পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ു് পরলোকে সঙ্গীতজ্ঞ হরিমোহন বন্দ্যোপাধ্যায়— বঙ্গের শ্রেষ্ঠ যন্ত্রসঙ্গীতকলাবিদগণের মধ্যে বহরমপুরের হরিমোহন ন্দোপাধ্যায় মহাশয় অন্যতম । ইউরোপীয় সঙ্গীতকে বাংলায় এবং iাংলা সঙ্গতিকে ইংরেজ স্বরলিপির দ্বারা নূতন ভঙ্গীতে রূপান্তরিত rরয় তিনি অদ্ভূত কৃতিত্বের পরিচয় দিয়াছিলেন। ভারতীয় ইংরেজণের সঙ্গীতের আসয়ে তাহার যন্ত্রসঙ্গীত সাধনার নূতন ভঙ্গা উরোপীয় সঙ্গীতকলাবিৎ ও দেশীয় রাজষ্ঠবর্গকে মুগ্ধ করিত । হরমপুরের অনেক উচ্চ শ্রেণীর ইংরেজ রাজপুরুষকে তিনি তাহার বিভাবে প্ৰবৰ্ত্তিত যন্ত্রসঙ্গীত শিক্ষ। দিয়াছিলেন, সেই সব ইংরেজ গত্ৰগণের দ্বারা তাহার নাম স্বদূর ইউরোপেও বিস্তৃত হইয়াছিল। হারাজ মণীন্দ্রচন্দ্র, রাজা জগৎকিশোর এবং শ্ৰীবনবিহার সেন এই ঠন জন উহাকে বিশেষ সাহায্য করিয়াছিলেন । বহরমপুরের বিখ্যাত এমেচার কনসার্ট পার্টি"র তিনি একমাত্র প্রধান শিক্ষক ও কর্ণধার দত্ত সী"ত্ত% }ে শ্ৰেষ্ঠ যন্ত্রসঙ্গীত সঙ্ঘে concert party ) তিনি অনেক বার ভারতীয় সঙ্গীতকলা শিক্ষ। দিবার জন্ত আহত হইয়াছিলেন। গত ২১শে ডিসেম্বর তিনি দেহত্যাগ করিয়াছেন। সাইকেলে মেয়েদের বদ্ধমান যাত্রা— কলিকাতা ছাত্ৰীসজোর উদ্যোগে শ্ৰীমতী আভা দে, শ্ৰীমতী বিজলী মিত্র ও শ্ৰীমতী গীতা পাল ইহার শিক্ষক প্রযুক্ত অমুল্যকুমার ঘোষের তত্ত্বাবধানে সম্প্রতি সাইকেলে বৰ্দ্ধমান যাত্র করেন । বৰ্দ্ধমান কলিকাতা হইতে চুয়াত্তর মাইল। এই দীঘপথ গমনে ছাত্রীদের কোনই কষ্ট হয় নাই । ছাত্রাসজোর মেয়ের ছাড়া এপয্যন্ত আর কেহ সাইকেল যোগে এত পথ গমন করেন নাই । আলপনা-চিত্রে প্রতিযোগিতা— বগুড়া হইতে শ্ৰীযুক্ত ননীগোপাল দাস লিখিতেছেন— আলপনা-চিত্র - (১) কুমার ইশির বহু—প্রথম, (২) কুমারী পারুল খাসূনৰিশ-দ্বিতীয়, (৩) কুমারী লাল ཕུ་ཐཱན་མ་ར་ཊི་ཨེན་ ছলেন। বর্মীয় সাহিত্য সম্মিলনের প্রথম অধিবেশনের সভাক্ষেত্রে তিনি কৰি সম্রাট রবীন্দ্রনাথকে—“অগ্নি ভুবনমনোমোহিনী"র ইংরেজী শিনের S DDDDD DD DDDDDDDD DDD C BBB BBB DD BBS BBB SBBBBS جون سلسيد جة جه “অপ্রয়োজনের আনন্দে মানুষ যা গড়ে, সেখানে মেলে তায় শিল্প ও পরিচয় । অtয় এই সকলাক্ষেত্রে মেয়েদের প্রতিভায় বিবাহে, ব্ৰতকথায়, ব্ৰতম্বতে],