পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফাস্তন রাশিয়ার আইম-অর্ণদালত \్స$3 দেওয়ার ও আমার জন্ত তাদের মুল্যবান সময় নষ্ট করার জন্য ধন্তবাদ দিয়ে করমর্দন ক’রে উঠে বাইরে এলাম । অল্পক্ষণের মধ্যেই বিচারকরা বাইরে এলেন । প্রথম মামলার রায় হ’ল, যে-যে স্ত্রীলোকটির সঙ্গে সহবাস করেছিল সকলকেই ছেলেটির ভরণপোষণের দায়ী হ’তে হবে। এই রকম বিচারের ফলেই রাশিয়ায় বিবাহ-বন্ধন শিথিল হওয়া সত্বেও ব্যভিচার বাড়িতে পারে নাই, একদিন ব্যভিচারের ফলে হয়ত বেতনের এক-তৃতীয়াংশ নিয়মিত কেটে দিতে হবে-এই আর্থিক শাসনের ফলে ব্যভিচার বাড়তে পারে না। দ্বিতীয় মামলায় বাদিনী তার স্বামীর বর্তমান বেতনের এক-তৃতীয়াংশই ডিক্ৰী পেল। রাশিয়ার আদালতের বিচারে, বাদী-প্রতিবাদীর নিজেদের কথা বলবার স্বচ্ছনা ভঙ্গীতে, সব-কিছুর মধ্যে অর্থলিপ্ত, দালাল ও লোভী কৰ্ম্মচারীদের বিষাক্ত আবহাওয়ার অভাব এবং সৰ্ব্বোপরি বিচারকমণ্ডলী আমায় মুগ্ধ করেছিল। এখানে বিচার করে তারা যারা বিচারপ্রার্থীদের অস্তরের ও বাইরের সব কথা, আচার-ব্যবহার, মনস্তত্ব সবই জানে। অন্তান্ত দেশে সাধারণতঃ ধনী সম্প্রদায় থেকে titశాs=; বিচারকদল নিৰ্ব্বাচিত হয়, ফলে তারা অধিকাংশই সাধারণ লোকের সুখদুঃখের সঙ্গে প্রাণের যোগের অভাবে অনেক সময় অজ্ঞতায় সাধারণ লোকের ওপর অশ্বথা কঠোর ব্যবহার ক’রে বসে। অন্তান্ত দেশে বিচারার্থীর দল কি-কুঞ্জ দং":ক একটা ভয়ের চোখে দেখে, ফলে তাদের সব কথা সরলভাবে বলতে ভয় পায় । বিচারকও নিজের আসন থেকে নেমে সাধারণের সঙ্গে মিলতে দ্বিধা বোধ করেন—তাতে সন্মানহানির আশঙ্কা আছে । রাশিয়ায় যদি কোন বিচারকের মনে এই ভ্রান্ত আত্মমর্য্যাদাজ্ঞান উকি মারে, তা ধরা পড়বমাত্র তাকে বিচারকের আসন থেকে নামিয়ে শ্রমিকের জলে ঠেলে দেওয়া হয়। যত ক্ষণ বিচারের আসনে সে আসীন তত ক্ষণ তার সম্মান, কিন্তু সেই সন্মানবোধ বিচারককে বিচারের পর সাধারণের সঙ্গে মিশতে বাধা দেয় না । এই জন্যই বিচার করা এক বৎসরের জন্ত মনোনীত হয় । রাশিয়ার বিচার-বিভাগের অনাড়ম্বরতা, দরিদ্রতম ব্যক্তির স্তায়বিচার পাবার সুবিধা, অর্থগৃধ্র, ঘুষখোর কৰ্ম্মচারীদলের অভাব এবং দিনকে রাত তৈরি করতে সুপটু উকিলমহলের স্বল্পতা পুথিবীর যে-কোন সভ্য দেশের বিচার-বিভাগের অনুকরণীয়। w &