পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“গতামূ শিবমূ সুন্দরমূ” “নায়মাত্মা বলহীনেন লভ্যঃ” ৩৪শ ভাগ } ২য় খণ্ড ਟੋਥਵਾਂ 'SN99'S } ৬ষ্ঠ সংখ্যা সাওতাল মেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যায় আসে সাওতাল মেয়ে, শিমুল গাছের তলে কাকর-বিছানো পথবেয়ে। মোট শাড়ি আঁট ক’রে ঘিরে আছে তনু কালো দেহ। বিধাতার ভোল-মন কারিগর কেহ কোন কালো পাখীটিরে গড়িতে গড়িতে শ্রাবণের মেঘে ও তড়িতে উপাদান খুজি ওই নারী রচিয়াছে বুঝি। ওর ছটি পাখা ভিতরে অদৃশ্ব আছে ঢাকা, লঘু পায়ে মিলে গেছে চলা আর ওড়া। নিটোল ফু-হাতে তার শাদী-রাঙ কয় জোড়া গালা-ঢালা চুড়ি ; মাথায় মাটিতে ভরা বুড়ি যাওয়া আসা করে বারবার। আঁচলের প্রাপ্ত তার লাল রেখা স্থলাইয়া পলাশের স্পর্শমায়া আকাশেতে দেয় বুলাইয়া।