পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ98S আমাদের দলের কয়েক জন অপর গোষ্ঠীর সহিত ঝগড়া বাধাবার, বা শত্রত করবার অবসরই পায় না । সাধারণতঃ স্বগোষ্ঠীয়দের ভিতর ঐক্য সহজেই স্থাপিত হয়, কারণ প্রত্যেক গোষ্ঠীর “জিরগা” বা সমিতি সৰ্ব্বদ শান্তিরক্ষার চেষ্টা করে । পাঠান দুনিয়ায় ভয় ও শ্রদ্ধা করে একমাত্র তাদের মোল্লাদের ও ধৰ্ম্মে বিশ্বাস তাদের প্রগাঢ় । কতকগুলি ক’রে মোল্লা থাকে, তারা যেমন গোড়ী, তেমনই পৰ্ম্মস্কি—তাদের প্রতিপত্তিও অপরি.ময় । তাদের প্ররোচনীয় ধন্মের নামে সীমাস্তে কত মে বিদ্রোহ ও রক্তপাত আজ অবধি হয়েছে তার ইয়ত্তা নষ্ট । সীমাস্তবাসী ধৰ্ম্মযুদ্ধের জন্ত প্ৰাণত্যাগ করতে কাতর হয় না ! কাজেই মোল্লার তাদের একাধারে পুরোহিত ও নেতা । অমর একটি বিষয় সকলে লক্ষ্য ক’রে বিস্মিত হয়েছিলাম সেটা হচ্ছে এই যে, কোন পাঠানকে আমরা বন্দুক-ছাড়া দেখি নি। প্রত্যেকের নিজস্ব বন্দুক বা রাইস্কুল আছে। যারা অর্থশালী ‘মালিক তাদের পিস্তলও থাকে । এগুলি তাদের শ্রেষ্ঠ সম্পত্তি রূপে বিবেচিত হয় । ছোট ছোট ছেলেদের হাতেও বন্দুক দেখলাম । মিষ্টার আবদুল বাকী থা বললেন আজকাল পাঠানরা এমন-সব বন্দুক নিজের তৈরি করছে, যা বিলাতী বন্দুকের চেয়ে কোন অংশে নিকৃষ্ট নয় । আমাদের দলের একটি ছাত্র কয়েকটি পাঠানের সহিত আলাপ করে তাদের বন্দুক পরীক্ষা করলে। তার মুখে৪ শুনলাম যে এত বড় চোণ্ডু ও ছিদ্র-যুক্ত রাইফুল সে কখঞ্জ দেখে নি । আগে এ-দেশের লোকে সাধারণতঃ ব্রিটিশ প্রত্যেক গোষ্ঠীর মোল্লাদের একটি কথায় সেনাদলে ভক্তি হয়ে বন্দুক চুৰি করত, বা সুযোগ পেলে লু) করত । সামরিক-বিভাগে বিশেশ সতর্কতা অবলম্বিত হওয়ায় পাঠানরা পারস্ত উপসাগর থেকে আন বন্দুক অসম্ভব রকম মূল্য দিয়েও কিনতে আরম্ভ করে । সম্প্রতি অনেকে নিজের বন্দুক ও রাষ্টমূল প্রস্তুত করছে। মি. আবুল বাকী খাঁ নিজে একটি বন্দুকের কারখানা দেখেছেন বললেন । ডাক্তার ঘোঘ মহাশয়ও এই রকমের কারখানা অনেকগুলি জানেন বললেন । তিনি আমাদের একটি Lদ ঋবিfর জন্তও প্রস্তুত ছিলেন, তবে সময় ভাবে ? বিপজ্জনক ব’লে তামাদের তা দে । সম্ভব হয় নি । সন্ধ্যার পূৰ্ব্বেই আমরা জামরুদের অফিদি পাঠান ফটক পার হয়ে হাফ ছেড়ে বঁiচলাম নিরাপদে ওঁ বাহাল-তবিয়তে ফিরে আসার আনন্দে । তার পর সকলে নথন শ্রীস্ত ও অবসন্ন অবস্থায় বাসায় এসে উপস্থিত হলাম, তখন শুধু এই কথাই মনে হয়েছিল যে, এমন দিনের স্মৃতি মনের মণিকোঠায় চিরদিন সঞ্চিতথাকবে । মীমস্তি-রক্ষণ-নীতির মে :চিরন্তন ও বিচিত্র সমস্তার কথা এত দিন কেবল বইয়েই পড়া ছিল, সে-সম্বন্ধে বাস্তবেঃ সহিত আংশিক পরিচয় কম লাভের কথা নয় ।