পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছোটনাগপুরে সাহিত্য-সেবার উপাদান $US দল গুজরাটে অবস্থান করে ; এক দল আরব-উপসাগরের উপকূল দিয়া দক্ষিণ দিকে মহীশূর, কুর্গ প্রভৃতি প্রদেশে যায় ও আর এক দল মধ্যভারত ও বিহারের পূর্ব প্রাস্ত হইয়া বাংলা দেশে যায়। ইহারাই গুজরাট, মহারাষ্ট্র ও বাঙালী জাতির পূর্বপুরুষ। ‘ঘোষ মিত্র নাগ পাল প্রভৃতি কয়েকটি পদবী বাঙালী কায়স্থদের মধ্যে এবং গুজরাট নগর-ব্রাহ্মণদের মধ্যেও দেখা যায় । ইহা হইতে এরূপ অনুমান হয়ত অসঙ্গত হইবে না যে আর্য্যদের সঙ্গে সংমিশ্রণের পূৰ্ব্বে বাংলা দেশের কায়স্থগণ বাঙালী সমাজে এবং গুজরাটের নগর-ব্রাহ্মণের গুজরাট সমাজে শ্রেষ্ঠ আসন অধিকার করিত ; সম্ভবতঃ বাংলা দেশে রহ্মিণ্যধৰ্ম্ম ও জাতিভেদ সংস্থাপিত হইবার পর তখনকার সৰ্ব্বোচ্চ শ্রেণীর বাঙালীদের মধ্যে র্যাহীরা ঘজন-বাজন করিতেন তাহারা ব্রাহ্মণশ্রেণীভূক্ত হইলেন, আর ঐ সৰ্ব্বোচ্চ শ্রেণীর মধ্যে যাহারা বৈষয়িক ব্যাপারে লিপ্ত ছিলেন তাহারা কায়স্থ পদবাচ্য হইলেন। বর্তমান কায়স্থ জাতির পূর্বপুরুষদের এক দল জ্ঞাতি বা স্বশ্রেণী ছাড়াও কান্তকুঞ্জ প্রভৃতি হইতে আগত কতিপয় আর্য্য ব্রাহ্মণ-বংশ ও এই উভয়ের সংমিশ্রণসস্তুত বংশগুলি মিলিয়া বাঙালী ব্রাহ্মণের উদ্ভব হয় । ভারতের নৃতত্ত্ব সম্বন্ধে সরকারী তদন্তে রিজ,লি সাহেবের Anthropometrical measureinents-sag nto zēts জানা গিয়াছে যে, পূৰ্ব্ববঙ্গের ও পশ্চিম-বঙ্গের ব্রাহ্মণদের Average Cephalic index 3j 3* 351 ab- « g«i* বাংলা দেশের কায়স্থদের মাথারও ঠিক ঐ মাপ ( ৭৮২ ), কেবল নাসিকার মাপ বাঙালী কায়স্থ এবং পূর্ববঙ্গের ব্রাহ্মণ দুয়েরই গড়পড়তা ৭০৩ অর্থাৎ লম্বা ও সরু ; কিন্তু পশ্চিমবঙ্গের ব্রাহ্মণদের গড়পড়ত ৭১-৯ অর্থাৎ ঈষৎ বেশী মোটা নীক । পরে কোন কোন নৃতত্ত্ববিৎ যে মাপ করিয়াছেন তাহাতে কিছু পার্থক্য দৃষ্ট হয় । সে যাহা হউক, বঙ্গদেশের কায়স্থ, ব্রাহ্মণ ও বৈদ্যদের মধ্যে দৈহিক গঠনে বা সহজ -মানসিক ক্ষমতায় বা সংস্কৃতিতে বিশেষ কোন প্রভেদ দেখা शtश्न न| | অষ্ট্রিক ভাষাভাষী মুণ্ডাগোষ্ঠীয় জাতি, মেডিটারেনিয়নগোষ্ঠীয় দ্রাবিড়ভাষী অনুর জাতি ও