পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফায়তন ফল হ’ল ন । শেষে সামরিক বিচারে তার প্রাণদণ্ডের •আদেশ হ’ল । কিন্তু সি-কোম্পানীর সেই প্রথম লেফ্‌টনেণ্ট তখনও হাল ছাড়লেন না। ঐ ছোকরা বশ্ব-এর কাছে হার মানতে হবে তার মত চতুর ফরাসী অফিসারকে ? তার তীক্ষ শ্লেষ-শক্তি বাকী মুরিশ তলোয়ারের মত ক্ষুধিত হ’য়ে উঠল, কিন্তু তার নিৰ্ম্মম আঘাত যুবকের জিদ বাড়াল বই কমাল না । তিনি বুঝলেন তাকে অন্ত অস্ত্র ব্যবহার করতে হবে । র্তার শুেন-দৃষ্টি মাত্র যুবকের মনে একটি ছিদ্র লক্ষ্য করেছিল। মধ্যে মধ্যে যখন ল্যকক্কে সঙ্গে নিয়ে তার কাছে যেতেন, ল্যকককে দেখা মাত্র যুবকের অভূত ভাবান্তর হ’ত, যেন তাকে কষ্টে মন শক্ত করতে হত, তার অপূৰ্ব্ব মানসিক গঠনের সৌষ্ঠব নষ্ট হ’য়ে যেত। কিন্তু তখন যুবকের ঐ কেন্দ্রচু্যত মনকে আয়ত্তে আনবার জন্তে যেই তিনি মুখ খুলতেন, অমনি শামুকের মত সেটা যেত এক কঠিন আবরণের মধ্যে লুকিয়ে, আবার তার তীক্ষুধার শ্লেষের আঘাত পড়ত শুধু একখণ্ড ইস্পাতের ওপর । অবশেষে লেফটেনেণ্ট মনস্থ করলেন সেই চরম মুহূর্তের কিছু পুৰ্ব্বে ল্যকককে তার কাছে এক পাঠাতে হবে । লাকক অতি পাকা লোক, সম্পূর্ণ নির্ভরযোগ্য । অমন ভীষণ মুহুর্তে তার কাছে যুবকের মন অধিক বিকল হবে এবং সুদক্ষ লাকক সফল হবে। সেদিন ভোর ছটায় সি-কোম্পানীর বিশটা রাইফেলের জলন্ত গুলি বালকের বুক ঝাঝরা ক’রে দেবে। তার ঠিক এক ঘণ্টা পুৰ্ব্বে ল্যকক এল তার ঘরের সামনে। লোহার দরজা খোলার শব্দে বালকের ঘুম ভাঙ,ল । উঠে বসে, হাই তুলে, আড়মোড়া ভেঙে সে বলল, “বুঝেছি, এখুনি প্রস্তুত হচ্ছি।” বিছানা থেকে লাফ দিয়ে নেমে, পাশেই স্নানের ঘরে গেল। ল্যকৃক ঘরে ঢুকে আলো জালল। বালক ফিরে এল স্নান ক’রে, উত্তম পোষাকে ভূষিত হ’য়ে, প্রফুল্ল মনে। ল্যকককে দেখেই চমকে উঠ বলল, “আপনি ? এ কাজও করবেন আপনি ?” আত্মসম্বরণ ক’রে বলল, “ভাল ! কেনই বা তা না হবে ? চলুন, আমি প্রস্তুত।” “আমি এসেছি তোমাকে বাচাতে ।” “বাচাতে ? ও বুঝেছি আপনি চান, শেষ মুহূর্তেও yy=ృశి বৈরী Uషా\8 আমাকে মুক্তি দেওয়া হবে, অর্থ-পুরস্কার দেওয়া হবে, যদি ঐ হীন কাজ করি —না, এমন কুৎসিত প্রস্তাব আপনি মুখে আনবেন না ।” “কিন্তু কেন ?—” “ও প্রসঙ্গ আর ভুলবেন না । আমার প্রতি আপনার শেষ কর্তব্য পালন করে আমাকে শাস্ত মনে পৃথিবী থেকে বিদায় নিতে দিন—কোন দোষ হবে না । কিন্তু এমন কুৎসিত প্রস্তাব আপনি ক’রে আমার মন ক্ষোভে ভ’রে দেবেন না—বিশেষ ক'রে আপনি !” “বিশেষ ক’রে আমি ?—এ-কথা কেন বলছ ?” 髒 釁 髒 髒 ল্যকক্ বুঝল, তারা পিতা ও পুত্র। లి বসন্ত তখনও অনাগত, ধরণী তখনও তুষারমণ্ডিত, শীতের সে জমাট জড়তা পরাজয় করতে ধৌবন হয়ে ওঠে সহসা উচ্ছসিত । “ফশিং”এর রাত্রে সারা জাৰ্ম্মেনী উন্মত্ত হয় মদনোৎসবে । দলে দলে নরনারী তাসে ঘর ছেড়ে, বিচিত্র সাজে সজ্জিত হ’য়ে, ধনী-গৃহের সুন্দরীর আসেন অবগুষ্ঠিত হ’য়ে । সেদিন তরুণ-তরুণীর মিলনে প্রয়োজন হয় শুধু নিয়মহীন খেয়াল, অথবা হয়ত সেই দুর্নিবীর আকর্ষণ ! ধনী-নির্ধনের পার্থক্য যায় ঘুচে, আভিজাত্যের গৌরব হয় ধুলিসাৎ, সমাজের বন্ধন হয় শিথিল, যৌবন হয়ে ওঠে উচ্ছল উদ্ধাম, নিৰ্ব্বাধ, বৃদ্ধেরাও ফিরে পায় যৌবন—সকলে করে সারারাত্র বাধাহীন নৃত্য । ঠিক বিশ বৎসর পূৰ্ব্বে এমনি এক রাত্রে এই উৎসবের মধ্যে ল্যকক-এর সঙ্গে হয়েছিল কেতের মিলন, আর সেই রাত্রেই উভয়ে করেছিল উভয়কে হৃদয়-দান । কেতের পিতা হের গেহাইমূরাট* লিঙ্ক, কাইসারের উচ্চ রাজকৰ্ম্মচারী, লাকক-এর মত পাত্রের হাতে একমাত্র সন্তান ঐ কেতেকে সমর্পণ করা যে তার পক্ষে চিন্তর্তীত তা ঐ প্রণয়ীযুগল বুঝল। কিন্তু তাদের প্রণয় এতই গভীর হয়ে উঠল যে তারা গোপনে বিবাহ না ক’রে থাকতে পারল না । ° cभश्रेश्रृङ्गाक्कै [dulieunrut}-आर्यान काश्जाइ-भस लेछ ।" ऎगोवि विt*ष, चtनक$1 ऐ१८घ्रछौ Siraघ्र भ७ ।।