পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BBDD DBB BBB BBBB BBBB BB S BBBBS BBBBS BBB BBBBBS BBB BBSBBBBBS BBSBBD DBD টাকার পিতলের শিট, এবং সাতষটি লক্ষ পনর হাজার সাত শত বিয়াল্লিশ টাকার তামার ইন্‌গট, উৎপন্ন হইতেছে, অবশু ৯১৪১ টন তামা বাদে যাহা পিতল তৈরি করিতে খরচ হইয়া থাকে। এইবার মোষবিনীর খনি হইতে উত্তোলিত তামপ্রস্তরগুলি কি উপায়ে মৌভাণ্ডারের কারখানায় আনীত হইতেছে সে-সম্বন্ধে কয়েকটি জ্ঞাতব্য তথ্য সংক্ষেপে উল্লেখ করিব । প্রথমতঃ তাম্র-প্রস্তরগুলি প্রাইমারী ক্রশিং প্ল্যাণ্টে চুৰ্ণীকৃত হইয়া বেণ্ট কনভেয়ারের দ্বারা এরিয়্যালু রোপওয়ের ‘বিনে আসিয়া সঞ্চিত হয় । তার পর সেগুলি বড় বড় ঝুলন্ত বালতিতে বোঝাই হইয়। এরিয়্যাল রোপের সাহায্যে ছয় মাইল দূরবর্তী মৌভাণ্ডারের ওর-বিনে আসিয়া পড়ে। পরে কন্‌ভেয়ার-বেণ্ট সেগুলিকে কনসেন্টেশন মিলে আনিয়া দেয় । মোযাবনীর খনির উপরিভাগে ইলেকটিক হয়েষ্ট, ক্রশিং প্ল্যান্ট, কমপ্রেসূড়, এয়ার প্ল্যাণ্ট, ড্রিল শাপেনিং প্ল্যান্ট, ওয়ার্কশপ ও ফাউণ্ডি, এই কয়েকটি বিভাগ আছে । এই যন্ত্রপাতিগুলি বৈদ্যুতিক শক্তির দ্বারা মৌভাণ্ডারস্থ কারখানার পাওয়ার হাউস হইতে এগার হাজার ভোল্ট, দুইটি লাইন দ্বারা সঞ্চালিত হইয়া মোষীবনী খনির যন্ত্রগুলিকে সচল করিয়া রাখে। এখন মোয়াৰুনী ও ধবানী প্রায় পাশাপাশি দুইটি খনিতে কাজ চলিতেছে । এক জন সাহেব মাইন-সুপারিনটেনডেন্ট, নিযুক্ত আছে এতদঞ্চলের খনিসংক্রাস্ত যাবতীয় কার্য পরিচালনার জন্ত । তাহার অধীনে মেকানিক্যাল এঞ্জিনিয়ার, ইলেকটি শিয়ান, মাইনার, ডাক্তার প্রভৃতি ২৮ জন দেশীয় ও বিদেশীয় শিক্ষিত কৰ্ম্মচারী ও প্রায় ২৩০০ জন দেশীয় শ্রমিক নিযুক্ত আছে । টন্‌ হইতে ১০০০ টন পৰ্য্যস্ত তাম-প্রস্তর দৈনিক পনি হইতে উত্তোলিত হইয়া থাকে ।

  • У о о

পাওয়ায় প্ল্যান্টে টারবাইনের দৃষ্ঠা এই প্রস্তরগুলি এরিয়্যাল রোপওয়ের সাহায্যে মৌভাণ্ডারস্থ কারখানার ওর-বিনে আসিয় পড়ে। তার পর কনভেয়ার-বেন্টের দ্বারা “হার্ডিঞ্জ-বল্‌ মিলের মধ্যে আপনাআপনি উপনীত হয় এবং এই চূর্ণ প্রস্তরগুলি এই