পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RS হ’তে পেরেছিল । তিনি বললেন, আমি তাতাকে দু-তিন বছর শেখাতে চেয়েছিলাম, কিন্তু কলিকাতা হ’তে তিনি জেনেছেন, ছ-মাস থেষ্ট । আমি এই আশঙ্কা কর্যেছিলাম । ব’ললাম, ‘রাজা আমি জানতাম না, আপনি কল-তীৰ্তী চান ! আমি মানু্য-ষ্ঠাতী চিস্ত করেছি। কল-তাতী অনেক আছে । আপনার তাতীশালা চলবে না ।” পরে শুনেছিলাম, রাজার তাতীশীল উঠে গেছে । "প্রবাসীস্টং SSBN ঠক-ঠকি তাত গড়িয়ে গ্রামে বিলিয়ে দিলে উপকার হ’ত । এক-শ টাকায় দশটা তাত হ’ত । রাজার সঙ্গে আমার শেখ অলিপি এই । রাজার ইচ্ছা ছিল, তিনি একটি বিজ্ঞান ও কলা বিভাগ খুলবেন । কৃষি, রাজ্যের প্রধান সম্পদ। কিন্তু আবহ-জ্ঞান ব্যতিরেকে অসম্ভব । পালত ও জাঙ্গল দেশে কৃষি একমাত্র ভরসা হ’তে পারে না । দেশী কলা রক্ষার ও উন্নতির চেষ্টা ন ক’রলে প্রজা-পরিপালন হ’তে পারবে না । কতকগুলি টাকা আকারণে জলে পড়েছে । সে টাকায় দেশের দুর্ভাগ্য, তিনি অকালে ( ই ১৯১২ সালে ) এক চল্লিশ বৎসর বয়সে চলে গেলেন ।

  • 若望識琶

আড়িয়লের কাগজ শ্ৰীমণীন্দ্রভূষণ গুপ্ত ঢাকা জেলার বিক্রমপুর পরগণার কয়েকটি গ্রামে এক সময় প্রচুর পরিমাণে কাগজ প্রস্থত হইত এবং বহু পরিবার ইহা দ্বারা স্বচ্ছন্দে জীবিকা নিৰ্ব্বাহ করিত। বড় বড় কারখানা হইতে বড় পরিমাণে নানাদ্রব্য আমদানী হওয়াতে যেমন অনেক কুটিরশিল্প বিনষ্ট হইয়াছে এই কুটিরশিল্পও তেমনি বালি, শ্রীরামপুর, টিটাগড়, রাণীগঞ্জ প্রভৃতি মিলের কাগজের প্রচলন হওয়াতে বিনষ্ট হইয়াছে । পুথি, দোকানের হিসাবের খাত, জমিদারী সেরেস্তার দলিল প্রভৃতির কাগজ পূৰ্ব্বে হাতে তৈয়ারী হইত। বর্তমান যুগ কলকারখানা ও প্রচুর উৎপাদনের যুগ হইলেও, বিবিধ কুটিরশিল্পের পুনরুজ্জীবনেরও কথা শোনা যায়। মিলে প্রচুর পরিমাণে বস্ত্র উৎপন্ন হইলেও খন্দরের প্রচলন হইতেছে । সেই বকম হাতে-ভৈয়ারী কাগজের প্রচলন হইবে না কেন ? অবশ্য এ-ব্যবসাকে আজকালকার দিনে পূৰ্ব্বাবস্থায় ফিরাইয়া আন একেবারে অসম্ভব ; তবে আমার বিশ্বাস খুব অল্প আয়াসেই এ-কাগজের উন্নতিবিধান এবং প্রচলন করা যাইতে পারে। ... আড়িয়ল, ধাক্টরপাড়, দৃলিহাট, কুরমির, নাগেরপাড়, দীঘিরপাড় এই কয় গ্রামে কাগজের ব্যবসা ছিল । পাশাপাশি এষ্ট কয় গ্রামের ভিতর আড়িয়ল বড় গ্রাম বলিয়া এথানকার ফালাক্তি কাগজ পালিশ করা এক সময় : §

  • :

...; . . . i o 洛

م

& কাগজ ‘আড়িয়লের কাগজ’ বলিয়াই পরিচিত । ৭৫০টি পরিবার এই ব্যবসায়ে নিযুক্ত ছিল ; প্রত্যেক ; বাড়িতেই কাগজ তৈয়ারী হইত। ইহারা দ