে লাগিল । এ রকম ফলকযুক্ত ছিল (chipped) বা অসমান (rough) প্রস্তরাস্তু বহু সহস্ৰ বৎসর যাবৎ ব্যবহৃত হইত। ঐ যুগকে পুরাতন প্রস্তর* ( Rough Stone Age xii Palaeolithic Age ) <>t হয়। তার পর ক্রমান্বয়ে গঠন-প্ৰণালীর ও নমুনার উন্নতি ও কার্যোপিবোগিতা ও সৌন্দর্য্যের উৎকর্ষ অনুসারে WH-2Rojo Mesolithic Age) & নূতন প্রস্তর-যুগ (Neolithic Age)-এর উদ্ভব হইল। এই যুগ পাথরের ধার অন্ত পাথরে ঘষিয়া করা হইত ;–ছিলিয়া নয় । এইরূপে আবার কত সহস্ৰ বৎসর কাটিল ; সভ্যতার স্ফুরণ মন্দ গতিতে চলিতে থাকিল । তার পর মাত্র কয়েক সঙ্গস্ত্র বৎসর হইল তামের এবং পরে ব্রোঞ্জের ( টিনমিশ্রিত তামার ) আবিষ্কার হইল। আর পাথরের অস্ত্রের অনুকরণে তামার অস্ত্রাদি প্রস্তুত হইতে সুরু হইল । প্রথম প্রথম কিছুকাল প্রস্তরাস্ত্র ও তাম-অস্ত্র দুই-ই ব্যবহার হইতে Alfon : à sitt zfa-zigą-Hsi (Chalcolithic Age) নাম দেওয়া হইয়াছে। পরে, ভারতের বিমিশ্র তাম-যুগ ও ইউরোপের ব্রোঞ্জ-যুগ । যখন আর্য্যেরা ভারতে প্রথম আগমন করেন তখনও হয়ত ভারতে তাম-যুগ শেষ হয় নাই ; সম্ভবতঃ তখন তাম্র ও লৌহ যুগের সন্ধিকাল । কারণ, ঋগ্বেদে যে “অয়সে’র উল্লেখ আছে তাহীকে কোন কোন পণ্ডিত তামা অর্থে গ্রহণ করেন । সৰ্ব্বশেষে লোহার ব্যবহার আরম্ভ হইল। এই লৌহযুগকেও দুই ভাগে বিভক্ত করা হয় ; প্রথম বিভাগ পুরাতন ८लोश्-शूं (Early Iron Age) 8 soft, নূতন লৌহ-যুগ (Laler Iron Age) -ston of efoo # 1 on of Tāl এই নূতন লৌহ-যুগে আছি । একটি জুয়াঙ্গ গ্রাম ২ । নৃতত্ত্ব প্রসঙ্গে আর্যাদের আগে ভারতে পর-পর কোন কোন জাতি আসিয়াছিল, সে-সম্বন্ধে দুই-এক কথা বলা বোধ হয় অসমীচীন হইবে না । নৃতত্ত্ববিৎ পণ্ডিতদের অনেকেই অইমন করেন যে, সৰ্ব্বপ্রথমে ক’লে, বেটে বৰ্ত্তমান আন্দামানবাসী কিংবা মেলেনেসিয়াবাসী নেগ্রিটেদের মত এক বা বহু জাতি ভারতের অধিবাসী fছল । তাহরাই ভারতের পুরাতন প্রস্তর-যুগের অস্ত্রশস্ত্র নিৰ্ম্মাণ করিয়াছিল। তাহারা মুগয়ালব্ধ পশুপক্ষী বা বঙ্গ ফলমূল থাইয়া জীবনধারণ করিত। এখন ভারতের qßfq zit& G| <ff9fa (Kadar), èaff=1 (Urali) প্রভৃতি জাতি আছে, তাহারাই ভারতের সেই সৰ্ব্বপ্রথম অধিবাসীদের, অমিশ্র না হইলেও বিমিশ্র (remnants) বংশধর । তার পর বর্তমান মুণ্ডা-গোষ্ঠীর জাতিদের পূৰ্ব্বপুরুষেরা ভারতে আসে । কোথা হইতে এবং কোন পথে আসে সে-সম্বন্ধে পণ্ডিতদের মতের অমিল আছে । আগেকার নৃতত্ত্ববিৎ পণ্ডিতেরা মনে করিতেন এবং এখনও কোন কোন পণ্ডিত মনে করেন, তাহারা ভারতের উত্তর পূৰ্ব্ব দিক হইতে ব্ৰহ্মদেশ ও আসাম হইয়া এ-দেশে এহ