পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

હ૦૨ নারীদের মধ্যেও বঙ্গে শতকরা কম নির্বাচিক ভোট দিয়াছিলেন। বাংলা দেশে নান| বিষয়ে অবসাদ ও ঔদাসীন্থ আসিয়াছে। বাঙালী পুরুষ ও নারীর জাগরণ আবগুক । “চার অধ্যায়” কয়েক মাস পূৰ্ব্বে রবীন্দ্রনাথ তাহার যে ছোট উপন্যাসটি পড়িয়াছিলেন, তাহ “চার অধ্যায়” নাম দিয়া সম্প্রতি বিশ্বভারতী গ্রন্থালয় হইতে প্রকাশিত হইয়াছে । ইহার প্রধান নায়ক বিভীষিকাপন্থী অতীন্দ্র, যদিও সে দলের সর্দার নয়। দলের সর্দার ইন্দ্রনাথ এক জন উপনায়ক । অস্ত কয়েক জন উপনায়কেরও দেখা পাওয়া যায়। নায়িক। এলা। এল দলে থাকিলেও তাহার কৃত কোন বিভীষিকাপন্থানুসারী বৈপ্লবিক কাজের বর্ণনা বা উল্লেখ পুস্তকে নাই। অতীন্দ্রের নিজের মুখেই তাহার কোন কোন কাজের বৃত্তাস্ত পাওয়া যায়। যখন রবীন্দ্রনাথ কলিকাতায় গল্পটি পড়া শেষ করেন, তখন শ্রোতাদের মন এরূপ অভিভূত হইয়tfছল, ষে, কেহ কোন মন্তব্য প্রকাশ করেন নাই । একা আবার পড়িয়া মনের অবস্থা সেইরূপই হইল । একবার শুনিয়াছিলাম, তথাপি কৌতুহল হ্রাস পায় নাই। যখন পড়া শেষ করিলাম, তখনকার মনের অবস্থা প্রকাশ করিবার মত কথা খুজিয়া পাইতেছি না । নাগপুরের কংগ্রেস-নেতা অভ্যঙ্কর নাগপুরের প্রসিদ্ধ কংগ্রেস-নেতা ঐযুক্ত অভ্যঙ্করের অকালমৃত্যুতে মধ্যপ্রদেশ বিশেষ ক্ষতিগ্রস্ত হইয়াছে। তিনি ১৯২১ সালে ব্যারিষ্টরী ত্যাগ করিয়া অসহযোগ-আন্দোলনে যোগ দিয়াছিলেন। ১৯২৬ সালে তিনি ভারতীয় ব্যবস্থাপক সভার সভ্য নির্বাচিত হইয়াছিলেন । এবারও তিনি উৎfর সভ্য নিৰ্ব্বাচিত হইয়াছিলেন । তাহার প্রতিদ্বন্দ্বী ছিলেন ডাক্তার মুঞ্জে। ভিনি বে ডাক্তার মুঞ্জে অপেক্ষা অনেক বেশী ভোট পাইয়াছিলেন তাহা হইতেই তাহার লোকপ্রিয়তা অনুমিত হইতে পারে। , * :

"প্রবাসীস্টক হইতে পারে, তাছা নির্দেশ করেন।-- আনেষ্ট বিন্‌ফীল্ড হাভেল ভারতীয় ললিতকলার প্রথম ও প্রধান ইউরোপীয় ব্যাখ্যাত ও সমর্থক, ভারতীয় কারুশিল্পের পুনরুজ্জীবনপ্রয়ালী, এবং ভারতীয় আৰ্য-ইতিহাসের অন্ততম লেখক কলিকাতা গবন্মেণ্ট আর্ট-স্কুলের ভূতপূৰ্ব্ব অধ্যক্ষ আনেষ্ট বিন্‌ফীল্ড হাভেল সাহেবের সম্প্রতি ইংলণ্ডে ৭৩ বৎসর বয়সে মৃত্যু হইয়াছে। র্তাহার সম্বন্ধে তিনটি লেখা অন্তর প্রকাশিত হইল। তাহার মুক্তির ফোটোগ্রাফখানি কলিকাতা গবন্মেণ্ট আট-স্কুলের বর্তমান অধ্যক্ষ শ্ৰীযুক্ত মুকুলচন্দ্র দে সৌজন্য সহকারে তুলিয়া দিয়াছেন। মুক্তিটি শিল্পী ঐযুক্ত কে বেঙ্কটাপ্পা নিৰ্ম্মিত। উহ, গবন্মেণ্ট আট-স্কুলে स्रोग्रझ । বঙ্গে দুৰ্ভিক্ষ কোথাও অনাবৃষ্টি, কোথাও বা অতিরিক্ত প্লাবনে বঙ্গের অনেক জেলায় ছুর্ভিক্ষ হইয়াছে। অনাবৃষ্টির কুফল দেখা দিয়াছে প্রধানতঃ মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। বাঁকুড়া জেলাতেও অন্নাভাব উপস্থিত হইয়াছে। প্লাবন হইয়াছিল মালদহ, রাজসাহী, নদীয়া, যশোহর, ত্রিপুরা এবং ময়মনসিং জেলার কোন কোন অঞ্চলে । অল্পস্বল্প সরকারী সাহাষ্য কোথাও কোথাও দেওয়া হইয়াছে। কিন্তু অধিকতর সাহায্য আবশ্যক । নিখিলবঙ্গ বেকার যুবক সম্মেলন গত ২৬শে ও ২৭শে ডিসেম্বর কলিকাতার আলবার্টহলে নিখিলবঙ্গ বেকার যুবক সম্মেলনের দ্বিতীয় বার্ষিক অধিবেশন হয়। কলিকাতার মেয়র ক্রযুক্ত নলিনীরঞ্জন সরকার সভাপতির আসন গ্রহণ করেন এবং বাংলাগৰন্মেন্টের স্কৃষি ও শিল্প বিভাগের মন্ত্রী নবাব কে জি এম ফারোকী সম্মেলনের উদ্বোধন করেন । s বেকার সমস্ত সমাধানের জন্ত গৰক্সেণ্ট কি কি উপায় अवणशन कब्रिहरिश्न मज्ञैौ-मशनब छांश ऋणन । cभद्रब्र মহাশয়, সরকারী ও বেসরকারী কি কি উপায় জলধিত f ی: i “ .