পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্থলন্তন কয়েক মিনিট পরে হল কয়েক বার রিভলভারের আওয়াজ, বাইরে হল তুমুল সোরগোল, কয়েক বার হ’ল রাইফেলের শব্দ, কিছুক্ষণ ধরে হল বহু মেশিনগান ছোড়ার তীক্ষ্ম ধ্বনি-টা-টাটী-ট-টা-টা— তার পরই সব স্তৰূ— একেবারে নিঝুম । কিছুক্ষণ পরে তাবুর বাইরে দৈন্তদের ফেরার শব্দ আর লাকক-এর উচ্চ কণ্ঠস্বর শোনা গেল। লাককু বকতে বকতে ঢুকল, “সব মাটি হ’ল-সমস্ত মাটি হ’ল—” আর তার পেছনে পেছনে এক আষ্টেপিষ্টে দড়ি-বাধা যুবককে নিয়ে সৈন্তর ঢুকল । চীৎকার ক’রে ল্যকক এক কর্পোরালকে ধমকাল, “এখন লিয়াৎনাকে মুখ দেখাই কি ক’রে ? ওদের গেল দু-দুটাে লোক পালিয়ে, তারা আমাদের তিনটেকে মারলে গুলি ক’রে, আর তোমরা নাপারলে তাদের একটাকেও ধরতে, না-পারলে মারতে? fছ, ছি, ছি-ই ! “অজ্ঞে স্তের্জ" তাতে কি হয়েছে ? আপনার ধরা ছোকৃরার কাছেই সব খবর পাওয়া যাবে। “তীতে তোমার কি বাহাদুরী ? আমি ঐ দিকটায় গিয়ে একে নিজে হাতে না-ধরলে এও ত যেত পালিয়ে ! যেখানে গুয়ে পড়ে বুকে ইটিতে বলেছিলাম সেখানে না করে বিশ হাত দূরে সুরু করলে কেন ? অামার হুকুম শুনলে ন; কেন ? জান, আমার হুকুম না শুনে এই যে ভয়ানক লোকসান করালে, এর জন্তে তোমার কি শাস্তি হবে ?” “সোর্জ", জানি ! দোহাই সোর্জ" মাপ করুন— আমাকে বাচান—না হ’লে আমার প্রাণ ধাবে—আপনিই আমাদের মালিক-” "থামো —এই ছোকরা, কে তুমি ?” যুবক বুক ফুলিয়ে বলল, “জাৰ্ম্মান!” “ত আর শেখাতে হবে না, ফাজিল ! নাম কি ? বাড়ি কোথায় ? এখানে এসে কাটা-তার কাটছিলে কেন ?” “যদি না বলি ?’ “বলবে না ?—আলবৎ বলতে হবে –বল –বল!” “সত্যিই ঠিক করেছি এসব কিছুই বলব না ।” লাকক ধৈর্যাচু্যত হয়ে যুবকের গালে চড় মারল । বৈরী $$పి “এই কি পৃথিবীর শ্রেষ্ঠ সভ্য জাতির রীতি ? অসহায় বীর ওপর পাশবিক অত্যাচার "ি “বনী –এসেছ চুরি করতে, আশা করে বীর খাতির পাবে?” “অরি তোমরা বুঝি আমাদের দেশে সাধুতা করতে এসেছ ?” “তুমি বলা ?—পাজি বশ ! মুখ সামলে কথা বল, না "-- cs"چ হয়ত আর একটা চড় যুবকের গালে পড়ত, কিন্তু হঠাৎ বাইরে প্রহরীর গোড়ালী ঠুকে ও রাইফেলে হাত ঠুকে সেলাম করার শব্দ হ’ল, সকলে চমকে উঠে সতর্ক হ’ল– সম্ভবতঃ কোন অফিসার আসছেন ! সি-কোম্পানীর প্রথম লেফুটেনেন্ট প্রবেশ করলেন, যুবক ভিন্ন সকলে র্যাটেনশনে *াড়াল। লেফটেনেন্ট, নাকি চশমাটা লাগিয়ে বন্দীকে কিছুক্ষণ সহস্যে নিরীক্ষণ ক’রে বললেন, “আ!—তরুণ জাৰ্ম্মান, তা ? দারুণ স্বদেশ-হিতৈষী, আঁ৷ ” “তারুণ্য, স্বদেশ-প্রতি এসব কি আপনাদের ‘লা গ্র"াদ নাদিয়’র* কাছে পরিহাসের বিষয় ?” “ব –প্ৰাণে বেজায় আঘাত লাগল, আঁr P দেশভক্তির মাত্রাট তাহলে অতি ভীষণ, তা ? তাই দেশের জন্তে প্রাণ বিসর্জন করতে আসা হয়েছে, রূর-দখলের প্রতিহিংসা, আ ?” “kri " “হ্যা-অ্যা! সাবাশ !” [ পকেট থেকে সিগারেটু-কেস বার করে খুলে যুবকের সামনে ধরে, ] “সিগারেট ?” “ন! P “আ —তীব্র ফরাসী-বিদ্বেষ, তা? সোজ লাকক, খুশী হলাম, বেশ হয়েছে ” “ধন্তবাদ, লিয়াৎন" !" যুবকের আশ্চৰ্য্য ভাবাস্তর হ’ল ! সে বিস্মিত হয়ে লাকককে নিরীক্ষণ করতে থাকল। লেফটেনেন্ট, জিজ্ঞাসা করলেন, “ছা, হের পেট্রিয়টের নাম ?” যুবক হ’ল অধিক বিচলিত, সে শুধু ইতস্ততঃ চাইতে

  • * * Rafia I La grande Nation ]:– The grand nation vi così uffs į