পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্থলন্তন গিরিডির ঔপনিবেশিক বাঙালী এবং ব্যবসা-বাণিজ্য UNరిvE স্থানীয় সুপরিচিত মোক্তার ঐযুক্ত শ্ৰীপতি সমস্ত মহাশয় শক্তিকণ্ঠ বাবুর সমসাময়িক ব্যক্তি। গত বৎসর ইনি স্থানীয় মিউনিসিপ্যালিটীর নির্বাচিত ভাইস-চেয়ারম্যান ছিলেন । ইহাঁর দ্বিতল বসতবাটী পচম্বা-রোডের উপর অবস্থিত ; এতদ্ভিন্ন ইনি গিরিডিতে বহু ঘরবাড়ি করিয়াছেন। ইহার পুত্র ঐযুক্ত প্রাণকৃষ্ণ সমস্ত মহাশয় উপযুপিরি দুইবার স্থানীয় লোক্যাল বোর্ডের চেয়ারম্যান নিৰ্ব্বাচিত হইয়াছেন। vডাক্তার যজ্ঞেশ্বর মুখোপাধ্যায়, এমূ-বি, মহাশয় ১৯০১ সাল স্থানীয় হাসপাতালের অ্যাসিষ্ট্যাণ্ট সার্জন রূপে আগমন করেন । এই স্থানে তিনি একাদিক্রমে প্রায় আট বৎসর অ্যাসিষ্টাণ্ট সার্জন ছিলেন । পরে কার্য্য হইতে অবসর গ্রহণ করিয়া এই স্থানে নিজস্ব বাটী করিয়া স্থায়ী বাসিন্দা হইয় যান। ইহার পুত্র ক্রযুক্ত কৃষ্ণবিহারী মুখোপাধ্যায় মহাশয় এই স্থানের হোমিওপ্যাথিক চিকিৎসক । ৮রাখালদাস চট্টোপাধ্যঃ ও তাহার দুই ভ্রাতা শ্ৰীযুক্ত শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় ও শ্ৰীযুক্ত লক্ষ্মীনারায়ণ চট্টোপাধ্যায় এই স্থানের পুরাতন বাঙালী অধিবাসীদিগের মধ্যে অষ্ঠতম। চকের উপর পূৰ্ব্বে শরৎ বাবুর একখানি কাপড়ের দোকান ছিল। লক্ষ্মীবাবু স্থানীয় কোন অভ্র-ব্যবসায়ীর আপিসে কার্য্য করিতেন ; পরে তিনি এই কাৰ্য্য ছাড়িয়া দেন । গাওয়া নামক স্থানে ইহাদের অভ্রের খনি আছে । “হেল্থ হল” ( Health Hall ) নামক যে সুপরিচিত ঔষধালয়টি ১৯০৫ সালে গিরিডিতে প্রতিষ্ঠিত হয়, ইহারাই তাহার স্বত্বাধিকারী । পরে ঔষধালয়টি পচম্বারোডের উপর অবস্থিত ইহাদের নিজ বাটতে স্থানান্তরিত হয় | এস্থানে ইহাঙ্গের একাধিক বাড়িঘর আছে। ইহারা এ স্থানের স্থায়ী বালিলা । শ্ৰীযুক্ত প্রতাপচন্দ্র গুপ্ত মহাশয় রেলওয়ের ডাক্তার ছিলেন ; পরে নিজ বাট করিয়া গিরিডিতে স্থায়ী ভাবে বাস করেন। ইনি পুরাতন ঔপনিবেশিক বাঙালীবাসিন্দীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ । পূৰ্ব্বাক্ত vমতিলাল মুখোপাধ্যায় মহাশয় কয়লা-খনির দেশীয় ইন্সপেক্টর রূপে গিরিডিতে আগমন করেন । ইহার আদি নিবাস বৰ্দ্ধমান জেলাস্থ রায়ন গ্রামে । ইনি নিজে গিরিডি ইলেকট্রিক সাপ্লাই করপোরেশন লিমিটেড এই স্থানে বাড়িঘর না-করিলেও, ইহার পুত্ৰ শ্ৰীযুক্ত তিনকড়ি মুখোপাধ্যায় মহাশয় সম্প্রতি পচম্বা-রোডের উপর নিজস্ব বাট করিয়াছেন। তিনকড়ি বাবু ওকালতি করেন। তিনি কিছুদিন দাতিয়া-ষ্টেটের চীফ জুডিশিয়াল অফিসার ছিলেন। বর্তমানে ইনি স্থানীয় মিউনিসিপ্যালিটীর এক জন কমিশনার। উচ্চ-ইংরেজী বালক-বিদ্যালয়ের সম্পাদকরূপে সাত বৎসর যাবৎ রহিয়াছেন। গিরিডির প্রায় সকল জনহিতানুষ্ঠান ও উৎসবাদিতে ইহার উৎসাহ পরিদৃষ্ট হয়। গিরিডির তিন মাইল পূৰ্ব্বে ভুকুস্তিহা নামক স্থানের অধিবাসীদের মধ্যে অধিকাংশই বাঙালী । ইহার ‘মিশ্র’ উপাধিধারী। ইহাদের আদি বাসস্থান ছিল চব্বিশ-পরগণার অন্তর্গত হালিশহর গ্রামে। এখন ইহার