পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফান্তন র্তাহার মৃত্যু হয় । এই শোচনীয় দুর্ঘটনায় তাহার অকালমৃত্যুতে লীগে ভারতের মুষ্টিমেয় কৰ্ম্মীদের সংখ্যাও কমিয়া গেল। অমূল্যবাবু ভারতবর্ষে থাকিতে বোম্বাইমে রয়টার ও এসোসিয়েটেড প্রেসের প্রধান কৰ্ম্মচারী ছিলেন। জেনিভায় লীগের কাজে তিন জন বাঙালী ছিলেন । এখন দুই জন রছিলেন। তাহার মধ্যে ডক্টর ঐযুক্ত রজনীকান্ত দাস কতকটা বড় কাজ করেন, স্তর বিপিনবিহারী ঘোষের পুত্র ডক্টর ঐযুক্ত সুধীন্দ্রনাথ ঘোষ অপেক্ষাকৃত অল্প বেতনের কাজ করেন । বাণিজ্য-চক্তি ব্রিটেনে ও ভারতবর্ষে এক বাণিজ্য-চুক্তি হইয়া গিয়াছে, জগতের লোক ইহা শুনিয়াছে। কিন্তু ইহার অর্থ এই, প্ৰভু ব্রিটিশ গবন্মেণ্ট তদধীন ভারত-গবন্মেন্টের কৰ্ম্মচারীর দ্বারা ব্রিটেনের পক্ষে সুবিধাজনক কতকগুলি সৰ্ত্তে দস্তখত কর ইয়া লইয়ছেন । তাঁহার আগে সৰ্বগুলা তারতবর্ষীয় ব্যবস্থাপক সভাকে জানানও হয় নাই । এইরূপ আর একটা বাণিজ্য-চুক্তির নাম ইণ্ডো-বৰ্ম্ম (ভারত-ব্রহ্ম ) চুক্তি। ইহাও ভারতীয় লোকদের ভারতীয় প্রতিনিধি এবং ব্রহ্মদেশীয় লোকদের ব্রহ্মদেশীয় প্রতিনিধির মধ্যে আলোচনার পর উভয় পক্ষের সম্মতিক্রমে স্বাক্ষরিত চুক্তি নহ। ইহাও ভারত-গবন্মেণ্ট ও তাধীন বৰ্ম্মীগবন্মেন্টের মধ্য চুক্তি। অর্থাৎ কোন মানুষের ডান হাত বঁ হাতের মধ্যে চুক্তি হইলে যেমন হয়, কতকটা সেই প্রকার / সভ্যতায় যত রকমের ডান আছে, এগুলা তাহারই অন্ততম । লগুনে ভারতীয় চিত্রাদির প্রদর্শনী গত ডিসেম্বর মাসে লণ্ডনে ভারতীয় চিত্র প্রভৃতি ললিতকলীয় যে প্রদর্শনী হইয়া গিয়াছে, তাহার সম্বন্ধে বিলাতী কাগজে প্রকাশিত কতকগুলি মত আগে প্রকাশ করিয়াছিলাম। পয়ে আরও কিছু এইরূপ মত হস্তগত হইয়াছে। ভহার কিছু কিছু নীচে উদ্ধৃত করিতেছি। ধৰ্মিটেন ম্যাগাজিলের সম্পাদক মিঃ টাটুলক ডেলী টেলিগ্রাফে লিখিয়াছেন — · * } : বিবিধ প্রসঙ্গ—লণ্ডনে ভারতীয় চিত্রাদির প্রদর্শনী ጫ8¢ What astonishes the English visitor is not any dis: cernible differences between one part of India and another, but an essential unity of aesthetic feeling. The most surprising impression is that the inhabitants of a country so vast as India have contrived so splendidly to “pull together.” The population of India is roughly equivalent to that of extra-Russian Europe. But if we were to envisage an exhibition of European art we should take it for granted that there would be many “clashes.” This exhibition gives the impression very distinctly that, so far as art is concerned, India is much more closely knit than Europe. It is true that Bombay, best seen in Gallery I, attracts the occidental eye most insistently, but that may be due to Mr. W. E. Gladstone Solomon's power of organization. মিঃ ট্যাটলকু বলিতেছেন, যে, যদিও ভারতবর্ষ রুশিয়া বাদে সমস্ত ইউরোপের সমান, তথাপি এত বড় দেশে ইহার ললিতকলাস্থষ্ট রসে একটি সামgন্ত ও ঐক্য দৃষ্ট হয় । তিনি আরও বলিয়াছেন, যে, প্রদর্শনীর শ্রেষ্ঠ ছবিগুলি নিঃসন্দেহ ##!for efātī; (“The best pictures are undoubtedly the most Indian”) মর্নিং পোষ্টের আর্ট-সমালোচক বলেন, এখন ভারতবর্ষে আর্টের মোটামুটি দুটি স্রোত প্রবাহিত। একটিকে বাংলা ও অন্তটিকে বোম্বইয়ের সঙ্গে সংপৃক্ত বলা যাইতে পারে। বাংলা ভারতবর্ষের পরম্পরাগত রীতিসমুহের প্রতিনিধি, বোম্বাই পাশ্চাত্য য়্যানাটমি অনুশীলনের মুল্যর পরিচয় দেয় । তাহার পর এই সমালোচক লিখিতেছেন, বাংলা দেশ সমগ্র ভারতবর্ষে ভারতীয় ললিতকলার পুনরুজ্জীবনে ব্যাপৃত আছে। যথা— “Bengal also is active in the renaissance of Indian art throughout the Peninsula. The thirty odd years' revival in Calcutta, based upon a continuity of India'a artistic tradition, has been inspired by the lead of the Tagore family, and spread by Bengalee artists who removed to other parts of the country. Moreover, young students came from distant places to the hool of Oriental Art at Calcutta, and the Institute founded by the Poet Rabindranath Tagore at Shantinikqtan.” তাহার পর এই সমালোচক বলিতেছেন “Poetry, vigorous romance, and somewhat timid Western realism characterize Bengalee art. . . . .” ললিতকলা-সমালোচক মিঃ ফ্রাঙ্ক রটর (Mr. Frank Rutter) সও টাইমূপে লিখিয়াছেন – “The great lesson taught by the current exhibition at the New Burlington Galleries is that Indian Artists are far more fruitfully inspired when following the noble traditions of their own country, ihan when they seek to imitate the superficial realism of Western academic art. . . . While much from elsewhere also commands our admiration, it is most instructive to compare the wwwk of the two pri pal school, that of