পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8o ○山tぷ 浔 ఏన98ు প্রদেশীর সেরূপ জিনিষ বাঙালী নিশ্চয় কিনিবে ও কেনে | বাংলা দেশের ও বিহারের কয়লা না কিনিয়া বোম্বাই ও আহমেদাবাদের মিলওয়লারা যে দক্ষিণ-আফ্রিকার কয়লা কেনে, তাহাতে ত আমাদের সমগ্রভারতীয় স্বদেশপ্রেমের শিক্ষাদাতারা কোন উচ্চবাচ্য করেন না ! কলিকাতা বিশ্ববিদ্যালয়ের জন্মোৎসব কলিকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবার ৭৭ বৎসর পরেও যে ইহার জন্মোৎসবের কথা কর্তৃপক্ষের মনে পড়িয়াছে, তাহার জন্ত র্তাহারা প্রশংসার পাত্র । এই উপলক্ষ্যে যে শোভাযাত্রা ব্যায়ামাদি হইয়াছিল, তাহা স্বসম্পন্ন হইয়াছিল । ভবিষ্যতে কলিকাতার বাহিরের ছাত্র-ছাত্রীদিগকে এরূপ উৎসবে যোগ দিবার-অন্ততঃ তাহাদের প্রতিনিধিদের যোগ দিবার—সুযোগ দিতে হইবে, যাহারা পঠদ্দশ্য অতিক্রম করিয়াছে সেই সব প্রাক্তন ছাত্রদিগকেও সুযোগ দিতে হইবে, দৈহিক ক্রিয়াশীলতার পরিচয় ছাড়া মানসিক কৰ্মিষ্ঠতার প্রমাণ দিবার সুযোগ দিতে হইবে, এবং কোন-না-কোন প্রকারে ও কোন-নাকোন দিকে শিক্ষালাভের সুবিধা প্রতি বৎসরই কিছু বাড়াইতে হইবে। মেডিক্যাল কলেজের শতবার্ষিক উৎসব ১৮৩৫ সালে কলিকাতার মেডিক্যাল কলেজ স্থাপিত হয়। এই বৎসর তাহার শতবার্ষিক উৎসব হইয়া গেল স্বাস্থ্য ও চিকিৎসা সম্বন্ধে জ্ঞানোন্নতি ও অারোগ্যবিধান যাহার উদ্দেশু, এরূপ প্রতিষ্ঠানের উৎসব যেরূপ হওয়া উচিত, মেডিক্যাল কলেজের শতবার্ষিক উৎসব সেইরূপই হইয়াছিল। বক্তৃতাদি ছিল, অস্ত্র-চিকিৎসা ও অন্তরূপ চিকিৎসার জন্ত আবশুক অস্ত্র যন্ত্র ঔষধ পথ্যাদির প্রদর্শনী হইয়াছিল, এবং তাহার উপর আকস্মিক দুর্ঘটনায় অহিত লোকদের জন্ত একটি হাসপাড়ালের ভিত্তিও স্থাপিত হুইয়াছে । অৰ্দ্ধোদয় যোগে স্নান श्रtईॉमग्न cषांश्न छैशृणtशा श्रजग्न भांन कब्रियांग्न छछ বাহির হইতে পাচ লক্ষ তীর্থযাত্ৰী আসিয়াছিল অনুমিত হইয়াছে । তম্ভিল্ল কলিকাতারও চার-পাচ লক্ষ লোক স্নান করিয়া থাকিবে । এতগুলি লোকের স্নানে যে অতি অল্পসংখ্যক দুর্ঘটনা ঘটিয়াছিল, অতি অল্পসংখ্যক লোকের ধে ওলাউঠা আদি সংক্রামক রোগ হইয়াছিল এবং অতি অল্পসংখ্যক লোক যে নিরুদেশ হইয়াছে, ইহা স্নানার্থীদিগের সাহায্যকারী সকল কর্তৃপক্ষের ও স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশংসার বিষয় । কলিকাতা মিউনিসিপালিটি সকল রকমের সুবন্দোবস্ত করিয়াছিলেন । পুলিস কৰ্ম্মচারী ও কনষ্টেবলেরা সকলের সাহায্য করিয়াছিলেন । ধাঙ্গড় মেথর প্রভৃতি র্তাহীদের নির্দিষ্ট কাজ সানন্দে ও সোৎসাহে করিয়াছিলেন । বিশ হাজার পুরুষ ও মহিলা স্বেচ্ছাসেবক দিন-রাত রেলওয়ে ষ্টেশনে, স্নানের ঘাটসমূহে, নদীবক্ষে নৌকায়, এবং নানা পান্থশালায় ও স্থায়ী ও অস্থায়ী চিকিৎসকেন্দ্রে আপনাদের মুখস্বাচ্ছন্যের দিকে দৃকপাত না করিয়া সেবার কাজ করিয়াছিলেন। শিক্ষালয়, ব্যায়ামপ্রতিষ্ঠান ও অন্তবিধ নানা প্রতিষ্ঠান হইতে স্বেচ্ছাসেবকগণ আসিয়াছিলেন । ংগ্রেস অৰ্দ্ধোদয়যোগ কেন্দ্রীয় বোর্ড এই উপলক্ষ্যে কুত সেবাকার্যের যে প্রশংসা করিয়াছেন, তাহাতে বলিয়াছেন, স্বেচ্ছাসেবকগণকে ড্রিল বা কুচকাওয়াজ কিছুই অভ্যাস করান হয় নাই । কিন্তু তাহা সত্ত্বেও ছাত্রগণ প্রমুখ সমাজের বিভিন্ন শ্রেণী হইতে সংগৃহীত ২ হাজারেরও অধিক স্বেচ্ছাসেবক কৰ্ত্তব্যসম্পাদনে অতি আশ্চৰ্য্যরকম কৃতিত্বের পরিচয় প্রদান করে। এই সাফল্যের জন্ত প্রশংসা করিতে হইলে সৰ্ব্বপ্রথম স্বেচ্ছাসেবকগণেরই উছ প্রাপ্য। স্বেচ্ছাসেবকগণ সম্পূর্ণরূপে নিয়মামুৰক্টিভ রক্ষা করিয়া পরস্পরের মধ্যে সহযোগিতা কয়ে ও সম্মিলিতভাবে কাৰ্য্য করে । আমরা যুৱ-বাঙ্গলাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করিতেছি । দুই-এক দিন, দুই-এক সপ্তাহ বা তদপেক্ষা কিছু দীর্ঘ কালের জন্ত উৎসাহ ও আগ্রহের সহিত কঠিন কাজ করিতে বাঙালী ছেলেমেয়েরা আপনাদের সমর্থ্য অনেক বার দেখাইয়াছেন, এবং তাহারা যে প্রশংসা পাইবার জন্তই সকল স্থলে এইরূপ কাজ করিয়াছেন, তাহাও নহে । যেখানে বহু জনসমাগমজনিত উত্তেজনা ও উৎসাহের আকর্ষণ নাই, সেরূপ কাৰ্য্যক্ষেত্রেও লোকচক্ষু হইতে দূরে র্তাহারা বৎসরের পর বৎসর জনহিতকর কাৰে আত্মনিয়োগ