আলপাইন-গোষ্ঠীয় জাতিগুলি ছাড়া ভারতে আর একটি প্রধান জাতি جسمسمصدرجة মোঙ্গোলীয় গোষ্ঠীর । ঐতিহাসিক যুগেই . ইহাদের অধিকাংশ উত্তর-পূৰ্ব্ব অভিমুখ হইতে আসামে এবং সামান্ত কতক হিমালয়ের উত্তর দিক হইতে হিমালয়ের দক্ষিণ-পাদমূলে আসিয়া উপমিবেশ স্থাপন করে। উত্তরপূৰ্ব্ব হইতে মোঙ্গোলীয়দের আগমন এখনও একেবারে ক্ষস্তি হয় নাই। আসামের অধিকাংশ অধিবাসী ইহাদের বংশসস্তৃত ; উত্তর-বঙ্গের কোচ জাতি এবং উত্তর-বিহারের থাড়, জাতির মধ্যে মোঙ্গোলীয় রক্তের সংমিশ্রণ দেখা যায়। রিজলি-প্রমুখ সাবেক নৃতত্ত্ববিদেরা বাঙালী জাতির যে মোঙ্গোলিয়ান ও দ্রাবিড় জাতির সংমিশ্রণে উৎপত্তি নির্দেশ করেন তাহা ভ্ৰমাত্মক বলিয়া অাধুনিক নৃতত্ত্ববিদেরা স্থির করিয়াছেন । পরিশেষে সম্ভবতঃ খৃষ্টপূৰ্ব্ব দ্বিতীয় কি তৃতীয় সহস্ৰকে, হয়ত বা তৎপূৰ্ব্বেই, আর্যজাতি উত্তর-পশ্চিম দিক হইতে ভারতে আগমন করেন । প্রথমে পঞ্চনমতীরে, আর্য্যদের সঙ্গে ভারতের অফুর ( Mediterranean ) জাতির সংঘর্ষ হইল । স্বর-দেবতার উপাসক আর্য্যের উত্তর-ভারতের এই আর্যদেবদ্বেষী মেডিটারেনিয়ন জাতিদের ‘অঙ্কুর’ নামে অভিহিত করেন । সিন্ধু-উপত্যকায় মহেঞ্জোম্বাড়ো ও হারপ্লিী প্রভৃতি স্থানের অসুরের কোন অজ্ঞাত কারণে তৎপূৰ্ব্বেই লুপ্ত হইয়াছিল এরূপ অনুমিত হয়।. মুগুl, সাওতাল প্রভৃতি মুণ্ডগোষ্ঠীর মধ্যে যে অপেক্ষাকৃত উন্নত জাতিরা শোণ-নদ ও গঙ্গা, যমুনা প্রভৃতি মদীর উপত্যকায় তখন বাস করিত তাহারাও আর্যদের তাড়নায় ক্রমে পূৰ্ব্বে ও দক্ষিণে সরিয়া যাইতে লাগিল । উত্তর-ভারতের পঞ্জাব হইতে মগধ পৰ্য্যস্ত মেডিটেরেনিয়ন-গোষ্ঠীর যে-সব অসুর আর্য্যদের আগমনের পূৰ্ব্বে আধিপত্য করিত তাহার ক্রমে ক্রমে আর্য্যদের নিকট পরাভূত ও কতক বশীভূত হইয়া কালে নিজেদের স্বাতন্ত্র্য হারাইয়া ফেলিল। অনুমান হয় যে, তাহাঁদের মধ্যে উচ্চবংশীয় কতকগুলি পরিবার আর্য্যদের সঙ্গে সংমিশ্রিত হইয়াছিল ; কতক বা পূৰ্ব্ববর্তী আলপাইন জাতিদের মধ্যে মিশিয়া গেল। আর নিম্নস্তরের অমুরের মুণ্ডা-গোষ্ঠীর জাতিদের মধ্যে লীন হইয়া গেল । সম্ভবতঃ এই অমুর জাতিরই একটি প্রশাখা প্রাগৈতিহাসিক যুগ হইতেই ছোটনাগপুরের পাৰ্ব্বত প্রদেশে অধিষ্ঠিত :