পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গিরিডির ঔপনিবেশিক বাঙালী এবং ব্যবসা-বাণিজ্য শ্ৰীসরোজকুমার দে ও শরদিন্দু চট্টোপাধ্যায় ছোটনাগপুরের স্বাস্থ্যকর স্থানসমুহের মধ্যে গিরিডি* অন্ততম । ইহা হাজারীবাগ জেলার একটি মহকুমা শহর । গিরিডিকে “কুরহর বাড়ী” নামেও অভিহিত হহতে দেখা যায়। পূর্বে ইহা খড়কডিহ জেলার অন্তর্গত ছিল ; এখন খড়কডিহা নামে পৃথক কোন জেলার অস্তিত্ব না থাকিলেও, ইহা খড়কডিহ পরগণার অস্তভুক্ত বটে। কলিকাতা হইতে গিরিডির দূরত্ব দুই শত ছয় মাইল মাত্র। সাগরদ্বরেখা (sen-level) হইতে ইহার উচ্চতা এক হাজার ফুট। গিরিডির উত্তরে উত্ৰ নামক পাৰ্ব্বত্য নদী, দক্ষিণে কুলডিহ, পূৰ্ব্বে বরওয়ার্ডী ও জরিয়াগাদী গ্রামন্বয় ও পশ্চিমে পচম্বা । ইহাই বর্তমান গিরিডির মিউনিসিপ্যাল সীমানা । ইহীর বর্তমান লোকসংখ্যা ২১,২১৬ । জরিপবিভাগের ১৮৬০ খ্ৰীষ্টাব্দের মানচিত্রে গিরিডির নামোল্লেখ দৃষ্ট হয় না। গিরিডির তৎকালীন টীকাইৎ (দেশীয় জমিদার ) ছিলেন পচন্ধীর vসিদ্ধনাথ সিংহ । কয়লাখনির দিগন্তগ্রসারী মুবিস্তীর্ণ জমিগুলি তিনি গভর্ণমেণ্টকে মাত্র নয় লক্ষ ছত্রিশ হাজার টাকা মুল্যে বিক্রয় করেন। গভর্ণমেণ্ট ঐ জমি ঈষ্ট ইণ্ডিয়ান রেল কোম্পানীকে বাৎসরিক পঞ্চাশ হাজার টাকা খাজনায় ইজার দেন। ১৮৭২ খ্ৰীষ্টাবো প্রথম কয়লাখনি আবিষ্কৃত হয় ও সেই সঙ্গেই গিরিডিতে রেলপথ স্থাপনার স্বত্রপাত হয়। ঈষ্ট ইণ্ডিয়া রেল কোম্পানীর আবগুক সমুদয় কয়লা অদ্যাবধি এই স্থান হইতেই সরবরাহ হইয়া থাকে । তৎকালে গিরিডি গহন অরণ্যে পরিবৃত ছিল । রেল " কেহ কেহ এই স্থানটির নাম গিরিধি লেখেন। তাছা ভুল। ইছায় নাম গিরিডি–গিরিডিহি বা গিরিডিই হইতে উৎপন্ন । ডিহি भक दैत्रश्न अब्रe अरिनक इनिम्न मांश गाख्छ। शग्न । ििक्लङ्ग अर्ष, “গ্রামসমষ্টি ; কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামে একটি মৌজা হয়, কয়েকটি মৌজায় একটি ডিহি হয় ।”--জ্ঞানেত্রমোহন দাস প্রণীত ‘বাঙ্গাগ। ভাষার फटिशांम' । 融 擊 কোম্পানীর চাকুরী লইয়া প্রথমে কয়েক ঘর বাঙালী পরিবার মকতপুর নামক স্থানে আসিয়া বসবাস করেন এখন যে-স্থানে মকতপুরার বাজার বসে, সেই স্থান হই:ে বর্তমান “পুরাতন কুটির” (“Oldest Cottage”) also বাট অবধি বিস্তৃত ভূভাগেই বাঙালীরা প্রথম উপনিবে স্থাপন করেন । বহু স্বাস্থ্যাম্বেষী অবসরপ্রাপ্ত বাঙাল ভদ্রলোক এই স্বাস্থ্যকর স্থানটির প্রতি আকৃষ্ট হইয়া এখ এই স্থানে মনোরম উদ্যানবেষ্টিত মুদৃঙ্গ বাট নিৰ্ম্মাণ করিঃ স্থানটিকে শ্ৰীসম্পন্ন করিয়াছেন, কিন্তু পূৰ্ব্বে সেই জঙ্গলবু স্থানে দিনমানেও লোকচলাচল নিরাপদ ছিল না । এ-বিষা একটি কৌতুকাবহ সত্যঘটনামূলক জনশ্রুতি আছে সে-সময় গিরিডিতে নীরে রায় নামক এক দুৰ্দ্দান্ত দেশ ঘাটোয়ার দ্যুর ভয়ানক অত্যাচারে জনসাধারণ সস্ত্রস্ত হই। থাকিত । তৎকালীন নবাগত বাঙালীদের সহিত এ দ্যুর এক রফা হয় যে প্রত্যেকে তাহীকে মাসিক কিছু কি অর্থদান করিলে সে বাঙালীদের উপর কোন অত্যাচা করিবে না । ৬ মতিলাল মুখোপাধ্যায় মহাশয় তখন কয়ল খনিতে নেটিভ ইনস্পেক্টররূপে কাৰ্য্য করিতেন। একদি কাৰ্য্যাস্তে গৃহপ্রত্যাবর্তনকালে পথিমধ্যে মস্তকে সহ্য গুরুতর জাঘাতপ্রাপ্ত হইয়া তিনি ধরাশায়ী হন ; স্বগৃ নীত হইবার পর তাহার চেতন হইলে নীরে রায় আসি। র্তাহার নিকট তাহার ভ্রম স্বীকার করিয়া অপরাধের জ ক্ষমা প্রার্থনা করে। লক্ষ্য হইলেও তাহার কর্তব্যজ্ঞান ছিল সে-বিষয় সন্দেহ নাই। এই নারে রায় অমিতবিক্রমশাল ছিল । একবার নাকি সে গ্রেপ্তার হইয়া পুলিস পাহার রেলে করিয়া স্থানান্তরে প্রেরিত হইতেছিল। হস্তপ লৌহখৃঙ্খলে আবদ্ধ থাকা সত্ত্বেও উীনদীর উপর গার্ড পৌছিবামাত্র, সে সেই বদ্ধ অবস্থায় প্রহরীদের প্রহার করি চলন্ত গাড়ী হইতে লম্ফ প্রদানে নদীমধ্যে পতিত হয় । নিম্যেমধ্যে প্রস্তরাঘাতে হস্তপণের শৃঙ্খল মোচন করি