পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতায় প্রবাসী-বঙ্গসাহিত্য-সম্মেলন ՊՏ0 ... ." 枋 প্রবাসী-বঙ্গসাহিত্য সম্মেলন উপলক্ষে ষ্টীমারে প্রতিসম্মিলনী । মধ্যস্থলে রবীন্দ্রনাথ উপবিষ্ট Iাকে আপন নানাদিকৃগামী তটকে এক ক’রে নেয়, আধুনিক tাংল-ভাষা ও সাহি তা তেমনি করেই নন দেশ প্রদেশের বাঙালীর লয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তাকে এক প্রাণধারায় মিলিয়েছে । কলিকাতায় প্রবাদী-বঙ্গসাহিত্য-সম্মেলনের অধিবেশন উপলক্ষ্যে র্যাহার বঙ্গের ও বঙ্গের বাহিরের বাঙালীদিগকে ভোজনে ও কথোপকথনে সম্মিলিত হইয়া “নানা দেশ প্রদেশের বাঙালীর হৃদয়ের মধ্য দিয়ে প্রবাহিত” “এক প্রাণধারা” অনুভব করিবার সুযোগ দিয়াছিলেন, তাহারা মগ্র বাঙালী সমাজের কুতজ্ঞতার পাত্র । কলিকাতায় “মিলনী’ নামে একটি ক্লাব আছে । ইহর পক্ষ হইতে লালগোলীর কুমার ঐযুক্ত ধীরেন্দ্রনারায়ণ বায় প্রবাসী-বঙ্গসাহিত্য-সম্মেলনের প্রতিনিধিবর্গ, অভ্যর্থনাসমিতির সভ্যবৃন্দ প্রভৃতির একত্র সম্মিলিত হইবার আয়োজন করেন। নিমন্ত্রিত ব্যক্তিগণ প্রায় তিন ঘণ্টা ধারযোগে গঙ্গাবক্ষে ভ্রমণ করেন। প্রচুর জলযোগের ও :েপকথনের ব্যবস্থা ছিল। ঘাট হইতে ষ্টীমার রওনা হইবার পূৰ্ব্বে রবীন্দ্রনাথ আগমন করেন এবং তাঁহাকে লইয়া একটি ফটোগ্রাফ তোলা হয় । তাহীর পর তিনি প্রত্যবৰ্ত্তন করেন। ১২ই পৌর ২৮শে ডিসেম্বর কলিকাতার মেয়র শ্ৰীযুক্ত নলিনীরঞ্জন সরকার টাউন-হলে প্রতিনিধিবর্গ ও অন্ত নিমঞ্জিত ব্যক্তিগণের একটি প্রীতি-সন্মলনের বন্দোবস্ত করেন । সকলে প্রচুর জলযোগ ও কথোপকথনে আপ্যায়িত इन् । তাহার পরদিন মহিলা প্রতিনিধিগণ ও অপর নিমন্ত্রিত মহিলাবৃন্দ ডাঃ স্তর নীলরতন সরকার মহাশয়ের সহধৰ্ম্মিণী প্রযুক্ত লেতী নিৰ্ম্মলা সরকার মহোদয়ার বলতে উদ্ধানসম্মেলনে একত্র সমবেত হন । সেখানেও জলযোগ আদির ব্যবস্থা ছিল । ঐ দিন ঐ সময় ডক্টর প্রযুক্ত সত্যচরণ লাহ আগড়পাড়ায় তাহার সুরম্য বাগান-বাড়ি ও পক্ষিনিবাসে