পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মামা এই কোম্পানীকে সাফল্যমণ্ডিত করিতে না-পারি তাহা হইলে আমার এই মস্তকের টুপি সুবর্ণরেখার জলে ভাসাইয়া দিয়া চলিয়া যাইব ।” তৃতীয়, সন্তোষ ভট্টাচাৰ্য্য,— এস. ভট্টাচারীয় নামে পরিচিত—এই কোম্পানীর গঠনমূলক কার্যের ছিলেন অক্লািস্তকক্ষ অগ্রদূত । বাস্তবিকই যত দিন এই কোম্পানীর অস্তিত্ব বজায় থাকিবে তত দিন পর্য্যন্ত এই তিনটি লোকের হাতের ছাপ ইহার প্রত্যেক ; কার্য্যের ও কার্য্যপ্রণালীর উপর অক্ষয় হইয়া বিরাজ করিবে । রোলিং মিলের একটি কারনেস ও তাহার বামপাশ্বে ফ্লেপিং মেশিন যাহা হউক, ইহার প্রায় দেড় বৎসর পরে এই তামার কারখানার পাশেই রোলিং মিল নামে আর একটি সুবৃহৎ কারখানা স্থাপিত হইল। পিতল ও পিতলের শিট তৈরি করিবার জন্তই এই যন্থটির পরিকল্পনা এবং এই সময়েই ভারতে সৰ্ব্বপ্রথম পিতলের শিট এই কারখানায় প্রস্তুত হইতে আরম্ভ হয় । ইহার পর ১৯৩১ সালে কেম্পনীর টেক্‌নিক্যালবিভাগের কাজ “দি নিউ কনসোলিডেটেড গোল্ড ফিল্ড, সাউথ, আফ্রিকা লিমিটড" নামীয় একটি কোম্পানীর উপর গুস্ত হয় এবং অদ্যাবধি উক্ত কোম্পানীরই তত্ত্বাবধানে করপোরেশনের কাজ চলিয়া আসিতেছে । যাহাতে তামা ও পিতলের প্রজনন-ক্রিয়া বর্তমানের চেয়ে শতকরা ৫০ ভাগ বৃদ্ধি পায়, এই আশায় কোম্পানী পুনরায় প্রায় ষোল লক্ষ সত্যটি হাজার টাকা ঋণ গ্রহণ করিয়াছে। ১৯৩৩ সালের অক্টোবর মাসে কারখানার এই ক্রমবর্ধমান অংশের নিৰ্ম্মণ কাৰ্য্যের সিংডুমের তাম্রখনি (NS পরিসমাপ্তি ঘটে । এক্ষণে এই কোম্পানীর সর্বসমেত মুলধনের পরিমাণ দাড়াইয়াছে প্রায় এক কোট কুড়ি লক্ষ টাকা । এই কারখানাটি স্থাপিত হইবার পর হইতে উৎপন্ন পণ্যের একটি তালিকা নিয়ে প্রদত্ত হইল :– সাল খনি হইতে উত্তালিত বিশুদ্ধ তামার পিতলের তাম্র-প্রস্তর ইন্‌গট, শিষ্ট টন্‌ प्लेन् प्लेन् ఫిని స ৭৩৫১৯ ృ్సులి( o నVరి 5 'ף את ב' צb ף સ્વ ૪૧ 8 Գ է, నల్ని ১ 882 ৫০ 8 డా లిన ۹ نهریاری సెలి:R ››¢:Sፃፃ 888ළු ○ 88● సెళర్సిరి yRురి vවාදළුණ 88* o ৯ মাস মোট ৬৩১,৭৯৬ 3లి,సి(t: :8,R) d রোলিং মিল ফাউন্থিতে—"ব্লম’ (পিতলের ব্লক) তৈরি করিবার জষ্ঠ গালিত ও ফুটন্ত পিতল পরিপূর্ণ একটি মুচি ইলেকটিক ক্রেনের দ্বারা চালিত হইতেছে । এক্ষণে গড়পড়তা হিসাব করিয়া দেখিতে গেলে, বৎসরে পচানব্বই লক্ষ তেত্রিশ হাজার সাত শত তেইশ